শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

বীমা কি এবং কেন করা উচিত অর্থাৎ বীমার প্রয়োজনীয়তা ও গুরুত্ব? বীমা কত প্রকার ও কি কি?|What is Insurance in Bengali?

Updated on:

Insurance: জীবনে অর্থনৈতিক পরিকল্পনা চালু করার জন্য উপযোগী প্ল্যান হচ্ছে বীমা বা ইন্সুরেন্স। স্বপ্নের জীবন তৈরি করার জন্য ইন্সুরেন্স করা হলো প্রথম পদক্ষেপ । জীবনের যেকোন দুর্ঘটনার আর্থিক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে থাকে ইন্সুরেন্স কোম্পানি। তাই আজকে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে ইন্সুরেন্স করাতে হয়? কোন কোন জিনিসের উপর ইন্সুরেন্স করা হয়? ইন্সুরেন্স করার সঠিক সময় এবং ইনস্যুরেন্স কিভাবে কাজ করে ? ফাইন্যান্স সম্পর্কে আরো অনেক তথ্যাবলী আমাদের এই সাইটে আমরা পোস্ট করে থাকি যা থেকে আপনারা ফাইন্যান্স সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

ইন্সুরেন্স বা বীমা কী? (What is Insurance in Bengali?)

বীমা বা ইন্সুরেন্স হল এমন একটি ব্যবস্থা যার দ্বারা কোনো কোম্পানি আপনার যেকোনো প্রকারের ক্ষতি, দুর্ঘটনা অথবা মৃত্যুতে আর্থিক ক্ষতিতে অর্থ প্রদান করে থাকে। ইন্সুরেন্স অনেক ধরনের হয়ে থাকে যেমন – লাইফ ইন্স্যুরেন্স,হোম ইন্সুরেন্স, কার ইন্সুরেন্স, হেল্থ ইন্সুরেন্স ইত্যাদি হল বীমার সবচেয়ে সাধারণ ফর্ম। এগুলি ছাড়া আরো অনেক কিছুর উপর বীমা করা যায়।

বীমা কেন করা হয়? বীমার গুরুত্ব

ভবিষ্যৎ সম্বন্ধে কেউ জানে না কাল কি হবে এ সম্পর্কে কারো সঠিক জানা নেই। প্রত্যেকদিন আমাদের নানান ঝুঁকির মোকাবেলা করে বেঁচে থাকতে হয়। জীবনে চলার পথে ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদের বীমান প্রয়োজন। জীবন বীমাই হোক কিংবা ব্যবসায়িক বীমা সব বীমাই আমাদের ঝুঁকির পরিস্থিতিতে মোকাবেলা করতে সাহায্য করে। কোন পরিবারে যদি একজন উপার্জন সক্ষম ব্যক্তি থাকে তার অবর্তমানে তার পরিবারের উপর কোন রকম আর্থিক অভাব না ঘটে তার জন্য বীমার প্রয়োজন। এছাড়াও ব্যবসায়ীর ক্ষেত্রে বীমা করে রাখা প্রয়োজন।

বীমা কত প্রকার ও কি কি? (What are the types of insurance?)

এবার জেনে নেওয়া যাক কত প্রকারের বীমা রয়েছে। নিচে বীমার প্রকারভেদের তালিকা দেওয়া রয়েছে।

  • জীবন বীমা (Life Insurance)
  • সম্পত্তি বীমা (Wealth Insurance)
  • গৃহ বীমা (Home Insurance)
  • যানবাহন বীমা (Car Insurance)
  • স্বাস্থ্য বীমা (Health Insurance)
  • ভ্রমণ বীমা (Travel Insurance)
  • অগ্নি বীমা (Fire Insurance)
  • জীবনভর বীমা (Whole Life Insurance)
  • ব্যবসায়িক বীমা (Business Insurance)

উপরোক্ত বীমার প্রকারভেদ ছাড়াও আরো বীমার নানান প্রকারভেদ রয়েছে।

অবশ্যই পড়ুন » Insurance Policy: মাত্র ২০ টাকায় ২ লক্ষ্য টাকার বীমা, জেনেনিন এই সরকারি বীমা পলিসি সম্পর্কে

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “বীমা কি এবং কেন করা উচিত অর্থাৎ বীমার প্রয়োজনীয়তা ও গুরুত্ব? বীমা কত প্রকার ও কি কি?|What is Insurance in Bengali?”

  1. Though “Health is Wealth” তথাপি “সম্পত্তি বীমা” ইংরেজি “Health Insurance ” লিখেছেন।
    খুবই উপযোগী তথ্য দিয়েছেন। আরও বিস্তারিত তথ্য চাই।
    ধন্যবাদ।

Comments are closed.