সোনা অত্যন্ত মূল্যবান ধাতু। প্রাচীন কাল থেকে সোনার মূল্য আজও বর্তমান। বরং বর্তমান সময়ে সোনার গুরুত্ব আরো বেড়েছে। আগেকার সময়ে সোনা শুধু গহনা বা মুদ্রা হিসাবে প্রচলন ছিল। তবে আজকের সময়ে সোনা গহনার পাশাপাশি বিনিয়োগের অন্যতম মাধ্যম। তবে সোনা বিনিয়োগ করতে হলে, এর দাম সম্পর্কে জ্ঞান রাখাটা দরকার। প্রতিদিন এর দাম কমে বাড়ে। শহর অনুযায়ী সোনার দাম আলাদা আলাদা হয়।
মকর সংক্রান্তিতে কমলো সোনার দাম
সূত্র অনুযায়ী, আজ শহর কলকাতায় হলুদ ধাতুর দাম অনেকটা কমছে। গত কয়েক দিনে সোনার দাম বেশ বেড়েছিল। তবে আবার ডলারের সূচক এবং মার্কিন ট্রেজারি বাড়ার ফলে নিন্মগামী হয়েছে সোনার দাম। আজ শহর কলকাতায় সোনার মূল্য কত? আসুন জেনে নেওয়া যাক-
কলকাতায় সোনার দাম
আজ ১৬ই জানুয়ারি মঙ্গলবার সোনা ও রুপোর দামের পতন হয়েছে। আজ ১ গ্রাম ২২ ক্যারেটে ও ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ১০ টাকা এবং ১২ টাকা করে কমেছে। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজিতে ৩০০ টাকা কমেছে। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফেব্রুয়ারির গোল্ড ফিউচারের মূল্য ০.১৯ শতাংশ কমেছে। ১০ গ্রাম সোনার দাম আজকের মূল্য অনুযায়ী, ৬২৪৪২ টাকা। অন্যদিকে মার্চের সিলভার ফিউচারের মূল্য ০.২৯ শতাংশ কমে প্রতি কেজিতে ৭২৪১৭ টাকা হয়েছে।
আজ মঙ্গলবার খুচরা বাজারে সোনা এবং রুপোর দর কমেছে। আজ শহর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৫৮০৫০ টাকা। অর্থাৎ ১ গ্রাম সোনার দাম ৫৮০৫ টাকা। গতকাল এই সমপরিমান সোনার দাম ছিল ৫৮১৫০ টাকা। অর্থাৎ প্রতি দশ গ্রামে ১০০ টাকা কমেছে। অন্যদিকে ২৪ ক্যারেট যুক্ত ১০ গ্রাম সোনার মূল্য আজ ৬৩৩৩০ টাকা। গত কাল এর দাম ছিল ৬৩৪৪০ টাকা। অর্থাৎ ২৪ ক্যারেট যুক্ত ১০ গ্রাম সোনার মূল্যে ১১০ টাকা পতন হয়েছে। এছাড়া আজ শহর কলকাতায় প্রতি কেজিতে রুপোর দামও কমেছে। আজ প্রতি কেজি রুপোর দাম ৭৬৫০০ টাকা। গত কাল এর দাম ছিল ৭৬৮০০ টাকা।
অবশ্যই জানুন » Free Ration 2024: নতুন বছরে বিনামূল্যে ৫ কেজি বাড়তি রেশন দেবে কেন্দ্র সরকার, জেনেনিন ২০২৪ সালে কতো পরিমাণ রেশন পাওয়া যাবে
দেশের বিভিন্ন শহরের সোনার দাম
কলকাতা ছাড়াও দেশের অন্যান্য মেট্রো শহরে আজ সোনার দাম কেমন যাচ্ছে এক নজরে দেখে নিন-
- মুম্বাই- ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মূল্য (প্রতি ১০ গ্রামে) যথাক্রমে ৬৩৩৩০ এবং ৫৮০৫০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭৪৯০ টাকা।
- দিল্লি- ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৩৪৮০ টাকা। ১৮ ক্যারেট যুক্ত ১০ গ্রাম সোনার মূল্য ৪৭৬২০।
- চেন্নাই- ১৮ ক্যারেট, ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট যুক্ত ১০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৭৯২০, ৫৮৫০০, ৬৩৮২০ টাকা।
অবশ্যই পড়ুন » Financial Tips 2024: নতুন বছরটা শুরু করুন এইভাবে বছর শেষে হাতে আসবে প্রচুর টাকা, ২০২৪ হবে আপনার জীবনের সেরা বছর।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Gold is a good investment for future emergencies but only buy from renowned jewellery shops with certificates otherwise while selling you get only 50-55% of market price .
How to invest in gold?