শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Whether Update Check Mobile: হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করুন প্রতিদিনের আবহাওয়া, সবচেয়ে সহজ পদ্ধতি দেখে নিন।

Updated on:

Whether Update Check By Mobile Phone: বর্তমান দিনে আবহাওয়ার কোন ঠিক ঠিকানা নেই হঠাৎ কোন দিন প্রচুর রোদ্দুর আবার তারপরের দিনই দেখা যাচ্ছে ঝড়-বৃষ্টি সাথে। অনেক সময় দেখা গিয়েছে, সকালে আবহাওয়া ঠিক দেখে বাইরে বেরিয়েছেন কিন্তু ফেরার পথে ঝড় বৃষ্টি ফলে খুব অসুবিধায় পড়তে হয়। কিন্তু আপনার কাছে যদি স্মার্ট ফোন থেকে থাকে তাহলে আপনি খুব সহজে প্রতিদিনের আবহাওয়া ২ মিনিটের মধ্যেই চেক করতে পারবেন আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবহাওয়ার আপডেট জানতে পারবেন।

স্মার্ট ফোন দিয়ে আবহাওয়া আপডেট পরীক্ষা

আজকের দিনে স্মার্টফোন নেই এরকম অনেক কম ব্যক্তিই রয়েছে, পরিবারে কারোর না কারোর কাছে স্মার্টফোন থাকবেই। আর আজকালকার দিনে স্মার্টফোনে হয় না এমন কোন কাজ নেই, ছোট থেকে বড় সমস্ত কাজের সমাধান পাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই জানতে পারবেন কোথায় কখন বৃষ্টিপাত হবে। এছাড়াও জানতে পারবেন আজকের তাপমাত্রা। আজকের পুরো দিনের আবহাওয়া কেমন কাটবে ইত্যাদি। এছাড়াও আপনি আগামী 10 দিনের আবহাওয়া খুব সহজেই জানতে পারবেন।

অবশ্যই পড়ুন » Become Rich: মাত্র ১০০ টাকা করে বাঁচিয়ে হবেন কোটিপতি! অবিশ্বাস্য মনে হলেও সত্যি – জেনেনিন পদ্ধতি

মোবাইলের মাধ্যমে কিভাবে আবহাওয়ার আপডেট চেক করবেন

এবার দেখে নিন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি খুব সহজেই আবহাওয়ার আপডেট পাবেন। এজন্য আপনাকে নিচে যে স্টেপ গুলি দেওয়ার হয়েছে সেগুলি অনুসরণ করতে হবে।

  • মোবাইলের মাধ্যমে আবহাওয়া চেক করার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন করে নিতে হবে।
  • এরপর যে কোন ব্রাউজার Google, Chrome ইত্যাদি অ্যাপ ওপেন করতে হবে।
  • এরপর সেখানে গিয়ে নির্দিষ্ট জায়গার আবহাওয়া সার্চ করতে হবে।
আবহাওয়া চেক করুনকি সার্চ করতে হবে
যেকোন এলাকার আজকের আবহাওয়া দেখতে সার্চ করুন »today weather report ….….(এরপর আপনার এলাকার নাম লিখুন)
নিজের লোকেশনের আবহাওয়া দেখতে সার্চ করুন »today weather report in my location
বৃষ্টির আবহাওয়া চেক করুন »Rain weather today at my location
আগামী ১০ দিনের আবহাওয়া চেক করুন »weather update 10 days my location

উপরোক্ত বিষয়গুলো সার্চ করলে আপনার সামনে আবহাওয়ার রিপোর্ট চলে আসবে। সেই রিপোর্ট দেখে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন কখন ঝড় বৃষ্টি হবে আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকবে ইত্যাদি সমস্ত বিষয়।

আরোও পড়ুন » Petrol Diesel Price: লোকসভা ভোটের আগে দাম কমলো পেট্রোল-ডিজেলের! কোন শহরে কত টাকা লিটার দেখেনিন

Whether Report

এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।