শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Ration Items: দীপাবলি, কালীপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী এবং খাদ্য দপ্তরের উদ্যোগে বাড়তি রেশনের ঘোষণা! কোন কার্ডে কতটা রেশন পাবেন দেখুন?

Updated on:

কালী পূজা মাত্র আর কয়েকদিন বাকি। পুজোর আগেই রেশন (Ration Items) নিয়ে সুখবর শোনালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে দীপাবলীর আগে রাজ্যবাসীকে বাড়তি রেশন দ্রব্য দেওয়ার ঘোষণা। আজকের এই প্রতিবেদনে দীপাবলীর মরসুমে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ রেশন পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

West Bengal Dewali Festival Ration Items List

রাজ্যের খেটে খাওয়া মানুষের অন্ন সংস্থানের কথা ভেবে সরকার বিনামূল্যে রেশন তুলে দিচ্ছে রাজ্যের কোটি কোটি মানুষের হাতে। করোনা মহামারির পর থেকেই রাজ্যে বিনামূল্যে রেশন দিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও কেন্দ্র সরকার বিশেষ এক শ্রেণীর মানুষদের বিনামূল্যে অতিরিক্ত পরিমাণ রেশন তুলে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের হাতে। নভেম্বর মাসে কোন কার্ডে কতটা পরিমাণ রেশন পাবেন এবং দীপাবলীর মরসুমে কোন কার্ডে অতিরিক্ত রেশন পাবেন সেটা এবার জেনে নিন।

WB dewali festival ration Items List

দীপাবলীর মরশুমে কোন কার্ডে অতিরিক্ত রেশন পাবেন

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কালীপূজা, দীপাবলি, ছটপূজা উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে অন্ত্যোদয় অন্নযোজনায় (AAY) পরিবারগুলি এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) পরিবারগুলি অতিরিক্ত ময়দা এবং চিনি পাবেন।

  • ১ কিলো ভর্তুকিযুক্ত আটা ২৮ টাকা কেজি দরে।
  • ১ কিলো ভর্তুকিযুক্ত চিনি ৩২ টাকা কেজি দরে।

নভেম্বর মাসে কোন কার্ডে কতটা রেশন পাবেন

অবশ্যই পড়ুন » WBBCCS: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতিরা পাবে 5 লক্ষ টাকা, 10 নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করুন।

এবার দেখে নেওয়া যাক নভেম্বর মাসে কার্ড পিছু একজন ব্যক্তি কোন রেশন কার্ডে কতটা পরিমাণ রেশন কার্ড পাবে তার তালিকা।

কার্ডের ধরনআটা বা গমচালচিনি
AAY13 কেজি 300 গ্রাম আটা অথবা গম +(1 কেজি ময়দা )21 কেজি1 কেজি + (1 কেজি চিনি )
PHH3 প্যাকেট টা অথবা 2 কেজি গম3 কেজি
SPHH2 কেজি গম ও 1 কেজি 900 গ্রাম আটা+ (1 কেজি ময়দা)3 কেজি+(1 কেজি চিনি )
RKSY-15 কেজি
RKSY-22 কেজি

আরোও পড়ুন » FD Rate: সুখবর! নভেম্বর মাসে এই ব্যাংগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে বৃদ্ধি, কোন ব্যাংকে কত সুদ দেখেনিন তালিকা

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

Comments are closed.