শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Google Pay: আপনার ফোনে গুগল-পে থাকলেই পাবেন সর্বাধিক ১ লাখ টাকা! জেনেনিন পদ্ধতি

Updated on:

Google Pay: বর্তমানে অর্থ আদানপ্রদান করার জন্য অনেকেই গুগল-পে (G-Pay) অ্যাপ এর ব্যাবহার করেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনিও পেতে পারেন বিরাট সুবিধা। ফোনে গুগল-পে থাকলেই পাবেন সর্বাধিক ১ লাখ টাকা পর্যন্ত তৎক্ষণাৎ ঋণ। দুঃসময়ে তৎক্ষণাৎ টাকার প্রয়োজন হলে আর কোথাও ছুটোছুটি করতে হবে না। কিভাবে আপনি এর জন্য (Google Pay Instent Loan 2024) আবেদন করবেন? বিস্তারিত জেনেনিন আজকের এই নিবন্ধে। 

গুগল-পে থাকলেই পাবেন ১ লাখ টাকা পর্যন্ত ঋণ 

অর্থ লেনদেন করার জন্য Google Pay হলো ভারতের সবথেকে জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে একটি। কিন্তূ অনেকেই হয়তো জানেন যে, গুগল-পে অর্থ আদান প্রদানের পরিষেবা বাদ দিয়েও আরও অনেক পরিষেবা প্রদান করে। যেমন আপনার ফোনে গুগল-পে থাকলেই সর্বাধিক ১ লাখ টাকা পর্যন্ত তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ (Instent Personal Loan) নিতে পারবেন। 

Google Pay Personal Loan

Google Pay নিজে থেকে কাউকে ঋণ প্রদান করে না এবং গ্রাহকদের লোনের আবেদন পর্যালোচনাও করে না । তবে, গ্রাহকদের জন্য ঋণ প্রদানকারী বিভিন্ন ল্যান্ডারদের (যেমন: DMI Bank, IDFC Bank, Federal Bank ইত্যাদি) ব্যাবস্থা করে দেয়। যেহেতু গুগল-পে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গুলোকে গ্রাহক দিচ্ছে, তাই তারা ঋণ এর টাকা সরাসরি আপনার G-Pay তেই দেবে। এমনকি লোনের EMI-ও গুগল-পে এর মাধ্যমেই কেটে নেবে। এরফলে আপনাকে ব্যাঙ্কে বা ব্যাঙ্কের শাখায় ছুটোছুটি করতে হবে না। এখানে আপনি যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ব্যাক্তিগত ঋণ পেতে পারেন।

করা করা আবেদন করতে পারবেন? 

Google Pay থেকে তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ (Google Pay Instent Personal Loan) এর জন্য আবেদন করতে হলে কিছু মানদণ্ডতা পূরণ করতে হবে। যেগুলি নিম্নরূপ: 

  • Google Pay-এর নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে।
  • আপনার G-Pay অ্যাপে যেন লোন এর অফার থাকে।
  • ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে।
  • আগে নেওয়া লোন পরিশোধ করতে যেন বাকি না থেকে।
  • আবেদনকারীর যেন আধার কার্ড ও প্যান কার্ড থাকে। 

আরও পড়ুন: Google Pay Earning Tricks – ঘরে বসেই প্রতিদিন আয় হবে 2000 টাকা, গুগল পে দিচ্ছে দারুণ সুযোগ! জেনে নিন সহজ উপায়গুলি।

কিভাবে আবেদন করবেন? 

কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে গুগল-পে (G-Pay) অ্যাপ থেকে লোনের জন্য আবেদন করতে পারবেন। 

  • প্রথমে গুগলে-পে অ্যাপ খুলতে হবে।
  • তারপর নিচের ‘Loan‘ বিকল্পে ক্লিক করতে হবে।
  • Google Pay লোন অফার বিজ্ঞপ্তিতেও ক্লিক করতে পারেন।
  • এরপর আপনি যে প্রাক যোগ্য লোন অফার পেতে চান সেটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপকানে কিছু ব্যাক্তিগত তথ্য প্রদান করতে হবে।
  • আপনি কি কাজ করেন তার বিবরণ দিতে হবে।
  • এরপর Continue-তে ক্লিক করলেই SMS-এর মাধ্যমে একটি OTP পাবেন।
  • এখন আপনাকে OTP পূরণ করে Submit-তে ক্লিক করতে হবে।
  • এরপর লোন হাবে গেলে In Progress, Pre-Approved এবং Not Eligible স্থিতি পাবেন।
  • এখানে আপনাকে Pre-Approved বিকল্পটি নির্বাচন করতে হবে।
  • এরপর আপাকে লোনের পরিমাণ এবং পরিশোধের মেয়াদ নির্বাচন করে Review Details-তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে KYC এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পূরণ করতে হবে।
  • এরপর ব্যাঙ্কের শর্তাবলী ভালোভাবে পড়ে Accept and apply-তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি SMS-এর মাধ্যমে একটি OTP পাবেন, সেটি যাচাই করতে হবে। 

আরও পড়ুন: GPay Loan – গুগল পে থেকে কোন ঝামেলা ছাড়াই ১ লক্ষ টাকা পর্যন্ত লোন নিন।

উপসংহার 

আপনি যদি Google Pay অ্যাপ ব্যাবহার করেন তাহলে বাড়িতে বসেই সর্বাধিক ১ লাখ টাকা পর্যন্ত ব্যাক্তিগত ঋণ পেতে পারেন। গুগল-পে নিজে থেকে ঋণ প্রদান করে না। কিন্তূ এটির মাধ্যমে বিভিন্ন ঋণদাতার কাছ থেকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঋণ নিতে পারবেন। এই বিষয়ে উপরে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। 

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।