Masked Aadhaar Card: বর্তমানে আমাদের সবার আধার কার্ড রয়েছে। এটি পরিচয়পত্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ নথি। ছোট বড়ো নানা কাজে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের প্রয়োজন হয়। এতে আপনার অনেককিছু ব্যাক্তিগত তথ্য থাকে, যেগুলি ভুল হতে গেলে আপনি বিপদে পড়তে পারেন। এর হাত থেকে বাঁচতে আপনি মুখোশযুক্ত আধার কার্ড ব্যাবহার করতে পারেন। এই বিষয়ে সবার জেনে থাকা দরকার।
আধার নম্বর ভুল হাতে পড়লে বিপদ
বয়সের গণনা, হোটেলে থাকতে এবং এর ধরনের নানান কাজে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড প্রয়োজন হয়। কিন্তু আপনার জেনে থাকা দরকার যে পরিচয়পত্র হিসেবে আপনার আসল আধার কার্ড না দিলেও চলবে। আপনি নিজের আসল আধার কার্ডের পরিবর্তে মুখোশযুক্ত আঁধার (Masked Aadhaar) কার্ড ব্যবহার করতে পারেন।
আপনার আধার কার্ডে আপনার নাম, ছবি, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ব্যাংক একাউন্ট পর্যন্ত যুক্ত থাকে। তাই আপনার আধার নাম্বার যদি ভুল হাতে পড়ে যায় তাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। এর হাত থেকে বাঁচার জন্য আপনি মুখোশযুক্ত আধার (Masked Aadhaar) ব্যবহার করতে পারেন।
মুখোশযুক্ত আধার কি? (What is Masked Aadhar)
মুখোশযুক্ত আধার কার্ডে আপনি আপনার আধার নাম্বার লুকানোর অনুমতি পাবেন। এতে আপনার আধার নাম্বারের শুধুমাত্র শেষের চারটি সংখ্যা দেখা যাবে, এবং প্রথমের সংখ্যাগুলো “xxxx-xxxx” রূপে থাকবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Masked Aadhaar বিকল্প নির্বাচন করে আপনি ই-আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এর ফলে আপনার আধার নম্বর গুপ্ত থাকবে।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের আগে করতে হবে আধার কার্ড, FD এবং ব্যাঙ্কের এই সমস্ত কাজ, নাহলে সমস্যায় পড়বেন।
কোথায় কোথায় এটি ব্যাবহার করতে পারবেন? (Where is Masked Aadhaar used)
শুধুমাত্র যাচাইকৃত এবং লাইসেন্সপ্রাপ্ত সত্ত্বাগুলি কোন কারনে যদি আপনার পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড চায় তাহলে আপনি সেখানে মুখোশযুক্ত আধার ব্যাবহার করতে পারবেন। যেমন ধরুন হোটেলে বা সিনেমা হলে বা এ ধরনের অন্যান্য কোন জায়গায় আপনার পরিচয় যাচাই করুন এর জন্য আধার কার্ড চেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই আধার কার্ড ব্যবহার করতে পারবেন।
কোথায় কোথায় মুখোশযুক্ত আধার কার্ড ব্যাবহার করতে পারবেন না?
যেখানে আপনার পুরো আধার নাম্বার প্রয়োজন হবে সেখানে আপনি মাস্কড আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন ব্যাংকে একাউন্ট খোলার জন্য বা ডিমেট একাউন্ট খোলার জন্য আপনার পুরো আধার নাম্বার প্রয়োজন। এখানে আপনাকে আসল আধার কার্ড ব্যবহার করতে হবে, মুখোশযুক্ত আধার কার্ডে কাজ হবে না।
মাস্কড আধার কিভাবে ডাউনলোড করবেন? (Masked Aadhaar Download)
আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অফিসের ওয়েবসাইটে গিয়ে খুব সহজে Masked Aadhaar Download করতে পারবেন। মুখোশযুক্ত আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হলো –
- প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে।
- এরপর আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি টাইপ করতে হবে এবং ক্যাপচার পারেন করতে হবে।
- এরপর আপনাকে ‘Send OTP’-তে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে মুখোশযুক্ত আধার এর বিকল্পটি নির্বাচন করতে হবে।
- এরপর আপনার আধার কার্ডের সঙ্গে ক্লিন করা মোবাইল নম্বরে প্রাপ্ত OTP বসিয়ে, ‘Verify and Download’-তে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: ৫ টাকার কয়েন নিষিদ্ধ করল RBI! লেনদেন করতে পারবেন কিনা জেনেনিন?
উপসংহার ~
আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর মতো ব্যাক্তিগত তথ্য থাকায়, ভুল হতে আপনার আধার নম্বর পড়লে বিপদে পড়তে পারেন। তাই যেখানে প্রয়োজন সেখানেই আধার কার্ড ব্যবহার করুন এবং বাকি সমস্ত জায়গায় পরিচয় হিসেবে আধার কার্ড ব্যবহার করুন। myaadhaar.uidai.gov.in-এ গিয়ে আপনি মাস্কড আধার ডাউনলোড করতে পারবেন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
Hii sir please