Bandhan Bank Savings Account Interest Rate: বর্তমানে প্রত্যেকেই তাদের টাকা ব্যাংকের সেভিংস একাউন্টে ফেলে রাখেন কিন্তু বেশিরভাগ ব্যাংক সেভিংস একাউন্টে ৩ থেকে ৪ শতাংশ সুদ দিয়ে থাকে গ্রাহকদের এবং পোস্ট অফিসের সেভিংস একাউন্টে গ্রাহকরা ৪ শতাংশ সুদ পান। কিন্তু আপনি যদি বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে টাকা রাখেন তাহলে আপনি ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন। অন্যান্য ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে এতটা পরিমান সুদ দিয়ে কিন্তু বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে আপনি ৭ শতাংশ পর্যন্ত পেয়ে যাবেন। আজকের এই প্রতিবেদনে বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই সম্পূর্ণ জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কারা বন্ধন ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে পারবে
যেকোনো ভারতীয় নাগরিক বন্ধন ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে পারবে। ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্তবয়স্ক ব্যক্তি সকলেই বন্ধন ব্যাংকে একাউন্ট খুলতে পারবে এছাড়াও 18 বছরের নিচেও বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্ট খোলা যাবে।
মিস করবেন না » Best Bank for Saving Account: সেভিংস একাউন্টে ৮% পর্যন্ত সুদ! ২০২৪ সালে কোন ব্যাংক দিচ্ছে বেশি সুদ? দেখুন তালিকা।
বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে সুদের হার
অন্যান্য ব্যাংকের তুলনায় বন্ধন ব্যাংক সেভিংস একাউন্টে দুর্দান্ত সুদ দিয়ে থাকে। এই সুদের পরিমাণ নির্ভর করবে আপনি সেভিংস একাউন্টে কত টাকা জমা রাখছেন তার ওপর। এবার নিচের তালিকা থেকে দেখে নিন আপনি কত টাকা জমা রাখলে বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্ট থেকে কত সুদ পাবেন।
জমা করা টাকার পরিমান | সুদের হার |
---|---|
১ টাকা থেকে ১ লক্ষ টাকা | ৩ শতাংশ |
১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা | ৬ শতাংশ |
১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা | ৭ শতাংশ |
২ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা | ৬.২৫ শতাংশ |
১০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা | ৬.৫০ শতাংশ |
অবশ্যই পড়ুন » Zero Balance Bank Account: জিরো ব্যালেন্স সেভিংস একাউন্ট কি? সুবিধা ও অসুবিধা জেনে নিন।
বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্ট এর সুবিধা সমূহ
এবার দেখে নেওয়া যাক বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে গ্রাহকরা কি কি সুবিধা পাবে।
- বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে সর্বাধিক সুদ পাবে গ্রাহকরা।
- বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে আপনি পাসবুক ও চেকের সুবিধা পেয়ে যাবেন।
- অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সমস্ত সুবিধায় পেয়ে যাবেন।
- ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন।
- ব্যাংকের যেকোনো শাখা থেকে আপনি আপনার সেভিংস একাউন্টের টাকা তুলতে পারবেন।
কিভাবে বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্ট খুলবেন
বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্টে খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী বন্ধন ব্যাংকে বা বন্ধন ব্যাংকের শাখায় যেতে হবে। এবার সেখান থেকে বন্ধন ব্যাংকের সেভিংস একাউন্ট ওপেন করার ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর নিম্নলিখিত ডকুমেন্টগুলি সহ জমা করতে হবে।
- আধার কার্ড
- প্যান কার্ড
- পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
- মোবাইল নাম্বার
আরোও পড়ুন » পোস্ট অফিসের সেভিংস একাউন্টে মিলবে একাধিক বিশেষ সুবিধা! এক্ষুনি জেনে নিন সমস্ত সুবিধা গুলি সম্পর্কে
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇