Bank holiday in September: সামনে বাঙালিদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো। পূজোর কেনাকাটা করার জন্য টাকা তুলতে সরকারের কর্মচারী থেকে শুরু করে অন্যান্য সকল ব্যক্তিকেই ব্যাংকে যেতে হয়। যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে প্রত্যেক মাসে কয়েকদিন ছুটি থাকে সেরকম ব্যাংকেও প্রতিমাসে কিছুদিন ছুটি থাকে, যার ফলে প্রচুর মানুষ অসুবিধায় পড়ে। আপনি যদি আগে থেকেই ব্যাংক বন্ধের তালিকা জেনেনেন তাহলে আপনাকে এই অসুবিধার সম্মুখীন হতে হবে না।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সেপ্টেম্বর মাসে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ করেছে। প্রতিবারই এই তালিকা মাস শুরু হওয়ার আগেই বেরিয়ে যায়, এইবারেও সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই সেপ্টেম্বর মাসে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। RBI এর তালিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসে মোট ১৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজকের এই প্রতিবেদনটিতে জানতে পারবেন সেপ্টেম্বর মাসে কোন কোন তারিখে কি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু সর্বদা মনে রাখবেন জায়গা বিশেষে ব্যাংক বন্ধের তারিখ ভিন্ন হয়।
↗️ আরোও পড়ুন » SBI Update: প্রতিমাসে ১৮ হাজার টাকা উপার্জন করার সুযোগ, SBI-তে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই দেখুন
সেপ্টেম্বর মাসে ব্যাংক বন্ধের তালিকা
এবার দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন কোন তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
নং | ব্যাংক বন্ধের তারিখ | ব্যাংক বন্ধের কারণ |
---|---|---|
১) | ০৩.০৯.২০২৩ | সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি) |
২) | ০৬.০৯.২০২৩ | জন্মাষ্টমী উপলক্ষে এইদিন ব্যাংক বন্ধ থাকবে। (ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, পাটনায় ব্যাংক বন্ধ থাকবে) |
৩) | ০৭.০৯.২০২৩ | জন্মাষ্টমী উপলক্ষে এইদিন ব্যাংক বন্ধ থাকবে। (আহমেদাবাদ, চণ্ডীগঢ়, দেরাদুন, গ্যাংটক, তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে) |
৪) | ০৯.০৯.২০২৩ | সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি) |
৫) | ১০.০৯.২০২৩ | সেপ্টেম্বর মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি) |
৬) | ১৭.০৯.২০২৩ | সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি) |
৭) | ১৮.০৯.২০২৩ | বিনায়ক চতুর্দশী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। (বেঙ্গালুরু, তেলেঙ্গানায় ব্যাংক বন্ধ থাকবে) |
৮) | ১৯.০৯.২০২৩ | গনেশ চতুর্থীর প্রথম দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে (আহমেদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, মুম্বাই, নাগপুর, পানাজিতে ব্যাংক বন্ধ থাকবে) |
৯) | ২০.০৯.২০২৩ | গনেশ চতুর্থীর দ্বিতীয় দিন এবং নুয়াখাইয়ের কারনে ব্যাংক বন্ধ থাকবে। (কোচি এবং ভুবনেশ্বরে ব্যাংক বন্ধ থাকবে) |
১০) | ২২.০৯.২০২৩ | শ্রী নারায়ণ গুরুর সমাধি দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। (কোচি, পানাজি এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ থাকবে) |
১১) | ২৩.০৯.২০২৩ | সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি) |
১২) | ২৪.০৯.২০২৩ | সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি) |
১৩) | ২৫.০৯.২০২৩ | শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। (গুয়াহাটিতে ব্যাংক বন্ধ থাকবে) |
১৪) | ২৭.০৯.২০২৩ | মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। (জম্মু, কোচি, শ্রীনগর এবং ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ থাকবে) |
১৫) | ২৮.০৯.২০২৩ | ঈদ-ই-মিলাদ-উন-নবী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। (আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, তেলেঙ্গানা, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে) |
১৬) | ২৯.০৯.২০২৩ | দেশের কিছু অংশে এইদিন ঈদ-ই-মিলাদ-উন-নবী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। (গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে) |
↗️ আরোও পড়ুন » বিরাট খুশির খবর! জনপ্রিয় এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৮ বছরে টাকা ডবলের থেকেও বেশি
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন👇