Best Zero Balance Sevings Account: ব্যাংকের বিভিন্ন ধরনের একাউন্ট হয়ে থাকে তার মধ্যে কয়েকটি জনপ্রিয় একাউন্ট হলো সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, স্যালারি একাউন্ট, মাইনর একাউন্ট এবং সেভিংস একাউন্টের এই একটি প্রকার হল জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট। জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট ওপেন করার জন্য কোনরকম চার্জ কাটা হয় না এবং পরবর্তী ক্ষেত্রেও অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স না থাকলে কোন রকম চার্জ কাটা হয় না তাই জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট অনেকের কাছেই জনপ্রিয়। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ভারতের মধ্য কোন কোন বেশি সুদে এবং একাধিক সুযোগ-সুবিধা সহ গ্রাহকদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অফার করছে।
ভারতীয়দের জন্য সেরা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
ভারতের মধ্যে যেসব ব্যাঙ্কগুলি জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট অফার করছে তার মধ্যে জনপ্রিয় কতকগুলো হল
- ইন্দাসল্যান্ড জিরো ব্যালান্স সেভিংস একাউন্ট
- IDFC জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
- RBL জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
- স্ট্যান্ডার্ড চার্টার্ড জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
- কোটাক মাহিন্দ্রা জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
- এক্সিস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
- ICICI ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট
- YES ব্যাঙ্ক জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট।
অবশ্যই পড়ুন » একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো ব্যাংক একাউন্ট খুলতে পারবে? জেনে নিন RBI এর নির্দেশ
জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের সুদের পরিমাণ (Best Zero Balance Sevings Account)
এবার আলোচনা করা যাক দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলি জিরো ব্যালেন্স সেভিংস একাউন্টে কত শতাংশ সুদ অফার করছে গ্রাহকদের।
ব্যাংকের নাম | জিরো ব্যালান্স সেভিংস একাউন্টের নাম | সুদের পরিমাণ |
---|---|---|
RBL ব্যাংক | ডিজিটাল সেভিংস একাউন্ট | ৭ শতাংশ |
IDFC ব্যাংক | BSBDA | ৬.৭৫ শতাংশ |
indusind ব্যাংক | ইন্দাস স্মল সেভিংস অ্যাকাউন্ট | ৪ শতাংশ |
এক্সিস ব্যাঙ্ক | বেসিক সেভিংস একাউন্ট | ৪ শতাংশ |
কোটাক মহিন্দ্রা ব্যাংক | ৮১১ | ৩.৫০ শতাংশ |
HDFC Bank | বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট | ৩ শতাংশ |
স্ট্যান্ডার্ড চার্টার্ড একাউন্ট | বেসিক ব্যাংকিং একাউন্ট | ২.৭৫ শতাংশ |
SBI | বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট | ২.৭০ শতাংশ |
অবশ্যই পড়ুন » Zero Balance Bank Account: জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট কি? সুবিধা ও অসুবিধা জেনে নিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇