শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Jio Finance UPI: লোন থেকে ইন্সুরেন্স ও ডিজিটাল ব্যাংকিং থেকে ইউপিআই সমস্ত সুবিধা পাবেন জিও ফাইন্যান্স অ্যাপে।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Jio Finance App digital transaction facility: মোবাইল নেটওয়ার্কের দুনিয়ায় Jio আসার পর থেকে শুরু হয়েছিল নেটওয়ার্ক জগতে বিপ্লব, অর্থাৎ আম্বানি নেটওয়ার্ক জগতে পা দিয়ে পুরো নেটওয়ার্ক জগত থেকে পাল্টে দিয়েছিলেন। এরপর আম্বানি জিও ফিনান্স অ্যাপের ভিটা ভার্সন নিয়ে আসলো জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে ডিজিটাল ব্যাংকিং ও ইউপিআই পরিষেবা সব কিছুই মিলবে একত্রে। এছাড়াও এই অ্যাপ থেকে আপনি লোন নিতে পারবেন এবং সমস্ত ধরনের বীমা করতে পারবেন অর্থাৎ অনলাইন অর্থ সংস্ক্রান্ত প্রায় সমস্ত ধরনের এই কাজ এই অ্যাপ থেকে করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে জিও ফাইনান্স অ্যাপের মধ্যে কি কি সুবিধা পাবেন এবং ভবিষ্যতে কি কি সুবিধা চালু হবে সমস্ত কিছু।

জিও ফাইন্যান্স সংস্থার তরফ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে গ্রাহকরা যাতে সহজেই কোন ঝামেলা ছাড়াই এই অ্যাপ ব্যবহার করতে পারে তার জন্য আ্যপ এর পাইলট ভার্সন লঞ্চ করা হয়েছে। গত বৃহস্পতিবার জিও ফাইন্যান্সিয়াল সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই অ্যাপের মধ্যে অনলাইন লেনদেন, লোনের সুবিধা, বীমার সমস্ত ধরনের পরামর্শ সব কিছুই মিলবে। ‌

অনলাইন লেনদেন ও ইউপিআই পরিষেবা

জিও ফাইন্যান্স অ্যাপ থেকে গ্রাহকেরা কোন ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজে অনলাইন লেনদেন ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবে। অনলাইন লেনদেন ও অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্যাশব্যাক দুর্দান্ত অফারের সুবিধা মিলবে।

অবশ্যই পড়ুন » BAJAJ Finance FD: ফিক্সড ডিপোজিটে প্রায় ৯% সুদ দিচ্ছে বাজাজ ফাইন্যান্স! কতদিন মেয়াদের জন্য দেখুন।

বীমা এবং লোনের সুবিধা

জিও ফাইন্যান্স আ্যপের মধ্যে গ্রাহকেরা লোন সংক্রান্ত যাবতীয় সুবিধা পাবে গৃহঋণ থেকে শুরু করে পার্সোনাল ঋণ সমস্ত ধরনের সুবিধা মিলবে। এছাড়াও বীমা সংক্রান্ত সমস্ত ধরনের পরামর্শ পেয়ে যাবেন গ্রাহকেরা। অর্থাৎ জিও ফাইন্যান্স এর তরফ থেকে গ্রাহকের সমস্ত ধরনের সার্ভিসেস দেওয়া হবে।

জিও ফাইন্যান্স সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে একাধিক সুবিধা যুক্ত করতে চলেছে তারা। জিও ফাইন্যান্স সংস্থার একমাত্র লক্ষ্য সমস্ত গ্রাহকদের মধ্যে আর্থিক সুবিধা প্রদান করা। বিমা থেকে শুরু করে সমস্ত ধরনের লোন স্বচ্ছতার সঙ্গে মিলবে সমস্ত পরিষেবা।

অবশ্যই পড়ুন » Post Office Scheme: মাসে ৫০০ টাকা করে জমা করলেই হবেন “লাখপতি”! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে অবশ্যই জানা দরকার

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us