PF Account: যে সমস্ত কর্মীদের PF অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ন খবর। কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO) একটু নতুন নিয়ম শুরু করেছে। আপনি যদি এই কাজ না করেন তাহলে PF অ্যাকাউন্ট এর সমস্ত সুবিধা পাবেন না। এর জন্য আপনাদের কি করতে হবে? এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনেনিন আজকের এই নিবন্ধে।
PF অ্যাকাউন্ট থাকলেই করতে হবে এই কাজ
EPFO সদস্যদের ই-নমিনি যুক্ত করা আবশ্যক বলে জানিয়েছেন কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO)। এর অর্থ আপনার PF অ্যাকাউন্টে একজন বা তার বেশি ই-নমিনি যুক্ত করতে হবে। তানাহলে আপনি EPF অ্যাকাউন্টের সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবেন ন। ইপিএফ অ্যাকাউন্টের মনোনীত হওয়াও খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরিবারের কাউকে নমিনি করতে পারেন, এর ফলে আপনার পরিবারের সদস্যরাই সেই সমস্ত সুবিধা উপভোগ করতে পারবে।
পরিবারের সদস্যদের ই-নমিনি করতে হবে
PF অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র নিজের পরিবারের সদস্যদের নমিনি হিসেবে যুক্ত করতে পারবেন। আপনার পরিবারে যদি কেউ না থাকে শুধুমাত্র সেক্ষেত্রেই অন্য কাউকে নমিনি রাখতে পারবেন। কিন্তূ অন্য কাউকে নমিনি রাখার পর আপনার পরিবারে কোনো আত্মীয় আছে বলে জানাজানি হয়, তাহলে অ-আত্মীয় ব্যাক্তিকে নমিনি থেকে বাদ দেওয়া হবে।
PF অ্যাকাউন্টধারী চাইলে এক এর বেশি নমিনি যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনি যখন নমিনি যুক্ত করবেন, তখন তাদের বিবরণ পূরণ করার সময় মনোনীত প্রার্থী কে কতো টাকা পাবে টা স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক।
আরও পড়ুন: ফের বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ, জেনেনিন হতে আর কতো সময়?
ই-নোমিনেশন না করলে কি সমস্যা হবে?
EPF অ্যাকাউন্টে হোল্ডারদের ই-নমিনেশন করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন EPFO। আপনি যদি এটি না করেন তাহলে EPF এর সমস্ত পরিষেবা উপভোগ করতে পারবেন না। নমিনি যুক্ত না করলে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স এবং পাসবুক দেখতে পাবেন না। আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই নমিনি যুক্ত করতে পারবেন। এরজন্য আপনার UAN সক্রিয় থাকতে হবে এবং আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত করা থাকতে হবে।
আরও পড়ুন; বিনা পুঁজিতে এই নতুন ব্যাবসা করে মাসে ১৫ হাজার টাকার অধিক আয় করতে পারেন, এখনো অনেকে জানেনা।
অনলাইনে PF অ্যাকাউন্টে ই-নোমিনেশন করার পদ্ধতি
অনলাইনের মাধ্যমে খুব সহজেই PF অ্যাকাউন্টে ই-নোমিনেশন করতে পারবেন। সম্পূর্ন পদ্ধতি নিম্নরূপ:
- প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট, epfindia.gov.in-এ লগ ইন করতে হবে।
- তারপর “Service” ট্যাবে গিয়ে “For Employs” বিকল্পটি নির্বাচন করতে হবে।
- তারপর আপনাকে UAN লগইন করতে হবে।
- লগইন করার পর আপনার সামনে ম্যানেজ ট্যাব আসবে।
- এরপর আপনাকে ই-মনোনয়ন বিকল্প নির্বাচন করতে হবে।
- এরপর আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিতে হবে।
- এরপর ই-সাইনতে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
- এরপর আপনার আধার নম্বর দিতে হবে।
- এরপর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিতে হবে।
- এই প্রক্রিয়া করার পর আপনি নোমিনেশন আপডেট করতে পারবেন।
আরও পড়ুন: হুহু করে বাড়বে খাদ্য দ্রব্যের দাম, RBI-এর যে বিষয়ে আশঙ্কা ছিল তাই হল।
উপসংহার ~
কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO) PF অ্যাকাউন্টে ই-নোমিনেশন করা বাধ্যতামূলক করেছে। এটি না করলে আপনি সমস্ত সুবিধা পাবেন না। আপনার পরিবারের কাওকে নমিনি হিসেবে নির্বাচন করতে হবে। অনলাইনে ই-নোমিনেশন করার পদ্ধতি উপরে উল্লেখ করা হয়েছে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
নীলকন্ঠ টু লাভউতনি মালদার নবরাজ
PF family and I
Kankanghorai 20.2023at.9.18pmpffami
lyand.i
Good news