শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bike/Two-Wheeler Loan: কম সুদে কোন ব্যাঙ্ক বাইক লোন দেয়? কিস্তিতে বাইক কেনার আগেই জেনেনিন সম্পূর্ন তথ্য

Updated on:

Bike Loan/Two-Wheeler Loan: অনেকেই সম্পূর্ন টাকা একসঙ্গে দিয়ে বাইক কেনার বদলে, কিস্তিতে বাইক কেনে। আপনারও যদি এই ধরনের কিছু পরিকল্পনা থাকে তাহলে, কোন ব্যাঙ্কে কম সুদে বাইক লোন (Two-Wheeler Loan) দেয়? এই বিষয়ে জেনে থাকা দরকার। আজকের এই নিবন্ধে আমরা ভারতের সমস্ত জনপ্রিয় ব্যাঙ্কের বাইক লোনের তুলনা করেছি। তাই সম্পূর্ন তথ্য পেতে অবশ্যই পুরো নিবন্ধটি পড়বেন। 

বাইক বা টু হুইলার লোনের সুদের হার (Bike Loan/Two-Wheeler Loan Interest Rate) 

আপনি যদি কিস্তিতে বাইক কেনার পরিকল্পনা করছেন তাহলে বিভিন্ন ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফাইনান্স সংস্থা থেকে লোনের জন্য আবেদন করতে পারেন। কিছু ব্যাঙ্ক বা লোনদাতা বাইকের অন রোড মূল্যের উপর ১০০% পর্যন্ত অর্থায়নের অফার দেয়। আবার কিছু কিছু ব্যাঙ্ক বা NBFC লোন নেওয়ার সময় স্থির সুদের হার এবং পরিবর্তনশীল সুদের হার বেছে নেওয়ার বিকল্প দেয়। সর্বনিম্ন ৬.২ সুদের হারে বাইক লোন বা টু হুইলার লোন পাওয়া যেতে পারে। 

কম সুদে কোন ব্যাঙ্ক বাইক বা টু হুইলার লোন দেয়? 

ভারতে অনেক এরকম ব্যাঙ্ক এবং NBFC কোম্পানি রয়েছে যারা বাইক বা টু হুইলার লোন প্রদান করে। এর ফলে অনেকেই একম ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফাইনান্স সংস্থার সন্ধান করে যা কম সুদে লোন দেয়। ভারতের বিভিন্ন জনপ্রিয় ব্যাঙ্ক এবং NBFC সংস্থার বাইক বা টু হুইলার লোনের সুদের হার নিচের ছকে উল্লেখ করা রয়েছে। যেগুলি দেখে আপনি নির্বাচন করতে পারবেন আপনার কথা থেকে লোন নেওয়া বেশি লাভজনক হবে। 

বিভিন্ন ব্যাঙ্ক এবং NBFC-এর বাইক বা টু হুইলার লোনের সুদের হার (Bike or Two-Wheeler Loan Interest Rates of Various Banks and NBFCs): 

ব্যাঙ্কের নামবাইক লোনের সুদের হারপ্রসেসিং ফি
SBI8.50% এর পরঋণের পরিমাণের 2% + GST
SBI ইজি রাইড11.90% এর পরব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন
বন্ধন ব্যাঙ্ক16.50% থেকে 22.5%ঋণের পরিমাণের 2% + GST
HDFC14.5% এগিয়েঋণের পরিমাণের 2.5% পর্যন্ত
ICICI9% থেকে 28.00%ঋণের পরিমাণের 3.5% + GST ​​(সুপার প্রিমিয়াম যানবাহনের জন্য)
ঋণের পরিমাণের 4.75% + GST ​​(নন-প্রিমিয়াম এবং প্রিমিয়াম যানবাহনের জন্য)
টাটা ক্যাপিটাল10.99% এর পরঋণের পরিমাণের 4% পর্যন্ত + GST
IDFC ফার্স্ট ব্যাঙ্ক8.50% থেকে 26.00%শূন্য
ফুলারটন ভারত8% থেকে 28%ঋণের পরিমাণের 5% পর্যন্ত + প্রযোজ্য কর
ব্যাঙ্ক অফ বরোদা13.65% এর পরঋণের পরিমাণের 2% + GST
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র8.60% এর পরঋণের পরিমাণের 0.25% + GST
বাজাজ অটো ফাইন্যান্স17% থেকে 35.00%ঋণের পরিমাণের 1% থেকে শুরু হয়
TVS ক্রেডিটরেটের জন্য NBFC এর সাথে যোগাযোগ করুনNBFC এর সাথে যোগাযোগ করুন
মাহিন্দ্রা ফাইন্যান্সরেটের জন্য NBFC এর সাথে যোগাযোগ করুনব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন
মুথুট ক্যাপিটাল4.99% এর পরঋণের পরিমাণের 1% – 4% এর মধ্যে পরিবর্তিত হয়
হিরো ফিনকর্প10.65% এর পরবার্ষিক 10.65% থেকে শুরু হয়
হোম ক্রেডিট19.99% এর পরব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন
এউ ব্যাংকহারের জন্য SFB এর সাথে যোগাযোগ করুনব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন

আরও পড়ুন: আরও ব্যয়বহুল হবে পার্সোনাল লোন নেওয়া, জেনেনিন RBI এর নতুন নিয়ম।

কোনো ব্যাঙ্ক কতো পরিমাণ টু হুইলার লোনের অফার করে?

সমস্ত ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফাইনান্স সংস্থা সমান পরিমাণ বাইক লোন বা টু হুইলার লোন অফার করে না। নিচের ছকে দেখতে পাবেন কোনো ব্যাঙ্ক কতো পরিমাণ টু হুইলার লোনের অফার করে।

Two-Wheeler Loan Amount Offered by Different Banks: 

ব্যাঙ্কের নামন্যূনতম ঋণের পরিমাণ (₹)সর্বোচ্চ ঋণের পরিমাণ (₹)
SBI২০,০০০৩ লাখ
SBI ইজি রাইড২০,০০০৩ লাখ
বন্ধন ব্যাঙ্ক১০,০০০৫ লাখ
HDFCব্যাংকের শর্তাবলী অনুযায়ীগাড়ির দামের 100% পর্যন্ত
ICICI ব্যাঙ্কব্যাংকের শর্তাবলী অনুযায়ীটু-হুইলারের অন-রোড মূল্যের 100% পর্যন্ত
টাটা ক্যাপিটাল২৫,০০০৫ লাখ
IDFC ফার্স্ট ব্যাঙ্কশাখায় যোগাযোগ করুনশাখায় যোগাযোগ করুন
ফুলারটন ভারতশাখায় যোগাযোগ করুন৩০ লাখ
ব্যাঙ্ক অফ বরোদাব্যাংকের বিবেচনা অনুযায়ী১০ লাখ
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রশাখায় যোগাযোগ করুন৫ লাখ
বাজাজ অটো ফাইন্যান্স১০,০০০৬ লাখ
TVS ক্রেডিটNBFC এর সাথে যোগাযোগ করুনগাড়ির অন-রোড মূল্যের ৯৫% পর্যন্ত
মাহিন্দ্রা ফাইন্যান্স১ লাখ২৫ লাখ
মুথুট ক্যাপিটাল২০,০০০৩ লাখ
হিরো ফিনকর্প১০,০০০১.৫ লাখ
হোম ক্রেডিটশাখায় যোগাযোগ করুনশাখায় যোগাযোগ করুন
এউ ব্যাংকশাখায় যোগাযোগ করুনশাখায় যোগাযোগ করুন

আরও পড়ুন: WBBCCS: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতিরা পাবে 5 লক্ষ টাকা, 10 নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করুন।

করা করা বাইক লোন (Two-Wheeler Loan) আবেদন করতে পারেন? 

ব্যাঙ্ক বা লোনদাতা Bike Loan বা Two-Wheeler Loan দেওয়ার আগে ঋণ নেওয়া ব্যাক্তির অনেককিছু যাচাই করে দেখে। নিচের মানদণ্ড যোগ্যতা গুলো পূরণ করলেই লোনের জন্য আবেদন করতে পারবেন। 

Bike Loan বা Two-Wheeler Loan এর জন্য মানদণ্ড যোগ্যতা: 

Two-Wheeler Loan আবেদনকারী ব্যাক্তির বয়স সর্বনিম্ন ১৮ বছর হওয়া প্রয়োজন। মিচুরিটির আগে আবেদনকরী ব্যাক্তির বয়স যেন ৬৫ বছরের কম হয়। যে শহরে বাস করেন কম্পো খেসক্ষণের গত ১ বছরের বাসিন্ধা হতে হবে। বেতনভোগী এবং স্ব-নিযুক্ত ব্যাক্তি উভয়েই আবেদন করতে পারেন। লোন আবেদনকারী ব্যাক্তির একটি স্থির মাসিক রোজগারের উৎস থাকতে হবে। সিভিল স্কোর যতটা ভালো হবে, ততটা সহজে লোন পাবেন। 

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে SBI বা অন্যান্য ব্যাংক থেকে মাত্র ৪% সুদে ৩ লাখ টাকা লোন পাবেন।

বাইক লোন (Two-Wheeler Loan) এর জন্য প্রয়োজনীয় নথিপত্র 

বাইক লোন (Two-Wheeler Loan) এর জন্য প্রয়োজনীয় মানদণ্ড যোগ্যতা পূরণ করার পরেও লোনের জন্য আবেদন করতে কিছু প্রয়োজনীয় নথিপত্রের প্রয়োজন হবে। প্রয়োজনীয় নথিপত্র নিম্নরূপঃ 

  • পরিচয় প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • রোজগারের প্রমান
  • বয়সের প্রমাণপত্র 

উপসংহার

ভারতের বিভিন্ন ব্যাঙ্ক এবং NBFC কোম্পানি বাইক বা টু হুইলার লোন প্রদান করে থাকে। ভারতের সমস্ত জনপ্রিয় ব্যাঙ্ক এবং NBFC এর বাইক লোন (Two-Wheeler Loan)-এর সুদের হার এবং পরিমাণ উপরে উল্লেখ করা হয়েছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।