শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Aadhaar Update: ১৪ জুনের পর অকেজো হয়ে যাবে ১০ বছর পুরোনো আধার কার্ড? দেখুন কি জানিয়েছে UIDAI

Updated on:

Aadhaar Update: যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড ১০ বছরের পুরনো তারা আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে মাধ্যমে আধার কার্ড আপডেট করতে পারবেন। বর্তমানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিলের মাধ্যমে জানাচ্ছেন যে ১৪ জুনের মধ্যে ১০ বছরে পুরোনো আধার কার্ড আপডেট না করলে আধার কার্ড অকেজো হয়ে যাবে। তবে কি সত্যি ১০ বছর পুরনো আধার কারকে হয়ে যাবে? যাদের আধার কার্ড ১০ বছরের পুরনো তাদের এখন কি করতে হবে? এই নিয়েই আজকের এই প্রতিবেদন। 

১০ বছর পুরোনো আধার কার্ড অকেজো হয়ে যাবে?

আসলে ১০ বছরে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন একটি শিশুর যখন ৬-৭ বছর বয়স, তখন তার হাতের আঙ্গুল ছোট থাকে। তাই ওই শিশুর যখন ১৬-১৭ বছর বয়স হয় ,তখন তাদের হাতের আঙ্গুর বড় হয়ে যাওয়ায় আধার কার্ডের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলতে অসুবিধা হয়। তাই UIDAI অনুসারে, ১০ বছর পুরনো আধার কার্ড আপডেট (Aadhaar Update) করা প্রয়োজন। শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে নয় বড়দেরও ১০ বছর পুরনো আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। আগামী ১৪ জুন পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে একদম বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। আপনি যদি এই তারিখের মধ্যে আপডেট না করেন তবুও আপনার আধার কার্ড অকেজো হবে না। আপনি ১৪ জুনের পরও নিজের আধার কার্ড আপডেট (Aadhaar Update) করতে পারবেন, তবে তখন নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে।

আরও পড়ুন: Masked Aadhaar – সাবধান! আপনার আধার নম্বর ভুল হাতে পড়লে বিপদ, এইভাবে মুখোশযুক্ত আধার কার্ড ব্যাবহার করুন।

১৪ জুনের মধ্যে এইভাবে আধার কার্ড আপডেট করুন 

অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhaar Update) করার শেষ তারিখ অনেক বার বাড়িয়েছে সরকার। এবার এর শেষ তারিখ হলো ১৪ জুন, ২০২৪। তবে আপনি শুধু অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন, আধার সেন্টার কি আপডেট (Aadhaar Update) করার জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, যেগুলি অনুসরণ করে আপনি খুব সহজে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন।

  • আপনাকে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর আপনাকে আধার আপডেটর বিকল্পটি নির্বাচন করতে হবে।
  • অর্থাৎ, নাম, ঠিকানা, যোগাযোগের বিবরণ ইত্যাদি যেটি আপডেট করতে চান সেটি নির্বাচন করতে হবে।
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি বসিয়ে OTP যাচাই করতে হবে।
  • এরপর ডকুমেন্টস আপডেট এর বিকল্পটি নির্বাচন করতে হবে।
  • এরপরে আপনি আপনার আধার কার্ডের সমস্ত বিবরণ দেখতে পাবেন।
  • আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • এরপর আধার আপডেটের পক্রিয়া স্বীকার করতে হবে।
  • এরপর আপনি ১৪ সংখ্যার একটি URN নম্বর পাবেন, যার মাধ্যমে আপনার আধার আপডেটের প্রক্রিয়া ট্রাক করতে পারবেন।

আরও পড়ুন: Aadhaar Card Fraud – এই ধরনের আধার কার্ডের জালিয়াতি আপনার সাথে হলে কি হবে? জানাল UIDAI

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।