শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

New vs old Tax Regime: পুরনো নাকি নতুন আয়কর কাঠামো কোনটিতে বেশি লাভবান হবেন! বিস্তারিত জেনে নিন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

New vs Old Tax Regime: বর্তমানে ভারতের আয়কর ব্যবস্থায় মোট দুটি কর কাঠামো জারি করা আছে। পুরনো এবং নতুন এই দুই কর কাঠামোর মধ্যে কোনটিকে বেছে নিলে সবথেকে বেশি লাভবান হবেন তা নিয়ে দ্বন্দ্বে থাকেন বহু মানুষ। বেশি ছাড়ের কথা ভেবে অনেকেই পুরনো কর কাঠামোর অধীনে থাকতে চাইলেও নতুন কর কাঠামোতেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মেলে। আগামী ৩০ এপ্রিল এর মধ্যে ভারতীয় আয়কর দাতাদের কর বিভাগের কাছে জানিয়ে দিতে হবে তারা ঠিক কোন কর কাঠামোর অধীনে আয়কর দিতে চান। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জেনে নিন লাভবান হওয়ার হিসাব।

নতুন আয়কর ব্যবস্থার বিশেষত্ব

  • নয়া আয়কর ব্যবস্থায় ভাড়া বাড়ির ক্ষেত্রে হোম লোন না গৃহঋণ সুদের উপর ছাড় পাবেন গ্রাহকরা।
  • নতুন আয়কর ব্যবস্থা অনুসারে আয়কর প্রদানকারী ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ হল ৫০০০০ টাকা।
  • আপনি যে করদাতারা ব্যবসা ক্ষেত্র থেকে আর্থিক উপার্জন করেন তারা নতুন কর ব্যবস্থা থেকে পুরনো কর ব্যবস্থায় ফিরে যেতে পারবেন।
  • প্রতি অর্থবর্ষে আয়কর প্রদানকারী ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী আয়কর কাঠামো বেছে নিতে পারবেন

আরোও পড়ুন » ITR ফাইল দাখিল করার সময় অবশ্যই এই বিষয়গুলি দেখে নিন, নইলে দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা।

পুরনো আয়কর কাঠামোর সুবিধা

বেতন, ডিডাকশন এবং ছাড়ের পরিমাণ ঠিক কত হলে পুরনো আয়কর কাঠামোতে বেশি লাভ করা সম্ভব হবে তা নিয়ে চিন্তিত থাকেন করদাতারা। ৬০ বছর বয়সের পর যে সমস্ত করদাতা কোনো নির্দিষ্ট সংস্থা থেকে বেতন পান, তারা নিম্নোক্ত আলোচনা থেকে খুব সহজে বুঝতে পারবেন পুরনো আয়কর কাটানো থেকে তারা ঠিক কতটা লাভবান হতে পারবেন।

  • ৭.৫ লাখ টাকা পর্যন্ত আয় হলে নতুন আয়কর কাঠামো অনুসারে কোন কর লাগবে না।
  • বার্ষিক ৮ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ ২১২৫০০ টাকার বেশি হলে পুরনো কর কাঠামো থেকে লাভবান হবেন।
  • ১০ লাখ টাকার ক্ষেত্রে ছাড়ের পরিমাণটি হতে হবে ৩০০০০০ টাকা।
  • বাৎসরিক ১২ লাখ টাকা আয়ের ক্ষেত্রে ছাড় হবে ৩,৫০,০০০ টাকা।
  • ১৫ লাখ টাকার ক্ষেত্রে ছাড়ের পরিমাণ ৪০৮৩৩৩ টাকা। ১৫ লক্ষ টাকার ঊর্ধ্ব থেকে ৫ কোটি টাকা পর্যন্ত টাকার অংক ৪২৫০০০ কোটি টাকা।

পুরনো আয়কর কাঠামোর ছাড় ব্যবস্থা

  • স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ২৫০০০ টাকা ছাড় পাওয়া যায়।
  • ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর অধীনে ৫০০০০ টাকা ছাড় পাওয়া যায়।
  • পুরোনো আয়কর আইন অনুসারে ৮০সি ধারার অধীনে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ১৫০০০০ টাকা।
  • আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারা অনুযায়ী ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ছাড়ের সুবিধা মেলে।

বিশেষজ্ঞদের মত অনুসারে আয়কর দাতার যদি হোম লোন বা এডুকেশন লোন থাকে অথবা তারা হাউস রেন্ট অ্যালোওয়েন্স এর সুবিধা পান সে ক্ষেত্রে তাদের পুরনো কর কাঠামো বেছে নেওয়া বেশি লাভজনক। বিশেষজ্ঞরা আরো বলেন ডিডাকশন ক্লেম-এর উপরেই আসলে নির্ভর করে কর কাঠামো বেছে নেওয়ার বিষয়টি।

অবশ্যই পড়ুন » Post Office Scheme: মহিলারা ২ বছরে পাবে ৫ বছরের FD-র সমান সুদ! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে অবশ্যই জানা দরকার

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us