শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI এর দুর্দান্ত ফান্ড! মাত্র ৫০,০০০ টাকা জমা করে পাবেন ১ কোটি ২০ লক্ষ টাকা, কিভাবে পাবেন দেখেনিন

Updated on:

SBI Bumper investment plan: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) হল ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের নানান জনপ্রিয় স্কিমের সুবিধার প্রদান করে। আজকের এই প্রতিবেদনটিতে এসবিআই এর একটি জনপ্রিয় স্কিমের সম্বন্ধে আলোচনা করব এই স্কিমটি চালু হয়েছিল ১৯৮৭ সালের ২৯ জুন। এই স্কিমটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত গ্রাহকদের দুর্দান্ত রিটার্ন দিয়ে এসেছে। এই স্কিমে আপনি যদি ৫০,০০০ টাকা জমা করেন তাহলে আপনি কিভাবে ১ কোটি ২০ লক্ষ টাকা পাবেন সমস্ত কিছু ক্যালকুলেট করে দেখানো হয়েছে। যেহেতু SBI এর আজকের এই স্কিমটি খুবই জনপ্রিয় তাই পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

আজকে এই প্রতিবেদনে SBI এর যে ফান্ডের সম্পর্কে আলোচনা করব সেটি হল “SBI Technology Opportunities Fund-Direct Plan” এই ফান্ডের All Time Return হল ২০.৮৯%। এবার এই ফান্ডের বিগত বছরের রিটার্নের লিস্ট টি দেখে নেওয়া যাক।

বিগত ১ বছরের রিটার্ন১৫.২৩%
বিগত ২ বছরের রিটার্ন৪.৬০%
বিগত ৩ বছরের রিটার্ন২৮.২৫%
বিগত ৫ বছরের রিটার্ন২০.৫৯%
বিগত ১০ বছরের রিটার্ন১৯.৩৮%
Source: Money Control

এই প্রতিবেদনটিতে জানতে পারবেন ৫০,০০০ টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করলে আপনি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা রিটার্ন পাবেন এর আগে “SBI Technology Opportunities Fund-Direct Plan” এই মিউচুয়াল ফান্ডটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

SBI Technology Opportunities Fund-Direct Plan

“SBI Technology Opportunities Fund-Direct Plan” হল একটি ইক্যুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। ইক্যুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হল যে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজারে তাদের টাকা ইনভেস্ট করে।

★ SBI Technology Opportunities Fund এর NAV (Net Asset Value) হল ₹১৭৩.৫০৯৩।

**NAV(Net Asset Value) সম্পর্কে বিস্তারিত জানতে এই পোষ্টটি পড়ুন ↗️

★ যদি আপনি এই ফান্ডে SIP এর মাধ্যমে বিনিয়োগ করতে চান তাহলে আপনি মাত্র ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন।

★ যদি আপনি এই ফান্ডে Lumpsum এর মাধ্যমে বিনিয়োগ করতে চান তাহলে আপনি মাত্র ₹৫০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারেন।

** SIP এবং LUMPSUM সম্পর্কে বিস্তারিত জানতে এই পোষ্টটি পড়ুন ↗️

★ SBI Technology Opportunities Fund এর ফান্ড সাইজ হল ৩০৮১ কোটি টাকা। অর্থাৎ এই পরিমাণ টাকা মানুষ এই ফান্ডে বিনিয়োগ করে রেখেছে।

★ এই ফান্ডের Expense Ratio হল ০.৮৮%।

★ এই ফান্ডের Exit Load হল ০.৫%। যদি আপনি আপনার টাকা জমা করার পর ১৫ দিনের মধ্যে টাকা তুলে নেন তাহলে ০.৫%এর Exit Load লাগবে।

SBI Technology Opportunities Fund এর টাকা কোথায় বিনিয়োগ করা হয় (Top 10 Holding)

SBI Technology Opportunities Fund এর টাকা বড় বড় কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়। এই ফান্ডের Top 10 Holding এর লিস্ট নীচে দেওয়া হয়েছে।

১)Infosys Ltd.
২)Tata Consultancy Services Ltd.
৩)Bharti Airtel Ltd.
৪)Tech Mahindra Ltd.
৫)Netflix
৬)HCL Technologies Limited
৭)Firstsource Solutions Ltd.
৮)Wipro Ltd.
৯)Delhivery Ltd.
১০)PVR Ltd.

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতি

মিউচুয়াল ফান্ডে আপনি ৩টি পদ্ধতিতে আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারবেন।

  • SIP (systematic investment plan): SIP তে আপনাকে প্রত্যেক মাসে কিছু টাকা ইনভেস্ট করতে হয় SIP তে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে পারেন। এখানে সর্বোচ্চ টাকা জমা করার কোন লিমিট নেই।
  • Lumpsum: Lumpsum বিনিয়োগে আপনাকে কিছুটা পরিমাণ টাকা একসঙ্গে বিনিয়োগ করতে হবে। Lumpsum বিনিয়োগে সর্বনিম্ন ৫০০০ টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে সর্বোচ্চ টাকা জমা করার কোন লিমিট নেই।
  • SWP (Systematic withdrawal process): এখানে আপনাকে FD এর মতো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একসঙ্গে জমা করতে হবে। এখান থেকে আপনি প্রত্যেক মাসে পেনশনের মত একটি নির্দিষ্ট টাকা পেতে থাকবেন।

আরোও পড়ুন » মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ পদ্ধতি

কিভাবে আপনি ৫০,০০০ টাকা জমা করে ১ কোটি ২০ লক্ষ টাকা পাবেন

যদি আপনি ৫০,০০০ টাকা ২০% সুদের হারে(Expected Interest rate) জমা করেন তাহলে কত বছরে কত টাকা রিটার্ন পাবেন নিচের তালিকাটি দেখে নিন।

বিনিয়োগের
সময়সীমা
Est.
Return
Investment
Ammount
Total Value
৫ বছর₹৭৪,৪১৬ টাকা₹ ৫০,০০০ টাকা₹১,২৪,৪১৬ টাকা
১০ বছর₹২,৫৯,৫৮৭ টাকা₹ ৫০,০০০ টাকা₹৩,০৯,৫৮৭ টাকা
১৫ বছর₹৭,২০,৩৫১ টাকা₹ ৫০,০০০ টাকা₹৭,৭০,৩৫১ টাকা
২০ বছর₹১৮,৬৬,৮৮০ টাকা₹ ৫০,০০০ টাকা₹১৮,১৬,৮৮০ টাকা
২৫ বছর₹৪৭,১৯,৮১১ টাকা₹ ৫০,০০০ টাকা₹৪৭,৬৯,৮১১ টাকা
৩০ বছর₹১,১৮,১৮,৮১৬ টাকা₹ ৫০,০০০ টাকা₹১,১৮,৬৮,৮১৬ টাকা

যদি আপনি ৫০ হাজার টাকা ৩০ বছরের জন্য ২০% সুদের হারে SBI Technology Opportunities Fund এ বিনিয়োগ করেন তাহলে আপনি ₹১,১৮,৬৮,৮১৬ টাকা রিটার্ন পাবেন। কিন্তু এক্ষেত্রে যে রিটার্ন ধরা হয়েছে সেটি All Time Return ২০.৮৯% এর থেকে কম, তাই যদি আপনি ৫০ হাজার টাকা ৩০ বছরের জন্য ২০.৮৯% সুদের হারে SBI Technology Opportunities Fund এ বিনিয়োগ করেন তাহলে আপনি প্রায় ১কোটি ২০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।

~Disclaimar

মিউচুয়াল ফান্ডে রিটার্নের পরিমাণ সব সময় নির্দিষ্ট থাকে না, এই মান কমবেশি হতে পারে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হয় তাই সেক্ষেত্রে হালকা ঝুঁকি রয়েছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে আমাদের ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

4 thoughts on “SBI এর দুর্দান্ত ফান্ড! মাত্র ৫০,০০০ টাকা জমা করে পাবেন ১ কোটি ২০ লক্ষ টাকা, কিভাবে পাবেন দেখেনিন”

  1. আমি SBI Technology opportunities Fund – এ এক কালিন ২৫,০০০ টাকা ৩০ বছরের জন্য জমা দিতে পারবো ? তাহলে ৩০ বছর পরে আমি কি ৬০,০০০,০০ টাকা পাবো ?
    উত্তরের অপেক্ষায় রইলাম।
    আমার হোয়াটসঅ্যাপ নং দিলাম +৯১ ৬২৯৫৫৯২৮৪৬।
    ধন্যবাদ।

  2. আমার নাম বাবলু সরকার আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে চাই যদি আমাকে গ্যারান্টিড লিখে দিতে পারেন। তাহলে আমি ইনভেস্ট করে দেবো।

Comments are closed.