শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

২০% বৃদ্ধি পেল Airtel Reacharge এর দাম! এবার সর্বনিম্ন রিচার্জ ৩০০ টাকা।

Updated on:

Airtel Recharge Price 20 percent Increase: সম্প্রতি জিও তার রিচার্জ প্ল্যানের দাম ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। এর পরেই Airtel সংস্থার তরফ থেকে রিচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে এয়ারটেল রিচার্জের মূল্য 11 থেকে 21% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। প্রিপেইড রিচার্জ প্ল্যান ও পোস্টপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে এড অন ডাটা ভাউচার প্ল্যানগুলির দামও বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও বিনামূল্য 5G ইন্টারনেটের ক্ষেত্রেও এবার আরোও বেশি মূল্য রিচার্জ করতে হবে। ‌কোন প্ল্যানগুলি কত টাকা বৃদ্ধি করা হচ্ছে জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

আনলিমিটেড ভয়েস প্ল্যানের (Unlimited Voice Call) মূল্য বৃদ্ধি

এয়ারটেলের যে সকল আনলিমিটেড ভয়েস প্ল্যানগুলির রিচার্জে শুধু আপনি আনলিমিটেড কলের সুবিধা পাবেন প্রতিদিনের ভিত্তিতে ইন্টারনেটের সুবিধা পাবেন না। এবার দেখে নিন আনলিমিটেড ভয়েস প্ল্যানের মূল্য কত টাকা বৃদ্ধি করা হচ্ছে।

রিচার্জের মেয়াদবর্তমান রিচার্জ মূল্যনতুন রিচার্জ মূল্য (বৃদ্ধ প্রাপ্ত রিচার্জ)
২৮ দিন মেয়াদ (আনলিমিটেড কল+2 জিবি ডাটা)১৭৯ টাকা১৯৯ টাকা
৮৪ দিন মেয়াদ (আনলিমিটেড কল+৬ জিবি ডাটা)৪৫৫ টাকা৫৯৯ টাকা
৩৬৫ দিন মেয়াদ (আনলিমিটেড কল+2৪ জিবি ডাটা)১,৭৯৯ টাকা১,৯৯৯ টাকা

অর্থাৎ আনলিমিটেড গোলের ক্ষেত্রে এবার থেকে সর্বনিম্ন ১৯৯ অর্থাৎ প্রায় ২০০ টাকা রিচার্জ করতে হবে।‌ এক্ষেত্রে গ্রাহকরা ২৮ দিন আনলিমিটেড কলের সুবিধা উপভোগ করতে পারবে এবং সঙ্গে ২ জিবি ডাটা পাবে।

দুর্দান্ত অফার » VI Recharge Plan 99: সস্তা রিচার্জে প্ল্যান খুঁজছেন? VI মাত্র ৯৯ টাকার রিচার্জ প্ল্যানে দিচ্ছে কলিং ও ইন্টারনেট ব্যাবহারের সুবিধা

দৈনিক ডেটা প্ল্যানের (Daily Data Plan) মূল্যবৃদ্ধি

দৈনিক ডাটা প্ল্যান রিচার্জ এর ক্ষেত্রে আপনি সারা মাস জুড়ে আনলিমিটেড কলের সুবিধার সঙ্গে সঙ্গে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ডাটার সুবিধা পাবেন।

রিচার্জের মেয়াদবর্তমান রিচার্জ মূল্যনতুন রিচার্জ মূল্য (বৃদ্ধ প্রাপ্ত রিচার্জ)
২৮ দিন মেয়াদ (1 GB/Day)২৬৫ টাকা২৯৯ টাকা
২৮ দিন মেয়াদ (1.5 GB/Day)২৯৯ টাকা৩৪৯ টাকা
২৮ দিন মেয়াদ (2.5 GB/Day)৩৫৯ টাকা৪০৯ টাকা
২৮ দিন মেয়াদ (3 GB/Day)৩৯৯ টাকা৪৪৯ টাকা
৫৬ দিন মেয়াদ (1.5 GB/Day)৪৭৯৫৭৯ টাকা
৫৬ দিন মেয়াদ (2 GB/Day)৫৪৯৬৪৯ টাকা
৮৪ দিন মেয়াদ (3 GB/Day)৭১৯ টাকা৮৫৯ টাকা
৮৪ দিন মেয়াদ (3 GB/Day)৮৩৯ টাকা৯৭৯ টাকা
৩৬৫ দিন মেয়াদ (3 GB/Day)২,৯৯৯ টাকা৩,৫৯৯ টাকা

অর্থাৎ এবার থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডাটা রিচার্জ এর জন্য অর্থাৎ দৈনিক ডাটা প্ল্যান রিচার্জগুলোর মধ্য সর্বনিম্ন রিচার্জ প্ল্যানটি হলো ২৯৯ টাকা অর্থাৎ প্রায় ৩০০ টাকা।

আরও পড়ুন » Vodafone Idea (VI) নিয়ে এলো ১৮০ জিবির রিচার্জ প্ল্যান! জেনেনিন এই প্ল্যানের খুঁটিনাটি

ডাটা এড অনস (Data add-ons) প্ল্যানের মূল্য বৃদ্ধি

এয়ারটেলের যে ডাটা প্ল্যান গুলি রয়েছে সেগুলির ও রিচার্জ মূল্য বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে কোন প্ল্যানের ক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করা হয়েছে দেখে নিন।

রিচার্জের মেয়াদবর্তমান রিচার্জ মূল্যনতুন রিচার্জ মূল্য (বৃদ্ধ প্রাপ্ত রিচার্জ)
১ জিবি ডাটা (১ দিন)১৯ টাকা২২ টাকা
২ জিবি ডাটা (১ দিন)২৯ টাকা৩৩ টাকা
৪ জিবি ডাটা (আপনার মূল রিচার্জের মেয়াদ পর্যন্ত)৬৫ টাকা৭৭ টাকা

অবশ্যই পড়ুন » Jio Recharge Plan: জিও-র রিচার্জ খরচ ২৫% বেড়ে গেল! জেনেনিন নতুন দাম

Airtel Revised Reacharge Plan

এই ধরনের রোজগার সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।