শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Paytm Details Delete: ব্যাংক একাউন্ট সুরক্ষিত করতে পেটিএম অ্যাপের সমস্ত তথ্য ডিলিট করুন, দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

How to delete Paytm personal Details: বেশ কিছুদিন আগে ভারতীয় রিজার্ভ ব্যাংক Paytm Payment ব্যাংককে ভারতীয় ব্যক্তির তথ্য বিদেশে পাচার করার অভিযোগে ব্যান করে দিয়েছে। এই ঘোষনার পর থেকেই একাধিক পেটিএম গ্রাহক পেটিএম ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনছে। অনেকে তো পেটিএম অ্যাপ ডিলিট করে দিয়েছে। কিন্তু আপনি যদি পেটিএম অ্যাপ ব্যবহার করতে না চান এবং সেটি ডিলিট করে দেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না কারণ অ্যাপ ডিলিট করলেও আপনার সমস্ত তথ্য অ্যাপের মধ্যে থেকে যাবে। পরবর্তী ক্ষেত্রে সেই তথ্য দিয়ে আপনার বড় কিছু ক্ষতি হতে পারে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি আপনার পেটিএম অ্যাপ থেকে আপনার সমস্ত তথ্য ডিলিট করবেন। তাই আপনি যদি আপনার পার্সোনাল তথ্য সুরক্ষিত করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আপনি কি কি তথ্য ডিলিট করতে পারবেন

আপনি যদি আপনার পেটিএম অ্যাপ থেকে আপনার পার্সোনাল তথ্য ডিলিট করতে চান তাহলে আপনার অবশ্যই প্রথমে জেনে নেওয়া দরকার যে আপনি কোন কোন তথ্য ডিলিট করতে পারবেন।

  • আপনার KYC তথ্যঃ পেটিএম অ্যাপ থেকে আপনি আপনার KYC তথ্য সহজেই ডিলিট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক একাউন্ট এর তথ্য ডিলিট করতে পারবেন।
  • লেনদেনের ইতিহাসঃ আপনি আপনার পেটিএম অ্যাপ থেকে যে সকল লেনদেন করেছেন সমস্ত লেনদেনের ইতিহাস মুছে ফেলতে পারবেন।
  • পার্সোনাল তথ্যঃ আপনি আপনার মোবাইল নম্বর সহ আপনার ঠিকানা অন্যান্য পার্সোনাল তথ্য মুছে ফেলতে পারবেন।

অবশ্যই পড়ুন » Make Money Online: হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই ৩টি উপায়ে অনলাইন থেকে পার্টটাইম ইনকাম করুন।

KYC তথ্য ডিলিট প্রক্রিয়া

এরপর প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার KYC তথ্য ডিলিট করবেন।

  • প্রথমেই আপনি আপনার paytm অ্যাপটিকে ওপেন করুন।
  • এরপর আপনার প্রোফাইল সেকশনটি ওপেন করতে হবে।
  • এরপর কেওয়াইসি বিভাগটি ওপেন করুন।
  • এরপর “কেওয়াইসি সরান” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর নিশ্চিত করার জন্য আপনার পেটিএম পাসওয়ার্ডটি লিখতে হবে।

পেমেন্ট ইতিহাস মুছে ফেলুন

পেটিএম অ্যাপ থেকে আপনি যদি আপনার লেনদেনের ডিটেলস মুছে ফেলতে চান তাহলে পাসবুক অপশনটি থেকে আপনি আপনার পেমেন্টের ইতিহাস মুছে ফেলতে পারেন।

ঠিকানা ডিলিট করার পদ্ধতি

ঠিকানা ডিলিট করার জন্য KYC তথ্য ডিলিট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

  • ঠিকানা ডিলিট করার জন্য প্রথমেই পেটিএম অ্যাপের প্রোফাইল অপশনে ক্লিক করুন।
  • এরপর ঠিকানা অপশনটিতে থেকে আপনি আপনার ঠিকানা ডিলিট করতে পারবেন।

অবশ্যই পড়ুন » Voter Slip Download: মোবাইলে মাধ্যমে এইভাবে ভোটার স্লিপ ডাউনলোড করুন। নইলে ভোট দিতে পারবেন না?

মোবাইল নাম্বার সরানোর পদ্ধতি

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us