শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LIC Saral Pension: একবার প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে পাবেন ১২,৪০০ টাকা পেনশন

Updated on:

LIC Saral Pension: দেশের বৃহত্তম জীবন বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) সকল বয়সের মানুষের জন্য নিরাপদ বিনিয়োগের পাশাপাশি বিনিয়োগের পরিমাণের উপর পেনশনের সুবিধা প্রদান করে। এলআইসি এর এমনই একটি জনপ্রিয় প্ল্যান যেখানে একবার প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে পাবেন ১২,৪০০ টাকা পেনশন। বেশিরভাগ পেনশন স্কিম ৬০ বছর থেকে শুরু হলেও এলআইসি এর সরল পেনশন প্ল্যান ৪০ বছর বয়স থেকে পেনশনের সুবিধা দিয়ে থাকে।

এলআইসি সরল পেনশন প্ল্যান (LIC Saral Pension)

এলআইসি সরল পেনশন প্ল্যান অবসর সময়ের জন্য জনপ্রিয় পরিকল্পনা। এলাআইসি এর এই প্ল্যান ব্যক্তির সারা জীবনের পেনশনের নিশ্চয়তা প্রদান করে। এছাড়া এলআইসি এর এই প্ল্যানে ঋণের সুবিধা রয়েছে।

বয়সসীমা

এলআইসি সরল পেনশন প্ল্যান ৪০ থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রিমিয়াম

আপনি যখন প্রথমবার পলিসি কিনবেন শুধুমাত্র তখনই একবার প্রিমিয়াম দিতে হবে। পলিসি ইস্যু করার সাথে সাথেই আপনি পেনশন পেতে শুরু করবেন।

নমিনির সুবিধা

এলআইসি এর সরল পেনশন প্ল্যানে নমিনির সুবিধা রয়েছে। পলিসিধারীর মৃত্যুতে বিনিয়োগের অর্থ নমিনিকে ফিরিয়ে দেওয়া হবে।

একক এবং যৌথ একাউন্ট

একক একাউন্টের ক্ষেত্রে পলিসিধারী যতদিন বাঁচবেন ততদিন পলিসিধারী পেনশন পাবে। পলিসিধারীর মৃত্যুর পর বিনিয়োগের অর্থ নমিনিকে ফিরিয়ে দেওয়া হবে।

যৌথ একাউন্ট দম্পতিদের জন্য উপযুক্ত। যৌথ একাউন্টের ক্ষেত্রে পলিসিধারীরা যতদিন বাঁচবেন ততদিন পলিসিধারীরা পেনশনের সুবিধা পাবে। স্বামী-স্ত্রীর মধ্যে একজন মারা গেলে অপরজন পেনশনের সুবিধা পেতে থাকবে। উভয়ের মৃত্যুর পর বিনিয়োগের অর্থ নমিনিকে ফিরিয়ে দেওয়া হবে।

পলিসি সমর্পণ

পলিসিধারী পলিসি শুরু হওয়ার তারিখ থেকে ছয় মাস পর যেকোনো সময় পলিসি সমর্পণ করতে পারেন।

পেনশন

এলআইসি সরল পেনশন প্ল্যানে একবার প্রিমিয়াম দেওয়ার পর বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে আপনি পেনশন পাবেন।

এলআইসি সরল পেনশন প্ল্যানে সর্বনিম্ন ১০০০ টাকা মাসিক পেনশন পেতে পারেন।

এলআইসি সরল পেনশন প্ল্যানে পেনশনের সর্বোচ্চ উচ্চ সীমা নেই। আপনার বিনিয়োগের অর্থের উপর ভিত্তি করে আপনি পেনশন পাবেন।

৪২ বছর বয়সী একজন ব্যক্তি যদি ৩০ লক্ষ টাকার বার্ষিকি কিনেন তাহলে ওই ব্যক্তি প্রতিমাসে ১২,৩৮৮ টাকা করে পেনশন পাবে যা ১২,৪০০ টাকার সমান।

ঋণের সুবিধা

এলআইসি সরল পেনশন প্ল্যানে ঋণের সুবিধা রয়েছে অর্থাৎ পলিসিধারীদের ঋণের সুবিধা দেওয়া হয়ে থাকে। পলিসি শুরু হওয়ার তারিখ থেকে ছয় মাস পর যেকোনো সময় ঋণ নিতে পারেন।

আরও পড়ুন>> LIC-এর পরিষেবা আপনি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন – দেখুন সম্পূর্ণ পদ্ধতি

আরোও পড়ুন>>একবার প্রিমিয়াম পরিশোধ করলেই সারা জীবন আয় করার সুযোগ, বিস্তারিত জানুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হনJoin Group
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনJoin Group
ফেসবুক পেজ ফলো করুনFollow Us
গুগল নিউজে ফলো করুনFollow Us

আরোও পড়ুন>> ২০২৩ সালের সেরা স্বাস্থ্য বীমা পলিসি। অবশ্যই জেনে থাকা দরকার

আরোও পড়ুন>> চাকরি না করেও মাসে ৭৬ হাজার টাকা পেনশন কিভাবে পাবেন? জেনেনিন সম্পূর্ণ তথ্য

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

3 thoughts on “LIC Saral Pension: একবার প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে পাবেন ১২,৪০০ টাকা পেনশন”

  1. Same 30lk if husband and wife keep in post office senior citizens scheme they get one and half times than your pension saral.

    • The return is 4.9%whereas Post office MIS gives 7.5%return..at present..but it’s changes every quarter.
      SBI life provide 6.5% return fixed rate

  2. Why to L.I.C when post office pays nearly one and half times hier pension on same depositor 30LKs.

Comments are closed.