শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা! রাম মন্দির উদ্বোধনের পরেই নতুন স্কিমের ঘোষণা কেন্দ্রের, সুবিধা পাবে দেশের ১কোটি পরিবার |Pradhanmantri Suryoday Yojana

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Pradhanmantri Suryoday Yojana: সোমবার ২২ শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন। এরপর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান থেকে ফিরেই দেশবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন স্কিমের ঘোষণা করেন। এই স্কিমের নাম হল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। এই স্কিম এর সুবিধা পাবে ১ কোটি দেশবাসী। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই স্কিম সম্পর্কে কি কি জানিয়েছেন বিস্তারিত জেনে নিন।

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Pradhanmantri Suryoday Yojana)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরেই “প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা” ঘোষণা করেন। প্রাথমিক ভাবে এই যোজনার সুবিধা পাবে ১ কোটি দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। এই প্রকল্পের সুবিধা পাবে দেশের গরিব এবং মধ্যবিত্ত পরিবারেরা। এর ফলে দেশের গরীব এবং মধ্যবিত্তরা কম খরচে ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে।

অবশ্যই পড়ুন » PM Mudra Yojona: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন! ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে পাওয়া যাবে দেখুন

কি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন ১ কোটি বাড়ির ছাদে, সোলার প্যানেল বসানো হবে। এই স্কিম টির মাধ্যমে শুধু যে গরীব এবং মধ্যবিত্তদের অল্প খরচে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তা নয় এই স্কিম টির মাধ্যমে আমাদের দেশ ভারত পাওয়ার সেক্টর বা বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে। এর মাধ্যমে দেশের ইলেকট্রিসিটির সঞ্চয় হবে।

এই স্কিমটি সম্পর্কে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী শুধুমাত্র ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বাড়িতে সোলার প্যানেল বসানোর পরে নিঃসন্দেহে বিদ্যুতের বিল হ্রাস পাবে। কিন্তু বাড়িতে সোলার প্যানেল বসানোর খরচ অনেক এই খরচকে পুরোটাই সরকার বহন করবে নাকি সাধারণ মানুষদের বহন করতে হবে? এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

অবশ্যই পড়ুন » PM Vishwakarma Yojana: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা! আবেদন করলেই পাবেন ৩ লক্ষ টাকা।

এই স্কিমের সুবিধা কারা পাবে? কিভাবে এই স্কিমটিতে আবেদন করবেন? এছাড়াও এই স্কিমটি সম্পর্কে পরবর্তীতে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

3 thoughts on “প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা! রাম মন্দির উদ্বোধনের পরেই নতুন স্কিমের ঘোষণা কেন্দ্রের, সুবিধা পাবে দেশের ১কোটি পরিবার |Pradhanmantri Suryoday Yojana”

Leave a Comment