শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

GST New Rule: ১ মার্চ থেকে GST এর নিয়েমে বিরাট পরিবর্তন, না জানলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে।

Updated on:

দীর্ঘদিন পর কেন্দ্র সরকার জিএসটি এর নিয়মে পরিবর্তন করে নতুন নিয়ম চালু করতে চলেছে। আগামী ১ লা মার্চ থেকে জিএসটি এর নতুন নিয়ম শুরু হতে চলেছে। জিএসটি এর নতুন নিয়ম না জানা থাকলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তারপর থেকে অবশ্যই জিএসটির নতুন নিয়ম সম্পর্কে জানা প্রয়োজন।

কোন নিয়ম পরিবর্তন করা হচ্ছে

যে সকল ব্যবসায়ীরা ৫ কোটি টাকার বেশি ব্যবসা করছেন তারা ই-ইনভয়েস ছাড়া ই-ওয়ে বিল এবার থেকে আর করতে পারবে না। goods and services Tax এর নিয়ম অনুসারে প্রত্যেক ব্যবসায়ীদের ৫০ হাজার টাকার অধিক মূল্যের পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে সরানোর ক্ষেত্রে  ই-ওয়ে বিল করতে হয়। ১ই মার্চ ২০২৪ থেকে জারি হবে এবার থেকে ই-চালান ছাড়া ই-ওয়ে বিল তৈরি করা যাবে না। অর্থাৎ এবার থেকে পণ্য সরবরাহের জন্য ই চালান বাধ্যতামূলক করা হচ্ছে। 

অবশ্যই পড়ুন » Tax Savings Tips: ২০২৪ সালে এইভাবে ট্যাক্স বাঁচান, ইনকাম ট্যাক্স বাঁচানোর সহজ উপায়

কি কারনে সরকার নিয়ম পরিবর্তন করছেন

NIC এর তথ্য অনুযায়ী অনেক করদাতা রয়েছেন যারা ই-ইনভয়েস ছাড়াই ই-বিল পেমেন্ট করছেন। যা সরকারিভাবে বেআইনি। তাই এবার থেকে সরকার কর দিতে বাধ্যতামূলক করতে ই চালান বাধ্যতামূলক করা হচ্ছে। 

জিএসটি সংক্রান্ত এই নতুন নিয়ম শুধুমাত্র ই-চালান যোগ্য করদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে ই-বিল তৈরির সময় ই-চালান বাধ্যতা মূলক নয়। অন্যান্য করদাতাদের ক্ষেত্রে নতুন নিয়মটি প্রযোজ্য নয়।

অবশ্যই পড়ুন » Vehicle Tax: বর্ষ শুরুতে গাড়ির মালিকদের জন্য সুখবর! ১০০ শতাংশ ট্যাক্স মুকুব করলো রাজ্য সরকার

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

3 thoughts on “GST New Rule: ১ মার্চ থেকে GST এর নিয়েমে বিরাট পরিবর্তন, না জানলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে।”

Comments are closed.