শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Zero Balance Bank Account: জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট কি? সুবিধা ও অসুবিধা জেনে নিন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

What is Zero Balance Bank Account in Bengali: আপনার যদি ব্যাংক একাউন্ট থেকে থাকে বা আপনি যদি নতুন করে ব্যাংকে একাউন্ট খুলতে চান তাহলে আপনার অবশ্যই জানা দরকার যে ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। এক্ষেত্রে জানিয়ে রাখি ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, স্যালারি একাউন্ট, মাইনর একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট এবং জিরো ব্যালেন্স একাউন্ট। প্রতিটি একাউন্টের বিশেষ কিছু সুবিধা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জিরো ব্যালেন্স একাউন্ট সম্পর্কে। জিরো ব্যালেন্স একাউন্ট কি? এই একাউন্টে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট কি? ( Zero Balance Sevings Account)

আপনি যদি নতুন ব্যাংক একাউন্ট খুলতে চাইছেন তাহলে আপনি যদি জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তাহলে বেশি উপকারী হবেন। জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্ট ওপেন করার জন্য আপনাকে কোনরকম টাকা খরচ করতে হয় না তাই এই একাউন্টকে Zero Balance Sevings Account বলা হয়। ব্যাংকে অন্যান্য ধরনের একাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম একটি টাকা ব্যাংকে জমা করতে হয় কিন্তু এই অ্যাকাউন্ট আপনি কোন টাকা পয়সা ছাড়াই খুলতে পারবেন। জিরো ব্যালেন্স একাউন্টকে ব্যালেন্স সেভিংস একাউন্ট ও বলা হয়।

অবশ্যই পড়ুন » কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়, অবশ্যই জেনে নিন।

জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সুবিধা (zero balance account advantage)

এবার প্রথমেই আলোচনা করা যাক জিরো ব্যালেন্স একাউন্ট খোলার ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন।

  • আপনি কোন টাকা পয়সা খরচ না করে জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
  • জিরো ব্যালেন্স একাউন্টে সুবিধা আপনি যেকোনো ব্যাংকে পেয়ে যাবেন।
  • অন্যান্য ব্যাংক একাউন্টে যেরকম নূন্যতম ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেরকম কিন্তু জিরো ব্যালেন্স একাউন্ট এর ক্ষেত্রে হয় না। জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্টে ন্যূনতম টাকা না থাকার কারণে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না।
  • জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্টে কোন প্রকার অতিরিক্ত চার্জ কাটা হয় না।
  • এই ব্যাংক একাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে এসএমএস চার্জ কাটা হয় না।
  • জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্ট হল নিরাপদ ব্যাংক একাউন্ট।
  • জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্টে সমস্ত সরকারি টাকা এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্কলারশিপের টাকা সহজেই ক্রেডিট হয়ে যায়।

জিরো ব্যালেন্স একাউন্টের অসুবিধা (zero balance account disadvantage)

এবার আলোচনা করা যাক জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্টে কি কি অসুবিধা রয়েছে।

  • জিরো ব্যালান্স ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীকে চেক বই দেওয়া হয় না।
  • এছাড়াও জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্টের ক্ষেত্রে বিভিন্ন সীমা রয়েছে।

অবশ্যই পড়ুন » Cash Withdraw: ব্যাঙ্কে লাইনে দাড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই আধার কার্ডের মাধ্যমে নগদ টাকা তুলতে পারবেন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us