SBI Loan Interest Rate: ভারতের সর্ববৃহৎ ঋণদাতা সংস্থা হল State Bank of India (SBI)। স্টেট ব্যাংক তাদের বিভিন্ন মেয়াদের ঋণের সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে, যা আজ (১৫ জুন, ২০২৪) থেকে কার্যকর হবে। এর ফলে অনেক ঋণ গৃহীতাদের এবার থেকে আরো বেশি ইএমআই দিতে হবে। যারা MCLR-এ ঋণ নিয়েছেন তাদেরকে আগের চেয়ে বেশি ইএমআই দিতে হবে, কিন্তূ যে সমস্ত ব্যক্তিরা অন্য বেঞ্চমার্কের সাথে যুক্ত ঋণ নিয়েছে তাদের ইএমআই বাড়বে না। এই নিয়ে আরো বিস্তারিত জানতে আজকের এ প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
স্টেট ব্যাংকের লোনের সুদের হার বৃদ্ধি (SBI Loan Interest Rate)
স্টেট ব্যাংক ইতিমধ্যেই তাদের বিভিন্ন মেয়াদের ঋণ পরিকল্পনার সুদের হার ১০ বেশি পয়েন্ট অর্থাৎ ০.১০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ১৫ জুন থেকে এই বর্ধিত MCLR হার কর্যাকর হবার কথা ছিল। ব্যাংক সাধারণত বেশ কিছু বেঞ্চমার্কের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে, যেগুলির মধ্যে শুধুমাত্র MCLR এর হার বৃদ্ধি করেছে State Bank of India (SBI)।
বিভিন্ন মেয়াদের ঋণ পরিকল্পনার নতুন সুদের হার
- এক বছরের ঋণ: ৮.৬৫ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.৭৫ শতাংশ হয়েছে।
- রাতারাতি ঋণ: ৮ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.১০ শতাংশ হয়েছে।
- এক মাসের ঋণ: ৮.২০ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.৩০ শতাংশ হয়েছে।
- তিন মাসের ঋণ: ৮.২০ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.৩০ শতাংশ হয়েছে।
- ছয় মাসের ঋণ: ৮.৫৫ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.৬৫ শতাংশ হয়েছে।
- দুই বছরের ঋণ: ৮.৭৬ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.৮৫ শতাংশ হয়েছে।
- তিন বছরের ঋণ: ৮.৮৫ শতাংশ থেকে ০.১০ শতাংশ বেড়ে ৮.৯৫ শতাংশ হয়েছে।
আরও পড়ুন: SBI Loan – স্টেট ব্যাংক গ্রাহকদের দিচ্ছে তাৎক্ষণিক ঋণ গ্রহণের সুবিধা! কিভাবে আবেদন করবেন জেনে নিন।
এরফলে কাদের EMI বাড়বে?
বেশিরভাগ ঋণ এক বছরের MCLR হারের সাথে যুক্ত। সুতরাং, এক বছরের ঋণের EMI-এর উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। তবে দুই বছর ও তিন বছরের ঋণের সুদের হারও বৃদ্ধি পেয়েছে। সহজ কথায় বলতে যে সমস্ত ব্যক্তিরা MCLR হারের সাথে যুক্ত ঋণ নিয়েছে তাদের EMI বাড়বে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে যেকোনো EMI ক্যালকুলেটরে গিয়ে দেখতে পারবেন যে, আপনার ইএমআই কতটা বাড়বে। স্টেট ব্যাংকের লোনের সুদের হার বৃদ্ধি সম্পর্কে আরও জানতে https://sbi.co.in/web/interest-rates/interest-rates/mclr-তে যেতে পারেন।
আরও পড়ুন: SBI Home Loan – স্টেট ব্যাংক থেকে ১০ লাখ টাকা হোম লোন নিলে, প্রতিমাসে কতটাকা EMI দিতে হবে দেখুন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇