শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Vishwakarma Yojana: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ৩ লক্ষ টাকা।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

কেন্দ্র সরকারের তরফ থেকে একটি জনপ্রিয় প্রকল্পের সূচনা করা হয়েছে যে প্রকল্পটির নাম হল “প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা”(PM Vishwakarma Yojana)। প্রকল্প চালু হওয়ার পর থেকেই এই প্রকল্প অন্যান্য প্রকল্পগুলিকে জনপ্রিয়তার দিক থেকে ছাপিয়ে যায়। এখনো পর্যন্ত অনেক ব্যক্তি এই প্রকল্পে অলরেডি আবেদন করে ফেলেছে এবং অনেকেই রয়েছেন যারা আবেদন করবে ভাবছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে সরকার ৩ লক্ষ টাকা দেবে প্রত্যেককে। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পে আয়োজন করতে পারবে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে?

ভারতবর্ষের যে কোন নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট ১৮টি পেশার মধ্য অন্তর্গত হতে হবে।

নংপেশার নাম
১)কাঠমিস্ত্রি
২)নৌকা নির্মাতা
৩)কামার
৪)হাতুড়ি এবং টুল কিট কারিগর
৫)তালার মিস্ত্রি
৬)ভাস্কর(মূর্তিকর,স্টোন কার্ভার),স্টোন ব্রেকার
৭)স্বর্ণকার(সোনার)
৮)কুমোর
৯)মুচি
১০)রাজমিস্ত্রি
১১)ঝুড়ি ওয়ালা, মাদুর ওয়ালা, ঝাড়ু ওয়ালা
১২)পুতুল এবং খেলনা বিক্রতা
১৩)নাপিত
১৪)মালাকার
১৫)ধোপা
১৬)দর্জি
১৭)মাছ ধরা জাল তৈরি ব্যাক্তি
১৮)অস্ত্র নির্মাণকারী বা মেরামতকারী ব্যক্তি

কি কি সুবিধা পাবেন এবং কত টাকা পাবেন

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের ট্রেনিং দেয়া হবে এবং ব্যবসা বৃদ্ধির বিভিন্ন সঠিক পরামর্শ দেওয়া হবে। ট্রেনিং এর সঙ্গে সঙ্গে শিল্পীদের ভাতা দেওয়া হবে সরকারের তরফ থেকে। বিভিন্ন শিল্পীদের কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হবে। সরকার এই স্কিমের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আপনি ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন ৫ বছরের জন্য ৭ শতাংশ সুদে নিতে পারবেন। এই লোনের টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন

যেসকল যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে চান তারা অনলাইন এবং অফলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://pmvishwakarma.gov.in/ । এরপর প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে জেলা শিল্প কেন্দ্র(DIC) অফিসে গিয়ে আবেদন করতে হবে।

অবশ্যই পড়ুন » SBI-এর ১ বছরের কম মেয়াদের FD-তে পাবেন উচ্চ রিটার্ন, জেনেনিন ১ লক্ষ টাকায় কতো রিটার্ন পাবেন

কি কি ডকুমেন্টস লাগবে

আপনি যদি কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি দেখেনিন।

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • পেশার প্রমানপত্র
  • মোবাইল নাম্বার
  • ব্যাংকের তথ্য
  • পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

3 thoughts on “PM Vishwakarma Yojana: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ৩ লক্ষ টাকা।”

Leave a Comment