শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

আয়ুষ্মান ভারত যোজনা পাবেন ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, এইভাবে আয়ুষ্মান ভারত কার্ড করে নিন।

Updated on:

Ayushman Bharat Yojana Health Insurance: দরিদ্র এবং নিম্নবর্গের পরিবারের কোন ব্যক্তির শারীরিক অসুস্থতা হলে ওই ব্যক্তির চিকিৎসার জন্য দরিদ্র পরিবারে প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করে থাকে না, এর ফলে দেশের দরিদ্র পরিবারের অনেক ব্যক্তি বিনা চিকিৎসা পেয়ে মারা যান। তাই কেন্দ্র সরকার দরিদ্র মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) যা আয়ুষ্মান ভারত নামে পরিচিত প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে যেকোন অসুস্থতার ক্ষেত্রে হাসপাতলে ভর্তি থেকে শুরু করে চিকিৎসার খরচ সবই সরকার বহন করবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবে? কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত জেনে নিন।

আয়ুষ্মান ভারত যোজনা

২০১৮ সালে ২৩শে সেপ্টেম্বর কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনস্ত ব্যক্তি 5 লক্ষ টাকার জীবন বীমা কভারেজ পেয়ে যাবে। কিডনি লিভার ইত্যাদি ১৪০০ রকমের চিকিৎসা সুবিধা বিনামূল্যে পেয়ে যাবে। হাসপাতালে ভর্তির খরচ থেকে শুরু করে চিকিৎসার খরচ, ওষুধের খরচ যাবতীয় খরচ এই বীমার অধীনে পেয়ে যাবে বীমাধারী ব্যক্তি।

কোন ব্যক্তিরা এই বীমার সুবিধা পাবে

এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের এই বীমায় নাম নথিভুক্ত করার জন্য কি কি যোগ্যতার মানদন্ড থাকা প্রয়োজন।

  • অস্থায়ী ঘর বিশিষ্ট পরিবার।
  • যে সকল পরিবারের ১৬ থেকে ৫৯ বছরের মধ্য কোন উপার্জনকারী ব্যক্তি নেই।
  • তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এর অন্তর্ভুক্ত পরিবার।
  • ভূমিহীন পরিবার।
  • যে সকল পরিবারের কোন সক্ষম সদস্য নেই শুধুমাত্র অক্ষম সদস্য রয়েছে।
কারা আবেদন করতে পারবেভিক্ষুক, ঝাড়ুদার নোংরা পরিষ্কার করার লোক, মুচি, হকার, ফুটপাতে বিক্রেতা, বাড়ির কাজের লোক, শ্রমিক, প্লাম্বার, রংমিস্ত্রি, রাজমিস্ত্রি, চাকর, হস্তশিল্পী, দর্জি, ড্রাইভার, কন্ডাক্টর, কুলি, মালি, দারোয়ান, ধোপা, চৌকিদার, ইলেকট্রিশিয়ান, পিয়ন, হেল্পার, ডেলিভারি বয়, দোকানের কর্মচারী ওয়েটার ইত্যাদি
কারা আবেদন করতে পারবে নাসরকারি চাকরিজীবী, যে সকল ব্যক্তির কৃষান ক্রেডিট কার্ড রয়েছে, যে সকল পরিবারের আয় ১০ হাজার টাকার বেশি প্রতি মাসে, যাদের ৫ একরের বেশি জমি রয়েছে এবং নিজেদের বাড়ি রয়েছে, যাদের বাড়িতে দুই চাকা বা তিন চাকার গাড়ি রয়েছে, ইত্যাদি।

মিস করবেন না » বাংলা শস্য বীমার মাধ্যমে ২ লক্ষ ১০ হাজার কৃষকের একাউন্টে ২৯৩ কোটি টাকা দেবেন রাজ্য সরকার।

কিভাবে আবেদন করবেন

যোগ্য ব্যক্তিরা সরাসরি অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনকারীরা নিজেদের প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন

এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন।

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • ভোটার কার্ড
  • পরিচয় প্রমাণপত্র ও আয়ের প্রমাণপত্র
  • ব্যাংকের একাউন্ট ইত্যাদি।

অবশ্যই পড়ুন » LPG গ্যাস গ্রাহকদের জন্য ৬ লক্ষ টাকার বীমার সুবিধা! গ্যাস দুর্ঘটনার ক্ষতিপূরণ দেবে সরকার।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।