শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bandhan Bank FD: বন্ধন ব্যাংক এর ৫০০দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন ৮.৩৫ শতাংশ সুদ।

Updated on:

Bandhan Bank FD: বর্তমানে টাকা বিনিয়োগের কথা উঠলে সবার প্রথমে মাথাই আসে ফিক্সড ডিপোজিটের কথা, কারণ ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই এটা দেখতে হবে যে কোন ব্যাংকে বেশি সুদ পাওয়া যাবে। এক্ষেত্রে জনপ্রিয় ব্যাংক বন্ধন ব্যাংক মাত্র ৫০০ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুদ সহ ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। আজকের এই প্রতিবেদনে বন্ধন ব্যাংকে 500 দিনে ফিক্স ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বন্ধন ব্যাংকের ৫০০ দিনের ফিক্সড ডিপোজিট

বন্ধন ব্যাংক তার গ্রাহকদের দুর্দান্ত সুদ সহ ৫০০ দিন অর্থাৎ ১ বছর ৪ মাস ১১ দিনের ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদের হার অফার করছে। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৮৫ শতাংশ সুদ ব্যবহার করা হচ্ছে এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৮.৩৫ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করা হচ্ছে।

আরোও পড়ুন » স্বল্প মেয়াদে ধনী হওয়ার সুবর্ণ সুযোগ! এই ব্যাংকের ৩৭৫ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল রিটার্ন।

কিভাবে আপনি এই একাউন্ট খুলবেন

আপনার কাছে যদি বন্ধন ব্যাংকের একাউন্ট নাও থেকে থেকে তাহলেও আপনি বন্ধন ব্যাংকের 500 দিনের ফিক্সড ডিপোজিটের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বন্ধন ব্যাংকে সরাসরি বা ব্যাংকের শাখায় গিয়ে ফিক্সড ডিপোজিট ওপেন করার ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন করতে হবে।

অবশ্যই পড়ুন » Bandhan Bank-এর গ্রাহকদের খুলেগেল ভাগ্য! সেভিংস অ্যাকাউন্টে এবং FD-তে মিলবে আরও বেশি সুদ

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।