শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Post Office FD: পোস্ট অফিসে ৫০ হাজার টাকা জমা রেখে কত টাকা রিটার্ন পাবেন? দেখে নিন হিসাব।

Updated on:

How much Return in post office fd of 50,000: বর্তমান দিনে কেন্দ্র সরকার পোস্ট অফিসে একাধিক স্কিম লঞ্চ করেছে। কিন্তু তবুও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কারণ পোস্ট অফিসের ফিক্সড ডিপজিটে টাকা রেখে আপনি সরকারি নিরাপত্তার সাথে বেশি সুদ এবং বেশি রিটার্ন পাবেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে যদি কোন ব্যক্তি ৫০ হাজার টাকা জমা করে তাহলে কত দিন মেয়াদের জন্য কত টাকা রিটার্ন পাবেন।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট

ভারতবর্ষের যেকোনো নাগরিক পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট একাউন্ট ওপেন করতে পারবে। অন্যান্য ব্যাংকের জন্য পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি বেশি রিটার্ন পাবেন। পোস্ট অফিসে আপনি সর্বনিম্ন ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারেন। পোস্ট অফিসে আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারবেন এরপর ১০০০ টাকার পরবর্তী ১০০ টাকার গুণিতকে ফিক্সড ডিপোজিট করাতে পারবেন।

আরও পড়ুন » Post Office RD Scheme: 100 টাকার স্কিমে পাঁচ বছরে পাবেন 14 লাখ টাকা, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম।

পোস্ট অফিস ডিপোজিট সুদের হার

এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি কত সময় মেয়াদের জন্য টাকা রাখলে কত শতাংশ সুদ পাবেন। ‌

ফিক্সড ডিপোজিটর মেয়াদসুদের পরিমাণ
১ বছর৬.৯০ শতাংশ
২ বছর৭.০০ শতাংশ
৩ বছর৭.১০ শতাংশ
৫ বছর৭.৫০ শতাংশ

পোস্ট অফিসে ৫০ হাজার টাকার FD তে কত রিটার্ন পাবেন?

আপনি যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে ৫০,০০০ টাকা জমা করেন তাহলে নিচের তালিকাটি থেকে দেখে নিন মেয়াদ অনুযায়ী কত টাকার রিটার্ন পাবেন।

পোষ্ট অফিস ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিট
মেয়াদরিটার্নের পরিমাণ
১ বছর৫৩,৫৪০ টাকা
২ বছর৫৭,৪৪৪ টাকা
৩ বছর৬১,৭৫৪ টাকা
৫ বছর৭২,৪৯৭ টাকা

অবশ্যই পড়ুন » পোস্ট অফিস PLI স্কিম! প্রতি মাসে 267 টাকা জমিয়ে পাবেন 2 লক্ষ 56 হাজার টাকা, ভারত সরকারের গ্যারান্টি।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।