শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Best Zero Balance Sevings Account: ভারতীয়দের জন্য সেরা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট অফার করছে কোন ব্যাংক? জেনে নিন বিস্তারিত।

Updated on:

Best Zero Balance Sevings Account: ব্যাংকের বিভিন্ন ধরনের একাউন্ট হয়ে থাকে তার মধ্যে কয়েকটি জনপ্রিয় একাউন্ট হলো সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, স্যালারি একাউন্ট, মাইনর একাউন্ট এবং সেভিংস একাউন্টের এই একটি প্রকার হল জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট। জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট ওপেন করার জন্য কোনরকম চার্জ কাটা হয় না এবং পরবর্তী ক্ষেত্রেও অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স না থাকলে কোন রকম চার্জ কাটা হয় না তাই জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট অনেকের কাছেই জনপ্রিয়। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ভারতের মধ্য কোন কোন বেশি সুদে এবং একাধিক সুযোগ-সুবিধা সহ গ্রাহকদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অফার করছে।

ভারতীয়দের জন্য সেরা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট

ভারতের মধ্যে যেসব ব্যাঙ্কগুলি জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট অফার করছে তার মধ্যে জনপ্রিয় কতকগুলো হল

  • ইন্দাসল্যান্ড জিরো ব্যালান্স সেভিংস একাউন্ট
  • IDFC জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
  • RBL জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
  • কোটাক মাহিন্দ্রা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
  • এক্সিস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
  • ICICI ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
  • YES ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট।

অবশ্যই পড়ুন » একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারবে? জেনে নিন RBI এর নির্দেশ

জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের সুদের পরিমাণ (Best Zero Balance Sevings Account)

এবার আলোচনা করা যাক দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলি জিরো ব্যালেন্স সেভিংস একাউন্টে কত শতাংশ সুদ অফার করছে গ্রাহকদের।

ব্যাংকের নামজিরো ব্যালান্স সেভিংস একাউন্টের নামসুদের পরিমাণ
RBL ব্যাংকডিজিটাল সেভিংস একাউন্ট৭ শতাংশ
IDFC ব্যাংকBSBDA৬.৭৫ শতাংশ
indusind ব্যাংকইন্দাস স্মল সেভিংস অ্যাকাউন্ট৪ শতাংশ
এক্সিস ব্যাঙ্কবেসিক সেভিংস একাউন্ট৪ শতাংশ
কোটাক মহিন্দ্রা ব্যাংক৮১১৩.৫০ শতাংশ
HDFC Bankবেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট৩ শতাংশ
স্ট্যান্ডার্ড চার্টার্ড একাউন্টবেসিক ব্যাংকিং একাউন্ট২.৭৫ শতাংশ
SBIবেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট২.৭০ শতাংশ

অবশ্যই পড়ুন » Zero Balance Bank Account: জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট কি? সুবিধা ও অসুবিধা জেনে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।