তথ্য প্রযুক্তির যুগে এবং নানান কাজের ব্যস্ততার ভিড়ে কেউ আর ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুলতে পছন্দ করেন না। বর্তমান দিনে অনেকেই ATM থেকে টাকা তুলতে বেশি পছন্দ করেন। কারণ এখনকার দিনে প্রায় প্রত্যেক মানুষের কাছেই ATM রয়েছে এবং ATM থেকে দিনের যেকোনো সময় অর্থাৎ ২৪ ঘন্টা টাকা তুলতে পারবেন।
সাধারণ মানুষের এটিএম থেকে টাকা তোলার প্রবণতা বৃদ্ধির হারকে কাজে লাগিয়ে বর্তমান দিনে প্রতারকেরা বিভিন্ন ATM প্রতারণার ফাঁদ পাতছেন যে ফাঁদে পা দিলে আপনি সর্বহারা হতে পারেন। সম্প্রতি সাধারণ জনগণ কিভাবে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে এ নিয়ে ভারতীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সিআরটি-ইন তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেই পোস্টে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনি কিভাবে এটিএম প্রতারণা থেকে নিজেকে দূরে রাখবেন। সেই পোস্টে এটিএম গ্রাহকদের কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
কিভাবে প্রতারকেরা ATM প্রতারণার ফাঁদ পাতে
এটিএম প্রতারণা থেকে কিভাবে আপনি নিজেকে দূরে রাখবেন এটি জানার আগে আপনার অবশ্যই জানা দরকার প্রতারকেরা কিভাবে এটিএম প্রতারণার ফাঁদ পেতে থাকে। এক্ষেত্রে জানিয়ে রাখি প্রতারকেরা বিভিন্ন ধরনের গোপন কৌশলে আপনার এটিএম পিন জানার চেষ্টা করে এক্ষেত্রে তারা এটিএম মেশিনে গোপন যন্ত্র বসিয়ে রাখে বা মোবাইল ফোনে ওটিপির মাধ্যমে জানার চেষ্টা করে, এমনকি KYC এর নামেও প্রতারণার ফাঁদ পেতে থাকে।
অবশ্যই পড়ুন » ATM থেকে টাকা তোলার সময় ছেঁড়া নোট বা জাল নোট বেরোলে কি করবেন, আগে থেকেই জেনে রাখুন।
কিভাবে ATM প্রতারণা থেকে রক্ষা পাবেন
এবার দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী আপনি কিভাবে এটিএম প্রতারণা থেকে রক্ষা পাবেন।
- অপরিচিত কোন ব্যক্তিকে কখনোই এটিএম পিন শেয়ার করবেন না।
- নিজের জন্ম তারিখ বা মোবাইল নাম্বার কখনোই এটিএম পিন হিসেবে ব্যবহার করবেন না যদি আপনি এটি করে থাকেন তাহলে অতিসত্বর আপনি আপনার এটিএম পিনটি পরিবর্তন করুন।
- এটিএম মেশিনে এটিএম পিন টাইপ করার সময় এটিএম এর মধ্যে অপরিচিত ব্যক্তি অবস্থিত থাকলে হাত দিয়ে ঢেকে পিন প্রবেশ করুন।
- যে সকল এটিএমে CCTV রয়েছে সেই সকল এটিএম থেকে টাকা তুলুন বিনা সিসিটিভি এটিএম থেকে টাকা তুললে প্রতারণার সম্ভাবনা বেড়ে যায় কারণ প্রতারকেরা মেশিনের মধ্যে কোন যন্ত্র লাগিয়ে রাখতে পারে।
- এটিএম থেকে টাকা তোলার সময় অবশ্যই দেখে নেবেন এটিএম মেশিনে কোন ইলেকট্রনিক যন্ত্র বা মেশিন বসানো আছে কিনা যদি সন্দেহজনক কোন মেশিন থেকে থাকে তাহলে সাবধান হয়ে যান।
- এটিএম পিন এর সাথে সাথে আপনি আপনার এটিএম এর সিভিভি নাম্বারও কাউকে শেয়ার করবেন না।
- যেকোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে এটিএম কার্ডের তথ্য দেবেন না।
- এছাড়াও নিয়মিত আপনি আপনার ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট চেক করুন।
অবশ্যই পড়ুন » ATM Card: এটিএম কার্ডটি টাকা তোলার সময় মেশিনের মধ্যে আটকে গেলে কি করবেন দেখুন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇