শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

BSNL Recharge Plan 2024 List: এখন জলের দরে রিচার্জ করুন! দেখুন BSNL-এর সস্তার আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলি

Updated on:

BSNL Recharge Plan 2024 List: সস্তায় রিচার্জ পেয়ে সবাই ইন্টারনেট ব্যাবহারে আসক্ত হয়ে পড়েছে। এরকম সময় টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতেই মাথায় হাত গ্রাহকদের। আপনারও যদি এত বেশি খরচ করে মোবাইল রিচার্জ করতে অসুবিধা হচ্ছে, তাহলে BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি দিকে একবার নজর দিতে পারেন। BSNL তাদের সস্তার রিচার্জ প্ল্যানে দিচ্ছে আনলিমিটেড কলিং ও ডেটা। এই সমস্ত সস্তার রিচার্জ প্ল্যানগুলির (BSNL Cheapest Recharge Plan) সম্পর্কে বিশদ জানতে আজকেই এই প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন। 

BSNL-এর সস্তার আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলি তালিকা (BSNL Recharge Plan 2024 List) 

ভারতের জনপ্রিয় টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে চিন্তিত গ্রাহকরা। এখন আনলিমিটেড ইন্টারনেট এবং কলিং এর সুবিধা বিশিষ্ট প্ল্যান দিয়ে রিচার্জ করতে আগে তুলনায় ২৫% পর্যন্ত বেশি খরচ হবে। এরকম সময় আপনি যদি কোন সস্তা রিচার্জ প্ল্যান (Cheapest Recharge Plan) খুঁজছেন যাতে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধা পাবেন তাহলে বিএসএনএল এর  দিকে একবার নজর দিতে পারে। 

BSNL-এর আনলিমিটেড কলিং ও ডেটা বিশিষ্ট রিচার্জ প্ল্যানগুলি নিচের তালিকা উল্লেখ করা হলো – 

  • ৫৯ টাকার প্ল্যান: প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন ৭ দিন পর্যন্ত।
  • ১৮৪ টাকার প্ল্যান: প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন ২৮ দিন পর্যন্ত।
  • ১৮৭ টাকার প্ল্যান: প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন ২৮ দিন পর্যন্ত।
  • ২৯৮ টাকার প্ল্যান: প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন ৫২ দিন পর্যন্ত।
  • ৪৮৫ টাকার প্ল্যান: প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন ৮২ দিন পর্যন্ত।
  • ৫৯৯ টাকার প্ল্যান: প্রতিদিন ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন ৮৪ দিন পর্যন্ত। 

BSNL-এর আনলিমিটেড ডেটা রিচার্জ প্ল্যান

মুল্য (₹)ডেটা (GB)মেয়াদ (দিন)
১৬ টাকা২ জিবি১ দিন
৯৮ টাকা২ জিবি/প্রতিদিন১৮ দিন
১৫১ টাকা৪০ জিবি৩০ দিন
১৯৮ টাকা২ জিবি/প্রতিদিন৪০ দিন
২৫১ টাকা৭০ জিবি২৮ দিন
২৮৮ টাকা২ জিবি/প্রতিদিন৬০ দিন
৪১১ টাকা২ জিবি/প্রতিদিন৯০ দিন
৭৮৮ টাকা২ জিবি/প্রতিদিন১৮০ দিন
১৫১৫ টাকা২ জিবি/প্রতিদিন৩৬৫ দিন

আরও পড়ুন: Jio Recharge Plan – জিও-র রিচার্জ খরচ ২৫% বেড়ে গেল! জেনেনিন নতুন দাম।

আপনার এলাকায় যদি বিএসএনএল এর নেটওয়ার্ক আছে, তাহলে আপনি অন্যান্য টেলিকম কোম্পানির বদলে BSNL-এর সিম ব্যবহার করে নিজের রিচার্জ খরচ অনেকটা কমাতে পারবেন। শুধু তাই নয়, আপনি সস্তার রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করে আনলিমিটেড কলিং ও ইন্টারনেটের সুবিধাও পাবেন। BSNL এর আনলিমিটেড রিচার্জ প্লান গুলি সম্পর্কে উপরে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: Jio Vs Airtel Vs VI – নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী, সস্তায় আনলিমিটেড ডেটা দিচ্ছে কোন্ কোম্পানি?

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।