SBI SWP Plan In Mutual Fund: আপনি যদি প্রতিমাসে আয় পাওয়ার জন্য বিনিয়োগ করতে চান তাহলে SWP করতে পারেন। আজ আমরা SBI-এর একটি মিউচুয়াল ফান্ড প্ল্যান সম্পর্কে জানবো। যেখানে আপনি SWP করে প্রতিমাসে ১০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এবং শেষে একটা মোটা অঙ্কের টাকাও পাবেন। তবে তার আগে আপনাদের জানতে হবে SWP কি? এবং SWP করে কিভাবে মাসে মাসে টাকা আয় করতে পারবেন?
SWP কি?
SWP-এর সম্পূর্ন অর্থ হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এটি SIP-এর উল্টো, অনেকে এটিকে SIP চেয়ে ভালো মনে করে। SIP-তে যেকোন আপনি মাসে মাসে বিনিয়োগ করেন, তেমনি এতে একবার বিনিয়োগ করে মাসে মাসে টাকা অ্যাকাউন্টে পাবেন।
SWP করে প্রতিমাসে ১০,০০০ টাকা আয় করুন
ধরেনিন ২০১৪ সালে একজন ব্যাক্তি প্রতিমাসে ৮,৫০০ টাকার SIP শুরু করেছিলেন এবং আরেকজন ১০,০০,০০০ টাকা একমস্তে বিনিয়োগ করে প্রতিমাসে ১০,০০০ টাকা পেতে SWP চালু করেছিলেন। এরপর যদি ওই ২ জন ব্যাক্তি বার্ষিক ১৫ শতাংশ রিটার্ন পেয়ে থাকে, তাহলে প্রথম ব্যাক্তি ২০২৪ সালে মোট ২৩,৬৮,৫৮৭ টাকা রিটার্ন পাবেন। অন্যদিকে SWP করা ব্যাক্তি বিনিয়োগ করার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত মাসে মাসে ১০,০০০ টাকা করে ১০ বছরে মোট ১২,০০,০০০ টাকা পাবেন এবং সঙ্গে ১৪,৪৫,৮৩১ টাকা রিটার্ন পাবে। অর্থাৎ মোট ২৬,৪৫,৮৩১ টাকা পাবেন।
অর্থাৎ যে ব্যাক্তি ১০,০০,০০০ টাকা বিনিয়োগ করে SWP করেছিলেন তিনি প্রথম ব্যাক্তির তুলনায় বেশি রিটার্ন পাবেন এবং সঙ্গে ১০ বছর পর্যন্ত মাসে মাসে ১০,০০০ টাকা রোজগারো পাবেন। এই ভাবে আপনিও ১০,০০,০০০ টাকা বিনিয়োগ করে SWP করলে প্রতিমাসে ১০,০০০ টাকা আয় করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন এখানে বার্ষিক ১৫ শতাংশ রিটার্ন কেনো ধরা হয়েছে। কারন, আজ আমরা SBI-এর যে মিউচুয়াল ফান্ডে SWP শুরু করার কথা বলছি, এই ফান্ড গত ১০ বছরে প্রায় ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: Mutual Fund – নিয়মিত ইনকাম পেতে চান? জেনেনিন মিউচুয়াল ফান্ডের SWP এর সুবিধা।
SWP করার জন্য SBI-এর সেরা মিউচুয়াল ফান্ড প্ল্যান
আপনি যদি SWP করার জন্য একটি ভালো মিউচুয়াল ফান্ড এর সন্ধান করছেন তাহলে SBI Equity Hybrid Fund Direct Plan Growth-এ বিনিয়োগ করতে পারেন। ফান্ড টি গত ১০ বছরে প্রায় গড় ১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। যে সমস্ত ব্যাক্তিরা দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে চায় এবং কম ঝুঁকি নিতে চায়, তাদের জন্য SBI-এর এই ফান্ড একটি ভালো বিকল্প হতে পারে। এই ফান্ডটি বেশির ভাগ বিনিয়োগ ইকুইটিতে করে এবং কিছু পরিমাণ বিনিয়োগ ডেপথতে করে। ইকুইটির মধ্যেও লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বেশি বিনিয়োগ করে। এই কারণে এতে ঝুঁকির ভয় অনেকটা কম। তবুও বিনিয়োগ করার এই ফান্ড সম্পর্কে আরও ভালোভাবে রিসার্চ করা দরকার।
আরও পড়ুন: SIP নাকি SWP, কোনটিতে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন আপনি? জানুন বিস্তারিত।
দাবিত্যাগ (Disclaimer)
আমরা কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা নই। এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।
আরও পড়ুন: SBI এর দুর্দান্ত ফান্ড! মাত্র ৫০,০০০ টাকা জমা করে পাবেন ১ কোটি ২০ লক্ষ টাকা, কিভাবে পাবেন দেখেনিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇