শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Petrol Diesel Price: সস্তা হলো পেট্রোল ডিজেল! আজ কোন্ কোন্ জায়গায় দাম কমেছে ও বেড়েছে জেনেনিন

Updated on:

Petrol Diesel Price: পশ্চিমবঙ্গে দিন দিন পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। আজ ৬টি জেলায় আরও বাড়লো জ্বালানি তেলের দাম। তবে দেশের কিছু কিছু রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমেছে আজকে। সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতিদিন ভোর ৬ টায় তাদের সেদিনের জ্বালানি তেলের দাম প্রকাশ করে। প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) কমা বাড়া হয়। আজকে কোন্ কোন্ জায়গায় দাম কমেছে? এবং কোন্ কোন্ জায়গায় দাম বেড়েছে? জেনেনিন আজকের এই নিবন্ধে। 

পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জায়গায় পেট্রোলের দাম কমেছে? 

আজ পশ্চিমবঙ্গের কলকাতা শহরে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) কোনো পরিবর্তন হয়নি। প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা এবং প্রতি লিটার ডিজেল দাম ৭৬ টাকা। তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় আজ পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমেছে। যেমন: বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ইত্যাদি। 

দেশের কোন্ কোন্ রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কমেছে? 

আজ গুজরাটে পেট্রোল ও ডিজেল উভয়ের দাম ৫৬ পয়সা কমেছে। আজকে এখানে পেট্রোল ৯৪.৪৪ টাকা লিটার এবং ডিজেল ৯০.১১ টাকা লিটার পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রে আজ প্রতি লিটার পেট্রোলের দাম কমেছে ৪০ পয়সা এবং ডিজেলের দাম কমেছে ৩৮ পয়সা। আজ এখানে পেট্রোলের দাম ১০৩.৮৭ টাকা লিটার এবং ডিজেলের দাম ৯০.৪২ টাকা লিটার। এছাড়াও অন্ধ্রপ্রদেশে, গোয়া, তেলেঙ্গানা, হরিয়ানা, ওড়িশা, জম্মু ও কাশ্মীর এবং পন্ডিচেরিতে জ্বালানি তেলের দাম কমেছে।

আরও পড়ুন: Lpg Gas Cylinder – মাত্র ৫০০ টাকায় পাবেন উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস! কত টাকা ভর্তুকি পাবেন দেখে নিন।

পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জায়গায় পেট্রোল দাম বেড়েছে? 

আলিপুর দুয়ারে প্রতি লিটার পেট্রোলের (Petrol Price) দাম বেড়েছে ৪৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৪১ পয়সা। এখানে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.১৭ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৯০ টাকা। 

কোচবিহারে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৬১ পয়সা এবং ডিজেলের দাম (Diesel Price) বেড়েছে ৫৬ পয়সা। এখানে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৩১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা। 

নড়িয়ায় আজ জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৬৮ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৬৩ পয়সা। এখানে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৩১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা। 

পুরুলিয়াতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ১২ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ১১ পয়সা। এখানে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৭৭ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৯৩ টাকা।  

তাছাড়া, মালদাতেও পেট্রোল ডিজেলের দাম বেড়েছে আজকে। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৪০ পয়সা ও ৩৭ পয়সা বেড়ে ১০৪.১২ টাকা এবং ৯০.৯৩ টাকা হয়েছে।

অবশ্যই পড়ুন » LIC Policy: বাড়িতে কন্যা সন্তান থাকলেই ৩১ লাখ টাকা পেতে পারেন, জেনেনিন এই বাম্পার স্কিমের খুঁটিনাটি

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।