শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI vs Post Office RD: SBI না পোস্ট অফিস কোথায় টাকা রাখলে বেশি সুদ পাবেন, বিনিয়োগ করার আগে সবকিছু জেনেনিন

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

SBI vs Post Office RD: ব্যাংক এবং পোস্ট অফিসে অর্থ সঞ্চয়ের নানান বিকল্প রয়েছে এর মধ্যে Recurring Deposit(RD) হল অন্যতম একটি সঞ্চয়ের বিকল্প। পোস্ট অফিস ছাড়াও দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতে RD এর সুবিধা রয়েছে। অনেকেই রয়েছে যারা পোস্ট অফিস বা ব্যাংকের RD তে টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। RD তে প্রতিমাসে আপনাকে কিছু পরিমাণ টাকা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করতে হয় এবং সেই টাকার উপর আপনাকে খুব ভালো সুদ দেওয়া হয়।

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI এবং পোস্ট অফিস কোথায় টাকা রাখলে আপনি বেশি সুখ পাবেন অর্থাৎ আপনি বেশি লাভবান হবেন। এই প্রতিবেদনটিতে SBI এবং পোস্ট অফিসের RD এর মধ্যে তুলনা করা হয়েছে তাই আপনি যদি RD তে বিনিয়োগ করতে চান তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

SBI এবং পোস্ট অফিসের RD এর মধ্যে পার্থক্য(SBI vs Post Office RD)

আপনি যদি RD তে বিনিয়োগ করতে চান তাহলে আপনার অবশ্যই জানা জরুরি যে SBI না পোস্ট অফিস কোথায় আপনি RD অ্যাকাউন্ট খুললে বেশি সুদ পাবেন অর্থাৎ বেশি লাভবান হবেন। নীচে SBI এবং পোস্ট অফিসের RD এর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে।

বিষয়SBI এর RDপোস্ট অফিসের RD
মেয়াদস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের RD তে গ্রাহকদের ১ থেকে ১০ বছরের RD এর সুবিধে দিচ্ছে।অপারপক্ষে পোস্ট অফিসের RD এর ম্যাচুরিটি সময়কাল ৫ বছর।
সুদের পরিমাণ (সাধারণ ব্যাক্তির ক্ষেত্রে)স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের RD তে সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট অফার করছে।পোস্ট অফিস সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ ইন্টারেস্ট অফার করছে।
সুদের পরিমাণ (প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে)স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের RD তে প্রবীণ নাগরিকদের ৭.০০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট অফার করছে।পোস্ট অফিস প্রবীণ নাগরিকদেরও সাধারণ গ্রাহকদের মতোই ৬.৫০ শতাংশ ইন্টারেস্ট অফার করছে।
সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার RD এর সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল ১০০ টাকা।পোস্ট অফিসের RD এর সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল ১০০ টাকা।
সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার RD এর সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।পোস্ট অফিসের RD এর সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।

↗️আরোও পড়ুন » বিরাট খুশির খবর! জনপ্রিয় এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৮ বছরে টাকা ডবলের থেকেও বেশি

এসবিআই RD এর ইন্টারেস্ট রেটের তালিকা

এসবিআই RD এর ইন্টারেস্ট রেট বিভিন্ন টাইম পিরিয়ডের জন্য আলাদা। নীচে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার RD এর ইন্টারেস্ট রেটের তালিকা দেওয়া হয়েছ।

সময়কালসাধারন ব্যাক্তিদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটসিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট
১ বছর থেকে ২ বছরের RD৬.৮০ শতাংশ৭.৩০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের RD৭.০০ শতাংশ৭.৫০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের RD৬.৫০ শতাংশ৭.০০ শতাংশ
৫ বছর থেকে ১০ বছরের RD৬.৫০ শতাংশ৭.০০ শতাংশ

↗️আরোও পড়ুন » FD Rate:ফিক্সড ডিপোজিটে ১০% ইন্টারেস্ট দিচ্ছে জনপ্রিয় এই ব্যাংক

গুরুত্বপূর্ণ তথ্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পোস্ট অফিসে RD একাউন্ট খোলার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখা জরুরি।

★ পোস্ট অফিসের RD এর টাকার পরিমান ১০,০০০ টাকার বেশি হলে সুদের উপর TDS কাটা হয়।

★ পোস্ট অফিসে যেকোনো বয়সের ব্যক্তিদের এবং যেকোনো টাইম পিরিয়ডে সুদের পরিমাণ ৬.৫০।

↗️ আরোও পড়ুন » পোস্ট অফিসে এবার জমা দিতে হবে Source of fund সার্টিফিকেট, পোস্ট অফিসে একাউন্ট থাকলে অবশ্যই দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে আমাদের ফলো করুনFollow Us

↗️আরোও পড়ুন » পোস্ট অফিসে টাকা তোলার নিয়মে বিরাট পরিবর্তন, একাউন্ট থেকে কেটে নেওয়া হবে ১০০ টাকা

Leave a Comment