শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

২ টাকার এই স্টকটির মূল্য বর্তমানে ৭০৯ টাকা! এই স্টকে ৬০০ টাকা বিনিয়োগ করে কোটিপতি হয়েছেন অনেকে

Updated on:

Multibagger Stock: স্মলক্যাপ কোম্পানি (Small Cap Company) রয়েছে যেসকল কোম্পানির মার্কেট খুব বেশি বড় নয় অর্থাৎ সেইসকল কোম্পানির আকার খুব বেশি বড় নয়। কিন্তু এই স্মলক্যাপ কোম্পানিগুলো বড় বড় কোম্পানির তুলনায় বিনিয়োগকারীদের খুব ভালো রিটার্ন দিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদনটিতে এমন একটি স্টকের সম্বন্ধে আলোচনা করব যে স্টকটই বিগত কয়েকবছরে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। বিগত কয়েক বছর আগে এই স্টকের মূল্য ছিল মাত্র ২ টাকা তবে এই স্টকটির মূল্য বর্তমানে ৭০৯ টাকা অর্থাৎ কোন বিনিয়োগকারী যদি এই স্টকে ৬০০ টাকা বিনিয়োগ করতেন তাহলে ওই বিনিয়োগকারী বর্তমানে কোটি টাকার মালিক হয়ে উঠতেনস্টকটির নাম কি? এবং এই কোম্পানি কি কাজ করে? এই প্রতিবেদনটির মাধ্যমে বিস্তারিত জেনেনিন।

কোন শেয়ার যাতে ৬০০ টাকা বিনিয়োগ করলে কোটিপতি হয়ে যেতেন

এই কোম্পানিটি ছোট হওয়ায় এই কোম্পানির সম্পর্কে আমরা খুব বেশি অবগত নয়। এই স্টকটির নাম হল শিবালিক বাইমেটাল কন্ট্রোলের স্টক (Shivalik Bimetal Controls)। এটি একটি স্মলক্যাপ কোম্পানি। এই সংস্থাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কোম্পানিতে বর্তমানে ৩৫০ জনেরও কম কর্মচারী রয়েছে। এই কোম্পানির বর্তমান বাজার মূলধন হল মাত্র ৩,২১০ কোটি টাকা

১ই সেপ্টেম্বর, ২০২৩ এই শেয়ারের মূল্য ছিল ৫৭৪.১০ টাকা। এই শেয়ারের মূল্য ১৯ শে জুলাই, ২০২৩ ছিল ৭০৯ টাকা। এই চেয়ারের মূল্য গত ৬ মাসে ৩৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারের মূল্য গত ১ বছরে প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরোও পড়ুন » শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন

এই স্টকে বিনিয়োগ করে কিভাবে কোটিপতি হতে পারতেন

১০ বছর আগে শিবালিক বাইমেটাল কন্ট্রোলের স্টকটির (Shivalik Bimetal Controls) মূল্য ছিল মাত্র ২ টাকা। যার মূল্য ২০২৩ সালে জুলাই মাসে ৭০০ টাকা পেরিয়েছিল। এখন এই শেয়ারটির মূল্য ৫৫০ টাকার উপরে। এই স্টকে যেসব বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিল তাদেরকে মাত্র ১০ বছরে কোটিপতি বানিয়েছে। ১০ বছর আগে যদি আপনি এই স্টকে মাত্র ৬০০ টাকা বিনিয়োগ করতেন তাহলে আপনি আজকে কোটিপতি হয়ে যেতেন

আরোও পড়ুন » Multibagger Stock: এই ৭ টাকার শেয়ারর মূল্য বর্তমানে ২০১৮ টাকা, রিটার্ন দিয়েছে ২৬২ গুন

Disclaimer~

উপরোক্ত প্রতিবেদনটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে (Educational Purposes) এবং তথ্য জানানোর উদ্দেশ্যে পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ করা সর্বদা ঝুঁকিপূর্ণ, তাই শেয়ারবাজারে বিনিয়োগ করার পূর্বে শেয়ারবাজার সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান অর্জন করা এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ নেওয়া জরুরি। আমাদের ওয়েবসাইটে কখনো কোনো ব্যক্তিকে বিনিয়োগ করার জন্য বাধ্য বা জোর করা হয় না। শেয়ারবাজারের বিনিয়োগের ফলে লস হলে আমাদের কোন দায়ী থাকবে না।

আরোও পড়ুন » শেয়ার বাজার কী ? শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

Comments are closed.