শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Electric Bill Reducer Device: ইলেকট্রিক মিটারের কাছে ব্যবহার করুন এই যন্ত্র! অর্ধেক কমেবে ইলেকট্রিক বিল!

Updated on:

Electric Bill Reducer Device: গরিব ব্যক্তি থেকে শুরু করে মধ্যবিত্ত সকল শ্রেণীর লোকেরা এই গরমে ইলেকট্রিক বিল নিয়ে নাজেহাল। তীব্র গরমের কারণে প্রত্যেক বাড়িতেই AC, Fan Cooler দিন রাত চালু রয়েছে। তাই এই গ্রীসের সময় সকালেই খোঁজেন বিদ্যুৎ বিল কমানোর উপায়। আপনিও যদি এই গরমে আপনার বিদ্যুৎ বিল কমাতে চান তাহলে আপনি যদি আপনার মিটারের পাশে এই যন্ত্রটি ব্যবহার করেন তাহলে সহজেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন। চলুন আজকের এই প্রতিবেদন থেকে এই যন্ত্রটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিদ্যুৎ বিল কমানোর যন্ত্র (Electric Bill Reducer Device)

আপনি যদি আপনার বাড়ির বিদ্যুৎ বিল কমাতে চান তাহলে মিটারের পাশে এই যন্ত্রটি ব্যবহার করে খুব সহজেই বিদ্যুৎ বিল কম করতে পারবেন। এই যন্ত্রটির নাম হল Wellberg Power Saver। এই ডিভাইসটি আপনি আপনার বাড়িতে ইন্সটল করে খুব সহজে বিদ্যুৎ বিল কম করতে পারবেন। এই ডিভাইসটি আপনি খুব সহজেই Amazon থেকে পেয়ে যাবেন 500 টাকারও কমে এছাড়াও আপনি আপনার বাড়ির পাশে ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন » Electricity Bills: উচ্চ বিদ্যুৎ বিলের সমস্যা? এই ৫টি উপায়ে আপনি বিদ্যুৎ বিল কম করতে পারবেন

কিভাবে এই যন্ত্রটি কাজ করে

বিদ্যুৎ বিল কমানোর এই যন্ত্রটি আপনি বাড়ি কিংবা অফিসে ব্যবহার করতে পারেন। এই যন্ত্রটি আপনার বাড়িতে ইলেকট্রিক ফ্লো সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। এই যন্ত্রটি বৈদ্যুতিক প্যানেলের ক্যাপাসিটেন্স ও পাওয়ার সার্জকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Wellberg Power Saver ডিভাইসটি কিভাবে বাড়িতে সেট করবেন

Wellberg Power Saver যন্ত্রটি আপনি নিজেই আপনার বাড়িতে সেট করতে পারবেন এর জন্য কোন ইলেকট্রিসিয়ানকে ডাকার প্রয়োজন হবে না। এই ডিভাইসটি আপনার বাড়ির মিটারের পাশে সেট করতে হবে। কোম্পানির দাবি এই ডিভাইসটি যদি আপনি আপনার বাড়িতে ব্যবহার করেন তাহলে ৪০ শতাংশ পর্যন্ত বিল কম আসবে। এই ডিভাইস দিয়ে আপনি আপনার বাড়িতে কিভাবে ইন্সটল করবেন সম্পূর্ণ পদ্ধতি practical দেখার জন্য ইউটিউবে গিয়ে এই ডিভাইসটি সম্পর্কে সার্চ করুন।

অবশ্যই পড়ুন » BLDC Fan: গরমকালে ৩গুণ বিদ্যুৎ বিল কমাবে এই ফ্যানগুলি, আধুনিক প্রযুক্তির এই ফ্যানে বিদ্যুৎ খরচ একেবারেই সীমিত

এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।