শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Best Post Office Scheme 2024: ২০২৪ সালের পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম, অবশ্যই দেখুন

Updated on:

Best Post Office Scheme 2024: আপনি যদি এমন জায়গায় নিজের টাকা বিনিয়গ করতে চান, যেখানে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে। তাহলে পোস্ট অফিসের স্কিম আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। কিন্তূ পোস্ট অফিসের কোন স্কিমে বিনিয়োগ করবেন? এই নিয়ে যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে তাহলে, আজকেই এই নিবন্ধটি বিশেষ ভাবে আপনার জন্য। আজ আমরা পোস্ট অফিসের সেরা ৫টি সরকারি স্কিম (Best Post Office Scheme 2024) সম্পর্কে জানবো। ২০২৪ সালে বিনিয়োগ করার জন্য যেগুলির সম্বন্ধে জানা আবশ্যক। 

পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম (Best Post Office Scheme 2024)

আপনি যদি নিজের দিনরাত এক করে উপার্জন করা অর্থ কোনো এক সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের সরকারি স্কিম আপনার জন্য ভালো বিকল্প। কোনো রকম ঝুঁকি ছাড়াই আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন। কিন্তূ পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য তো ১টি স্কিম নেই। কোন স্কিম আপনার জন্য সেরা হবে? এই বিষয়ে আপনার বিভ্রান্তি দুর করার জন্য নিচে পোস্ট অফিসের সেরা ৫টি সরকারি স্কিম (Best Post Office Scheme 2024) সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

১) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) 

পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় সরকারি স্কিম হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। এই স্কিম কোনো রকম ঝুঁকি ছাড়াই সঞ্চয় করা অর্থের উপর ভালো পরিমাণ সুদ পাবেন। আগের এই স্কিমে ৭ শতাংশ সুদ ছিল যা বর্তমানে বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়েছে। এটি পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হলেও এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। একজন ব্যাক্তি এখানে একাধিক অ্যাকাউন্টে খুলতে পারবেন। ধরা 80C-এর অধীনে এখানে কর ছাড়েরও সুবিধা পাবেন। 

স্কিমের নামন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) 
সুদের হার৭.৭%
সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ১০০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণসীমা নেই
মেয়াদ৫ বছর

আরও পড়ুন: Post Office Scheme -পোস্ট অফিসের এই সুপারহিট স্কিম এখন দিচ্ছে FD-র চেয়ে বেশি সুদ, এই স্কিম সম্পর্কে অবশ্যই জেনে থাকা দরকার

২) সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) 

পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) প্রকল্পটি চালু হবার পর থেকেই জনগণের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত রাখা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এখানে আপনি বার্ষিক ৮ শতাংশ চক্রবৃদ্ধি সুদের লাভ পাবেন। এখানে ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

স্কিমের নামসুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) 
সুদের হার৮%
সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ২৫০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ১.৫ লক্ষ টাকা
মেয়াদ২১ বছর

বিস্তারিত জেনেনিন: সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।

৩) কিষান বিকাশ পত্র (KVP) 

কিষান বিকাশ পত্র (KVP) হলো পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা বিশেষ ভাবে কৃষকদের জন্য ডিজাইন করা হয়েছে। তবে আপনি যদি কৃষক না হন তবুও এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন ব্যাক্তি এখানে একটির বেশিও অ্যাকাউন্ট খুলতে পারে। এখানে বর্তমানে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এখানে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। তবে মনে রাখবেন আপনার বিনিয়োগ করা অর্থের পরিমাণ যেন ১০০ এর গুণিতক হয়। 

স্কিমের নামকিষান বিকাশ পত্র (KVP) 
সুদের হার৭.৫%
সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ১০০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণসীমা নেই
মেয়াদ২ বছর ৬ মাস

বিস্তারিত জেনেনিন: কিষান বিকাশ পত্র (KVP)! ১১৫ মাসে টাকা ডবল হবে।

৪) পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PFF) 

 আপনি যেকোনো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PFF) স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে এই স্কিমে ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এখানে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। মনে রাখবেন যে, এই স্কিমের মেয়াদ হলো ১৫ বছর। 

স্কিমের নামপাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PFF) 
সুদের হার৭.১%
সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ৫০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ১.৫ লক্ষ টাকা
মেয়াদ১৫ বছর

বিস্তারিত জেনেনিন: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) কী? পিপিএফ একাউন্ট নিয়ম।

৫) সেভিংস অ্যাকাউন্ট 

ব্যাংকে যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, তেমনি পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাংকের মতো এখানের সেভিংস অ্যাকাউন্টেও বিভিন্ন পরিষেবা পাবেন। মজার বিষয় হলো এখানেও আপনি বার্ষিক ৪ শতাংশ সুদ পাবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনাকে নূন্যতম ৫০০ টাকা ব্যালান্স রাখতে হবে। তানাহলে আর্থিক বছরের শেষে ৫০ টাকা রক্ষণাবেক্ষণ ফি কেটে নেবে। 

স্কিমের নামসেভিংস অ্যাকাউন্ট 
সুদের হার৪%
সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ৫০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণসীমা নেই
মেয়াদলক-ইন পিরিয়ড নেই

আরও পড়ুন: Post Office Interest Rate – পোস্ট অফিসের নতুন সুদ! কোন স্কিমে কত সুদ দিচ্ছে দেখুন।

উপসংহার 

পোস্ট অফিসের সেরা ৫টি সরকারি স্কিমে (Best Post Office Scheme 2024) আপনি কোনো রকম ঝুঁকি ছাড়াই অর্থ বিনিয়োগ করতে পারেন। যেগুলি হলো স্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), কিষান বিকাশ পত্র (KVP), পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PFF) এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট। উপরে দেওয়া তথ্য পড়ে আপনি বিনিয়োগ করার জন্য সেরা পোস্ট অফিস স্কিম নির্বাচন করতে পারবেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।