শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Passport Apply Online: আপনি কি বিদেশ ভ্রমণ করতে চান? দেখুন অনলাইনে পাসপোর্ট আবেদন করার পদ্ধতি

Updated on:

How To Apply For Passport Online In Bengali: বেশিরভাগ লোকের একবার হলেও বিদেশ ভ্রমণ করার স্বপ্ন থাকে। দেশের মধ্যে ভ্রমন করার পর এবার যদি বিদেশ ভ্রমণে বেরোতে চান, তাহলে আপনার কাছে পাসপোর্ট থাকা জরুরি। এছাড়াও যে দেশে ঘুরতে যাবেন সেখানের ভিসা থাকা প্রয়োজন, যা পাসপোর্টের মাধ্যমেই আবেদন করতে পারবেন। অর্থাৎ বিদেশ যেতে পাসপোর্ট থাকা একান্ত প্রয়োজন। তাই আজ অনলাইনের মাধ্যমে তত্কাল পাসপোর্ট আবেদন (Passport Apply Online) করার পদ্ধতি জানবো। আপনি বাড়িতে বসেই পাসপোর্ট জন্য আবেদন করতে পারবেন এবং পোস্ট এর মাধ্যমে পাসপোর্ট আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আসুন দেরি যা করে বিস্তারিত জেনেনিন। 

অনলাইনে পাসপোর্ট আবেদন (Passport Apply Online)

আপনি এখন নিজের বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তৎকাল পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে আর বাইরে ছুটোছুটি করতে হবে না। পাসপোর্ট এর জন্য আবেদন করার জন্য সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপ এর নাম হলো “mPassport Seva“। প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। এই অ্যাপ থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন (Passport Apply Online) করতে পারবেন, তার সম্পূর্ন পদ্ধতি নিচে উল্লেখ করা হয়েছে। 

mPassport Seva অ্যাপ এ রেজিষ্টেশন করার পদ্ধতি 

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে প্রথমে “mPassport Seva” অ্যাপ রেজিষ্টেশন করতে হবে। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই রেজিষ্টেশন করতে পারবেন।

  • প্রথমে “mPassport Seva” অ্যাপটি খুলুন। এ
  • রপর New User Registration-তে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং অন্যান্য ব্যাক্তিগত তথ্য দিতে হবে।
  • এরপর একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  • এরপর ক্যাপচার পূরণ করতে হবে।
  • এবার আপনার ইমেল ভেরিফাই করতে পাসপোর্ট অফিস একটি কোড পাঠাবে। 
  • মোবাইলের ইমেইলে গিয়ে সেটি ক্লিক করে ভেরিফিকেশন করতে হবে।
  • এরপর আপনাকে অ্যাপের মধ্যে লগইন করতে হবে। 

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করার পদ্ধতি (How To Apply For Passport Online) 

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করার পদ্ধতি (How To Apply For Passport Online) নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হলো –

  • প্রথমে “mPassport Seva” অ্যাপ এ লগইন করুন।
  • এরপর “Apply For Fresh Passport” বিকল্পটি নির্বাচন করুন।
  • আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিস নির্বাচন করুন।
  • এরপর উপলব্ধ তারিখ দেখে অ্যাপয়েনমেন্ট পরীক্ষা করুন।
  • এরপর পাসপোর্ট এর জন্য কোন পরিষেবা নিতে চান “সাধারণ পাসপোর্ট” নাকি “তত্কাল পাসপোর্ট” সেটি নির্বাচন করুন। (সাধারণ পাসপোর্ট আসতে সময় লাগবে ১৫ দিন এবং এতে পুলিস ভেরিফিকেশন প্রথমে হয়। তত্কাল পাসপোর্ট তৈরি হতে সময় লাগে ২ দিন এবং এতে পাসপোর্ট আসার পরে পুলিশ ভেরিফিকেশন হয়)
  • এরপর সঠিক ভাবে ফর্ম পূরণ করে সাবমিট করুন।
  • এরপর আপনি একটি অ্যাপয়েনমেন্ট এর তারিখ পাবেন।
  • ওই অ্যাপয়েনমেন্ট তারিখ ক্লিক করার পর জমা দিতে হবে।
  • এরপর আপনাকে পাসপোর্ট বানানোর ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
  • এরপর আপনি ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন মেসেজ পাবেন।
  • এরপর আপনি চাইলে নথি, ফটো, আইডি প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র জমা করতে পারেন।
  • এরপর অ্যাপয়েনমেন্ট তারিখে পাসপোর্ট অফিসে গিয়ে ফর্ম জমা দিন এবং নথি যাচাই করুন।
  • এরপর পুলিশ অফিসার আপনার বাড়িতে এসে নথিপত্র যাচাই করবে।
  • যাচাইকরন শেষ হবার ৭ দিনের মধ্যে পোস্টের মাধ্যমে পাসপোর্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে।

আরও পড়ুন: Aadhaar Card Cancellation – আধার কার্ড বাতিল হলে এই সকল পরিষেবা থেকে হবেন বঞ্চিত! জেনেনিন এটি রোধ করার উপায়।

পাসপোর্ট বানাতে কত টাকা ফি লাগবে? (Passport Apply Fees)

আপনি একদম বিনামূল্যে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন না, এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করতে হয়। সাধারণ পাসপোর্ট পরিষেবার মাধ্যমে আবেদন করতে ১,৫০০ টাকা ফি জমা করতে হয়। এবং তত্কাল পাসপোর্ট আবেদন করতে ৩,৫০০ টাকা ফি প্রয়োজন। এছাড়াও সাধারণ পাসপোর্ট পরিষেবার মাধ্যমে আবেদন করতে ৮ বছরের কম বয়সী শিশুদের এবং প্রবীণ নাগরিকদের ১০ শতাংশ (Passport Apply Fees) ছাড় দেওয়া হয়। অর্থাৎ, তারা ১,৩৫০ টাকা ফি জমা দিয়েই সাধারণ পাসপোর্ট আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: Voter Card Name Correction – ভোটার কার্ডের যেকোনো নামের ভুল কিভাবে সংশোধন করবেন! দেখেনিন সম্পূর্ণ পদ্ধতি।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।