Bank Holiday List July, 2024: বর্তমানে সময় ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল পদ্ধতি ব্যবহৃত হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনে ব্যাংক গ্রাহকদের ব্যাংকের শাখায় যেতে হয়। এক্ষেত্রে ব্যাংক যদি বন্ধ থাকে, সাধারণ গ্রাহকদের নিজস্ব গুরুত্বপূর্ণ কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একটি নতুন মাস শুরু হলে ছুটির দীর্ঘ তালিকা দেখে একদিকে যেমন ব্যাংক কর্মীরা স্বস্তি অনুভব করেন, অন্যদিকে ছুটির তালিকা দীর্ঘ হলে সাধারণ মানুষকে চিন্তিত হতে হয়। তাই কোন গুরুত্বপূর্ণ কাজ সারতে হলে আগে থেকেই ব্যাংকের ছুটির তালিকাটি দেখে রাখা প্রয়োজন।
আর দু’দিন পরেই শুরু হতে চলেছে জুলাই মাস। আগামী জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটি তো থাকেই। এর পাশাপাশি জুলাই মাসে আরও কতগুলি অতিরিক্ত ছুটিতে ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হলিডে ক্যালেন্ডার অনুসারে জেনে নিন জুলাই মাসে কোন কোন দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে।
জুলাই মাসে ব্যাংকে ছুটির তালিকা
এবার দেখে নিন জুলাই মাসে কি কি কারনে কোন কোন তারিখে দেশজুড়ে ব্যাংক বন্ধ রয়েছে।
আরও পড়ুন » New Rules: ১ জুলাই থেকে বদলে যাচ্ছে LPG গ্যাসের দাম এবং আরো ৪টি অর্থ সংক্রান্ত নিয়ম! জেনেনিন বিস্তারিত
জুলাই মাসে ব্যাংক বন্ধের তালিকা | |||
নং | ব্যাংক বন্ধের তারিখ | ব্যাংক বন্ধের বার | ব্যাংক বন্ধের কারন |
১) | ০৩/০৭/২০২৪ | বুধবার | বেহ ডিয়েনখলাম উপলক্ষে শিলংয়ের সমস্ত ব্যাংক গুলি ৩ জুলাই ২০২৪ তারিখে বন্ধ থাকবে। |
২) | ০৬/০৭/২০২৪ | শনিবার | এই দিন MHIP Day। সেই উপলক্ষে এই দিনে আইজলে ব্যাংক গুলি বন্ধ থাকবে। |
৩) | ০৭/০৭/২০২৪ | রবিবার | এই দিন রবিবার। ফলে সাপ্তাহিক ছুটি হিসেবে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। |
৪) | ০৮/০৭/২০২৪ | সোমবার | ৮ জুলাই কাং রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাংক গুলি বন্ধ থাকবে। |
৫) | ০৯/০৭/২০২৪ | মঙ্গলবার | দ্রুকপা সে-জি উপলক্ষে গ্যাংটকের ব্যাংক গুলি এই দিন বন্ধ থাকবে। |
৬) | ১৩/০৭/২০২৪ | শনিবার | এই দিন মাসের দ্বিতীয় শনিবার। তাই দেশের সব ব্যাংকে ছুটি থাকবে। |
৭) | ১৪/০৭/২০২৪ | রবিবার | এই দিন রবিবার হওয়ায় দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। |
৮) | ১৬/০৭/২০২৪ | মঙ্গলবার | হরেলা উপলক্ষে দেরাদুনের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। |
৯) | ১৭/০৭/২০২৪ | বুধবার | এই দিন মহরম। সেই উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাংকে ছুটি থাকবে। রিজার্ভ ব্যাংকের দেওয়া তালিকা অনুসারে জানা গেছে এই দিন অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আইজল, তেলেঙ্গানা, জয়পুর, লখনৌ, পাটনা, রাঁচি, শ্রীনগর, পানাজি, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম, ইটানগর, ইম্ফল, দেরাদুন, ভুবনেশ্বর, রায়পুর, আমেদাবাদ, দিল্লি, মুম্বাই এবং কলকাতাতেও ব্যাংক বন্ধ থাকবে। |
১০) | ২১/০৭/২০২৪ | রবিবার | এই দিন রবিবার হওয়ায় দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। |
১১) | ২১/০৭/২০২৪ | শনিবার | এই দিন মাসের চতুর্থ শনিবার। এই কারণে সমস্ত ব্যাংক গুলি বন্ধ থাকবে। |
১২) | ২১/০৭/২০২৪ | রবিবার | এই দিন মাসের চতুর্থ অর্থাৎ শেষ রবিবার। এই কারণে দেশের সমস্ত ব্যাংক ছুটি থাকবে। |
প্রসঙ্গত উল্লেখ্য, RBI এর তালিকা অনুসারে প্রকাশ করা উপরিউক্ত ব্যাংকের ছুটির তালিকাটি সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ছুটির সেই তালিকা দেওয়া হয়, তা দেশের সমস্ত রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব গুলি উপলক্ষে নির্ধারিত হয়। ফলে নির্দিষ্ট রাজ্যে সেদিন ছুটি থাকলেও অন্যান্য প্রান্তের গ্রাহকদের ওইদিন কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না। এছাড়াও ব্যাংকের ছুটির দিন এটিএম পরিষেবা ব্যবহার করা যাবে এবং ব্যাংকের অনলাইন লেনদেন পরিষেবা ও কার্যকর থাকবে। তাই ছুটির দিনে গ্রাহকরা চাইলে বাড়ি বসেই অনেক ব্যাংকিং পরিষেবা চালিয়ে যেতে পারবেন।
অবশ্যই পড়ুন » CNP: অপরিচিত নম্বর থেকে কল আসে? ১৫ জুলাই থেকে মোবাইলে দেখা যাবে কলকারীর আধার কার্ডের নাম
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇