শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Durga Puja 2024: এবারে দুর্গাপূজার অনুদান ৮৫ হাজার টাকা! বিদ্যুৎ বিলও মিলবে ৭৫ শতাংশ ছাড়

Updated on:

This year’s Durga Puja grant of West Bengal Govt is 850,000: বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজা! আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। ইতিমধ্যে দুর্গা পুজা আয়োজনের তোরজোড় শুরু করে দিয়েছে পুজা কমিটিগুলি। এরই মাঝে কমিটিগুলিকে সুখবর দিল রাজ্য সরকার। এ বছরের দুর্গা পূজার অনুদানের পরিমান বৃদ্ধি করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের তুলনায় ১৫ হাজার টাকা বেশি অনুদান পাবে পুজাকমিটিগুলি। গতকাল এ নিয়ে বড় ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী।

বিগত বছরগুলিতে দুর্গাপূজার অনুদান

উল্লেখ্য, প্রতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে পুজা কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া হয়। কোভিডের সময়কাল থেকেই এই অনুদান দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। তারপর থেকে গত কয়েক বছর ধরেই এই অনুদান দিয়ে আসছে। প্রথমে ২৫ হাজার টাকা দিয়ে এই অনুদান দেওয়া শুরু হয়েছিল। করোনা কালে তা ৫০ হাজার এবং তারপর ৬০ হাজারে দাড়ায়। গত বছর এই অনুদানের পরিমান ৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছিল।

আরোও পড়ুন » Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ডের দুর্নীতি রোধে সরকারের নয়া নির্দেশিকা! বিশেষ ক্ষেত্রে আর টাকা পাবেন না রোগীরা!

এ বছরের দুর্গা পূজার অনুদান

তবে এই বছর পুজা কমিটিগুলকে আরও বেশি অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। গতকাল এ নিয়ে নেতাজী ইন্দোর স্টেডিয়ামে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিকাল ৪ টা থেকে এই বৈঠক শুরু হয়। রাজ্যের ক্লাব সংগঠন সহ পুজা কমিটি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের প্রতিনিধি এবং উচ্চপদস্থ পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, এই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এবারের দুর্গা পুজায় ক্লাব কমিটিগুলিকে ৭০ হাজারের পরিবর্তে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজা কমিটি এই সরকারি অনুদান পেয়ে থাকে। শুধু তাই নয়, আগামী বছরের জন্যও অনুদানের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর পুজা কমিটিগুলোকে ১ লাখ করে অনুদান দেবে রাজ্য সরকার। অর্থাৎ দুই বছরের অনুদানের আগাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

পুজো কমিটির বিদ্যুৎ বিলে ছাড়

এছাড়াও পুজা কমিটির বিদ্যুৎ বিলেও ছাড় বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে এ কথা পৌঁছেছে CESE এবং রাজ্য বিদ্যুৎ বণ্টনের অফিসে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর বিদ্যুৎ বিলে ৬৬ শতাংশ ছাড় পেয়েছিল পুজাকমিটিগুলি। ২০২২ সালে ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। আর এই বছর তা বেড়ে ৭৫ শতাংশ হল।

এখানেই শেষ নয়, পুজা যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, তারজন্যও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজা মণ্ডপে পদপৃষ্ঠ হয়ে দুর্ঘটনা নতুন কিছু নয়। এবার এ নিয়ে কড়া ভাবে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশ ও কমিটিগুলিকে। মাইকিং-র মাধ্যমে সতর্ক করতে হবে। কন্ট্রোল রুম সর্বদা খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ই অক্টোবর পুজা কার্নিভাল হবে এ কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

অবশ্যই পড়ুন » রাজ্যের কৃষকরা বিনামূল্যে পাবে চাষের উপযোগী যন্ত্র! কারা এই সুবিধা পাবে? কিভাবে আবেদন করবেন দেখুন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।