Post Office Sevings Account: ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত টাকা সঞ্চয় করার। আপনি আপনার উপার্জিত টাকা ব্যাংক বা পোস্ট অফিসে সঞ্চয় করে রাখতে পারবেন ভবিষ্যতের জন্য। সেক্ষেত্রে আপনি ব্যাংক বা পোস্ট অফিসের তরফ থেকে সুদ পাবেন। কিন্তু আপনি যদি আপনার উপার্জিত টাকা কোন ব্যাংকে রাখেন সেক্ষেত্রে আপনি ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত সুদ পাবেন কিন্তু আপনি যদি পোস্ট অফিস সেভিংস একাউন্ট এ আপনার উপার্জিত টাকা রাখেন সেক্ষেত্রে আপনি ব্যাংকের সেভিংস একাউন্টের তুলনায় বেশি সুদ পাবেন। এছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিস সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনি কিভাবে সহজেই পোস্ট অফিসের সেভিংস একাউন্ট খুলবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে ও আপনি যদি পোস্ট অফিসে সেভিংস একাউন্টে একাউন্টে টাকা জমা করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন এ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পোস্ট অফিস সেভিংস একাউন্ট খোলার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন
এবার প্রথমে দেখে নেয়া যাক পোস্ট অফিসে সেভিংস একাউন্টে(Post Office Sevings Account) কোন কোন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- দেশের যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ ১৮ বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তি পোস্ট অফিসের সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
- একজন মাইনর বা একজন UNSOUND মাইনরের নামে তার বাবা মা পোস্ট অফিসের সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
- ১০ বছরের উর্ধ্বে যে কোন মাইনার তার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারে।
- পোস্ট অফিসের সেভিংস একাউন্টে আপনি জয়েন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন।
- একজন ব্যক্তি পোস্ট অফিসের সেভিংস একাউন্টে একটিমাত্র সিঙ্গেল একাউন্ট খুলতে পারবেন। কিন্তু ঐ ব্যক্তি সিঙ্গেল একাউন্টের সাথে অন্য ব্যক্তির সাথে জয়েন্ট একাউন্ট খুলতে পারবেন।
- যদি দুজনের নামে থাকা জয়েন্ট অ্যাকাউন্টধারীর একজন অ্যাকাউন্ট ধারীর মৃত্যু হয় তাহলে অপর অ্যাকাউন্টধারী একমাত্র অ্যাকাউন্ট হোল্ডার হবে। কিন্তু যদি অপর ব্যাক্তির নামে সিঙ্গেল একাউন্ট থাকে তাহলে জয়েন্ট একাউন্টটি বন্ধ হয়ে যাবে।
পোস্ট অফিস সেভিংস একাউন্ট ইন্টারেস্ট রেট (Post Office Sevings Account Interest Rate)
বর্তমানে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ সুদের পরিমাণ হলো ৪ শতাংশ। এই সুদ ক্যালকুলেশন করা হয় অ্যানুয়ালি এবং সুদের টাকা পেমেন্টও করা হয় অ্যানুয়ালি।
টাকা জমা ও তোলার নিয়মকানুন
পোস্ট অফিসে আপনি যদি সেভিংস একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে ৫০০ টাকা দিয়ে একাউন্ট খুলতে হবে। এই ৫০০ টাকাটি হলো আপনার পোস্ট অফিসের সেভিংস একাউন্ট এর মেনটেনেন্স ব্যালেন্স(MAB) অর্থাৎ প্রতি বছর আপনাকে পোস্ট অফিসের এই একাউন্টে ন্যূনতম 500 টাকা জমা রাখতে হবে। এক্ষেত্রে আপনি যদি ন্যূনতম ব্যালেন্স 500 টাকা না রাখেন তাহলে বছরের শেষে ৫০ টাকা+GST কাটা হবে।
অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস একাউন্টে আপনাকে সর্বনিম্ন ৫০০ টাকা রাখতে হবে এবং পোস্ট অফিসে সেভিংস একাউন্টে আপনি সর্বোচ্চ যত খুশি টাকা জমা করতে পারেন।
পোস্ট অফিসের সেভিংস একাউন্ট থেকে আপনি সর্বনিম্ন ৫০ টাকা তুলতে পারবেন। এবং আপনার যদি গ্রামীন পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলে একদিনে আপনি সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। টাকা তোলার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্টে ৫০০ টাকা রেখে বাকি টাকা আপনি তুলতে পারবেন অর্থাৎ অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই ৫০০ টাকা জমা রাখতে হবে। ৫০০ টাকা বাদ দিয়ে আপনি আপনার বাকি টাকা তুলতে পারবেন।
আপনি যদি পোস্ট অফিসের সেভিংস একাউন্টে ৩ বছর ধরে কোন ট্রানজেকশন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সাইলেন্ট করে দেওয়া হবে। একাউন্টটি পুনরায় চালু করার জন্য একটি আবেদন জমা করতে হবে এবং ফ্রেশ KYC আপডেট করতে হবে।
নমিনির সুবিধা
পোস্ট অফিসের সেভিংস একাউন্টে(Post Office Sevings Account) নমিনির সুবিধা রয়েছে। এছাড়াও পোস্ট অফিসের অন্যান্য স্কিমেও নমিনির সুবিধা রয়েছে কারণ পোস্ট অফিসের সমস্ত স্কিমে নমিনি করা বাধ্যতামূলক হয়েছে।
পোস্ট অফিসের সেভিংস একাউন্টে আপনি সর্বোচ্চ ৪জন ব্যক্তিকে নমিনি হিসাবে রাখতে পারেন এবং আপনি ১৮ বছরের নিচে কোন মাইনরকেও নমিনি হিসেবে মনোনীত করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে মাইনর নমিনি করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে Appointee হিসেবে রাখতে হবে।
আপনি যদি কোন ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করেন কিন্তু পরবর্তীতে চাইলে ওই ব্যক্তির পরিবর্তে অন্য ব্যক্তিকেও নমিনি হিসেবে মনোনীত করতে পারেন সেক্ষেত্রে ৫০ টাকা চার্জ+ GST লাগবে। নমিনি পরিবর্তনের জন্য আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে।
ট্যাক্স বেনিফিট
পোস্ট অফিসের সেভিংস একাউন্ট(Post Office Sevings Account) থেকে অর্জন করা সুদ যদি বছরে ১০,০০০ টাকা পর্যন্ত হয়, তাহলে সেটা Income Tax Act এর u/s 80TTA অনুযায়ী Taxable Income হিসাবে ধরা হবে না।
একাউন্ট ট্রান্সফার
আপনি যদি কোন কারণবশত আপনার বাসস্থান পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টটিকেউ(Post Office Sevings Account) ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনি একটি পোস্ট অফিস থেকে আরেকটি পোস্ট অফিসে আপনার একাউন্টটিকে ট্রান্সফার করতে পারবেন।
পোস্ট অফিস সেভিংস একাউন্ট এর বেনিফিট সমূহ
পোস্ট অফিসের একাউন্টে আপনি Cheque Book, ATM Card, Mobile Banking, Aadhaar Seeding Facility, APY, PMSBY এবং PMJJBY এ ফেসিলিটি পাবেন।
Cheque Book Facility
আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে চেক বুক ফেসিলিটি নিচে চান সেক্ষেত্রে আপনাকে একটি আবেদন করতে হবে। প্রতিটি অর্থবছরে আপনি ১০ পাতার চেক বুক ফ্রিতে পাবেন এবং পরবর্তী প্রতি পাতা চেকের জন্য ২ টাকা করে লাগবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার চেক যদি বাউন্স করে তাহলে আপনাকে ১০০ টাকা+GST দিতে হবে।
ATM Card Facility
আপনি যদি পোস্ট অফিসের সেভিংস একাউন্টে এটিএম এর সুবিধা নিতে চান তাহলে আপনাকে একটি আবেদন করতে হবে এক্ষেত্রে এটিএম চার্জ হিসাবে ১২৫ টাকা+GST দিতে হবে। এবং আপনি যদি আপনার এটিএম কার্ড হারিয়ে ফেলেন তাহলে ডুবলিকেট এটিএম করার জন্য ৩০০ টাকা+GST দিতে হবে। এই এটিএম কার্ড থেকে আপনি প্রতিদিন ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এক্ষেত্রে একবার টাকা তোলার সময় আপনি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।
অবশ্যই দেখুন » ATM থেকে টাকা তোলার সময় ছেঁড়া নোট বা জাল নোট বেরোলে কি করবেন দেখুন
Mobile Banking Facility
পোস্ট অফিসে সেভিংস একাউন্টে আপনি Mobile Banking Facility পাবেন অর্থাৎ আপনি আপনার মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এই সুবিধা নেওয়ার জন্য আপনাকে পোস্ট অফিসে একটি আবেদন পত্র জমা করতে হবে।
Aadhaar Seeding Facility
পোস্ট অফিসে সেভিংস একাউন্টে আপনি Aadhaar Seeding Facility পাবেন। অর্থাৎ আপনি কোন প্রকল্পের টাকা বা গ্যাসের ভর্তুকির টাকা পোস্ট অফিসের এই একাউন্ট থেকে নিতে পারবেন।
APY
পোস্ট অফিসে সেভিংস একাউন্টে আপনি অটল পেনশন যোজনা বা APY স্কিমের সুবিধা পাবেন। অটল পেনশন যোজনার মাধ্যমে আপনি ২১০ টাকা জমা করে ৬০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। অটল পেনশন যোজনা সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে তাই আপনি চাইলে অবশ্যই অটল পেনশন যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
অবশ্যই পড়ুন » অটল পেনশন যোজনা কি? কিভাবে আবেদন করবেন? কত টাকা পাবেন? সুবিধা ও অসুবিধা সমূহ
PMSBY
PMSBY হল একটি সরকারি বীমা স্কিম, এই স্কিমে মাত্র ২০ টাকার বিনিময়ে আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা পেয়ে যাবেন এবং পোস্ট অফিসের সেভিংস একাউন্টে এই সুবিধা পাবেন। PMSBY সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে অবশ্যই প্রতিবেদনটি দেখে নিতে পারেন প্রতিবেদনের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
অবশ্যই পড়ুন » PMSBY 2023: কেন্দ্রের এই প্রকল্পে প্রত্যেক বছর মাত্র ২০ টাকা বিনিয়োগে পাবেন ২ লক্ষ টাকার বীমা
PMJJBY
PMJJBY হল একটি জীবন বীমা প্রকল্প যার পুরো অর্থ হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। পোস্ট অফিসের সেভিংস একাউন্টে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇