ভারতের সবচেয়ে জনপ্রিয় জীবন বীমা সংস্থা হল LIC। প্রায় ৩০-৪০ বছর ধরে যুক্ত রয়েছে এই সংস্থা। গ্রাম থেকে শহরে প্রায় অধিকাংশ পরিবারেই এলআইসি এর বিভিন্ন পলিসি করিয়ে থাকেন। যদি আপনার এলআইসি পলিসি থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোন কারণবসত এলআইসি এর প্রিমিয়াম দেওয়া বন্ধ করেন অর্থাৎ এলআইসি পলিসিটি মাঝপথে বন্ধ করতে চান তাহলে আপনার কত টাকা ক্ষতি হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
এলআইসি এর প্রকারভেদ
মাঝপথে এলআইসি পলিসি বন্ধ করলে আপনার কতটা ক্ষতি হবে তা নির্ভর করবে আপনি কোন প্রকারের এলআইসি পলিসিতে আপনার অর্থ বিনিয়োগ করেছেন। তাহলে অবশ্যই জেনে নেওয়া দরকার যে এলআইসি এর কতগুলি প্রকারভেদ রয়েছে। জীবন বীমার তিনটি ভাগ রয়েছে- (১) টার্ম ইন্সুরেন্স, (২) ট্র্যাডিশনাল ইন্সুরেন্স ও Ulip’s ইন্সুরেন্স।
টার্ম ইন্সুরেন্স
লাইফ ইন্সুরেন্সের মধ্যে সবচেয়ে সহজ হলো টার্ম ইন্সুরেন্স। এক্ষেত্রে আপনাকে একটি ফিক্সড প্রিমিয়াম পে করতে হবে এর বদলে আপনি Death ইন্সুরেন্স পেয়ে যাবেন। এই ইন্সুরেন্স পলিসিটিতে আপনি শুধুমাত্র Death কভার পাবেন অর্থাৎ যত দিনের পলিসি রয়েছে সেই সময়ের মধ্যে আপনার যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে ইন্সুরেন্সের সেই টাকাটি আপনার পরিবার পেয়ে যাবে। এই কারণ ছাড়া অন্য কোন কারণে আপনি আপনার প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন না।
ট্র্যাডিশনাল ইন্সুরেন্স
ট্র্যাডিশনাল ইন্সুরেন্সে প্রফেট মানি ব্যাক, জীবনভর (Whole Life), এন্ডোমেন্ট এবং গ্যারান্টেড প্ল্যান থাকে। ট্র্যাডিশনাল ইন্সুরেন্সে আপনি ডেথ ইন্সুরেন্স কভারের পাশাপাশি আপনার যদি কিছু নাও হয়ে থাকে তাতেও আপনি আপনার প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন।
Ulip’s ইন্সুরেন্স
Ulip’s ইন্সুরেন্স ট্র্যাডিশনাল এবং টার্ম ইন্সুরেন্সের কম্বিনেশন। এই ইন্সুরেন্সে ডেথ কভার ইন্সুরেন্স এর পাশাপাশি সুদসহ রিটার্ন পেয়ে যাবেন। তাই এই insurance টিকে ইন্সুরেন্স+ইনভেস্টমেন্ট বলা হয়।
কিভাবে এলআইসি পলিসি মাঝ পথে বন্ধ করবেন
যদি আপনি এলআইসি পলিসি শুরু করার কমপক্ষে ৩ বছর প্রিমিয়াম পেয়ে করে থাকেন তাহলে আপনি সহজেই আপনার এলআইসি পলিসি বন্ধ করতে পারেন। আপনি আপনার পলিসিটি এলআইসি এর যে শাখা থেকে করিয়েছেন সেখান থেকে আপনি আপনার পলিসিটি বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে যার নামে পলিসিটি রয়েছে তাকে অবশ্যই যেতে হবে। শাখায় গিয়ে এলআইসি পলিসি বন্ধ করার পর ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রিমিয়ামের সব টাকা ফেরত চলে আসবে।
পলিসি বন্ধ করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন
এবার দেখে নেয়া যাক আপনি যদি আপনার এলআইসি পলিসিটি বন্ধ করতে চান তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে এলআইসি এর শাখায় যেতে হবে।
- LIC ওয়েবসাইট থেকে LIC Policy Surrender Form No.5074 ডাউনলোড করে তার প্রিন্টআউট বের করে নিয়ে যেতে হবে।
- ব্যাঙ্ক বাতিল চেক লিফ যেখানে আপনার নাম ও প্রিন্ট থাকা চাই বা ব্যাঙ্ক পাসবুক ফটোকপি।
- অরিজিনাল ID প্রুফ যেমন আঁধার, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড।
অবশ্যই পড়ুন » lic aadhaar shila plan: মহিলাদের জন্য দুর্দান্ত পলিসি! 29 টাকা বিনিয়োগে পাবেন 4 লক্ষ টাকা
এলআইসি পলিসি মাঝ পথে বন্ধ করলে কি কি ক্ষতি হবে
এবার দেখে নেওয়া যাক আপনি যদি কোন কারণবশত আপনার এলআইসি পলিসিটি মাঝপথে বন্ধ করতে চান তাহলে আপনার কি কি ক্ষতি হবে।
- এক্ষেত্রে আপনার জীবন বিমা সুরক্ষা বন্ধ হয়ে যাবে।
- ulips এর ক্ষেত্রে আপনি যদি ৫ বছর আগে স্যারেন্ডার করেন তখন আপনাকে ট্যাক্স বেনিফিট ফেরত দিতে হবে
- ট্র্যাডিশনাল ইন্সুরেন্সের ক্ষেত্রে আপনি যদি ২ বছর আগে স্যারেন্ডার করেন তখন আপনাকে ট্যাক্স বেনিফিট ফেরত দিতে হবে
- আপনি যা ট্যাক্স বেনিফিটস নিয়েছেন 80 C এর আন্ডার সেটা আপনাকে ফেরত দিতে হবে
অবশ্যই পড়ুন » কিভাবে একজন LIC Agent হওয়া যায়? প্রতি মাসে ইনকাম 50 হাজারের বেশি, দেখে নিন বিস্তারিত পদ্ধতি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Per 3 month rs400
Sorry this money 3 month Rs 900