Money Investment Rule Of 144 in Bengali: প্রত্যেকেই ভবিষ্যতের কথা ভেবে নিজেদের উপার্জিত অর্থ সরকারি স্কিম, ফিক্সড ডিপোজিট ও অন্যান্য ফান্ডে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে সকালেই আশা করেন যে কতদিন পর তাদের জমানো টাকা দ্বিগুণ হবে বা কতদিন পর তাদের জমানো টাকা চারগুণ হবে। কতদিন পর আপনার টাকা চার গুণ হবে এটা হিসেব করার জন্য “১৪৪ এর সূত্র” ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি খুব সহজে আপনার জামানা টাকা কতদিন পর চার গুণ হবে তা হিসেব করে নিতে পারবেন। তাই আজকের এই প্রতিবেদনে ১৪৪ এর সূত্রটি বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনার জমানো টাকা কতদিন পর চার গুণ হবে সেটি আপনি কিভাবে হিসাব করবেন তা উদাহরণ সহকারে ব্যাখ্যা করা হয়েছে।
টাকা চার গুন করার সূত্র (“১৪৪ এর সূত্র”)
টাকা বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র হলো “১৪৪ এর সূত্র”। এই নীতির মূল সূত্রটি হলো (কত বছরে টাকা চার গুণ হবে? = ১৪৪/ সুদের হার)। এই সূত্রের সাহায্যে আপনার জমানো টাকা কত দিনের মধ্যে চার গুণ হবে তা আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন।
কোন কোন ক্ষেত্রে “১৪৪ এর সূত্র” প্রযোজ্য হবে
ইতিমধ্যে আপনি জেনে গিয়েছেন “১৪৪ এর সূত্রটি”, এবার জেনে নিন ন এই সূত্রটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১৪৪ এর সূত্রটি সেভিংস একাউন্ট ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড এবং এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অবশ্যই পড়ুন » Post Office Scheme: পোস্ট অফিসের টাকা ডবল করা স্কিম, যা জমাবেন তার ডবল রিটার্ন পাবেন।
কতদিন পর টাকা চার গুণ হবে ক্যালকুলেশন সহ হিসাব দেখুন
এবার দেখে নিন আপনার জমানো টাকা “১৪৪ এর সূত্রটি” অনুসারে কতদিন পর চার গুণ হবে।
- যদি আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের কোন স্কিম থেকে ৮ শতাংশ সুদ পেয়ে থাকেন তাহলে “১৪৪ এর সূত্রটি” অনুসারে আপনার টাকা চারগুণ হবে (১৪৪÷৮) = ১৮ বছরে।
- এবার আপনি যদি ১০ শতাংশ সুদ পান তাহলে আপনার টাকা চার গুন হতে সময় লাগবে (১৪৪÷১০) = প্রায় ১৪ বছর।
- এবার আপনি ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের থেকে যদি ১২ শতাংশ সুদ পান তাহলে “১৪৪ এর সূত্রটি” অনুসারে আপনার টাকা চারগুণ হবে (১৪৪÷১২) = ১২ বছরে।
- এবার আপনি মিউচুয়াল ফান্ড থেকে যদি ১৫ শতাংশ রিটার্ন পান সেক্ষেত্রে আপনার টাকা চার গুণ হতে সময় লাগবে (১৪৪÷১৫) = প্রায় ৯ বছর।
অবশ্যই পড়ুন » Rule Of 72: টাকা দ্বিগুণ করার সূত্র! দেখে নিন আপনার জমানো টাকা কতদিন পর ডবল গুণ হবে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇