Best Govt. Bank for 1 Year FD: নিজের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা বজায় রাখতে প্রতিটি মানুষই নির্দিষ্ট স্থানে অর্থ বিনিয়োগ করে রাখতে পছন্দ করেন। অর্থ বিনিয়োগকারী বহু স্কিমের মধ্যে গ্রাহকের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একটি স্কিম হলো FD বা ফিক্সড ডিপোজিট। এই স্কিমের মাধ্যমে গ্রাহক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য লক ইন পিরিয়ডে রাখেন। সেই টাকার সঙ্গে যুক্ত হয় সুদের টাকা। ফলে মেয়াদ শেষে বিনিয়োগ করা টাকার থেকে অনেকটা বেশি পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পান গ্রাহক। তবে আপনি কি জানেন বর্তমানে কোন সরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সব থেকে বেশি সুদের টাকা দেয়?
বর্তমানে সমস্ত সরকারি, বেসরকারি, স্মল ফাইন্যান্স ব্যাংক গুলি গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে টাকা রাখার সুযোগ দেন। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে খোলা যায় FD অ্যাকাউন্ট। সম্প্রতি বেশ কতগুলি ব্যাংক আবার ফিক্সড ডিপোজিট স্কিমে তাদের সুদের হার বৃদ্ধি করেছে। ফলে গ্রাহকদের নিশ্চিত অতিরিক্ত লাভের সুযোগ অনেকটাই বেড়েছে। ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্ন মেয়াদকে বেছে নিতে পারেন। তবে যারা মাত্র ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান, তাদের জন্যও দুর্দান্ত সুযোগ দিচ্ছে কয়েকটি সরকারি ব্যাংক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো বড় বড় ব্যাংক গুলি ১ বছরের এফডি স্কিমের জন্য কত সুদ দিচ্ছে তা দেখে নিন।
আরোও পড়ুন » Fixed Deposit: মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলে নিলে কত টাকা পাবেন জানুন
১ বছরের FD তে সরকারি ব্যাংকে সুদের হার
এবার দেখে নেওয়া যাক দেশের যে সকল সরকারি ব্যাংক গুলি রয়েছে সেই সকল ব্যাংকের ১ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার।
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক – 6.90 শতাংশ
- ব্যাংক অফ বরোদা – 6.85 শতাংশ
- কানারা ব্যাংক – 6.85 শতাংশ
- সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া- 6.85 শতাংশ
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া- 6.80 শতাংশ
- ব্যাংক অফ ইন্ডিয়া – 6.80 শতাংশ
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া- 6.75 শতাংশ
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক – 6.75 শতাংশ
- ব্যাংক অফ মহারাষ্ট্র – 6.75 শতাংশ
- পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক – 6.20 শতাংশ
- ইন্ডিয়ান ব্যাংক – 6.10 শতাংশ
- ব্যাংক অফ বরোদা – 6.85 শতাংশ
- UCO ব্যাংক – 6.50 শতাংশ
ব্যাংক গুলির ওয়েবসাইটে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে এই সুদের হার সম্পর্কে জানা গেছে। তবে সময়ের সাপেক্ষে এই সুদের হার ওঠানামা করে। তাই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।
অবশ্যই পড়ুন » Bandhan Bank FD: বন্ধন ব্যাংক এর ৫০০দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন ৮.৩৫ শতাংশ সুদ।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇