আপনি কি ব্যাংকে এফডি করবেন বলে ভাবছেন? কিন্তু কোন ব্যাংকে এফডি করবেনা বুঝতে পারছেন না? তাহলে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। আজ আমরা পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট নিয়ে কথা বলবো। এই ব্যাংক সম্প্রতি FD-র উপর সুদের হার বাড়িয়েছে। বর্তমানে সাধারণ গ্রাহকের ২.৮০ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ হারে সুদ প্রদান করছে।
পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক ফিক্সড ডিপোজিট
প্রসঙ্গত, বিনিয়োগের জন্য একাধিক স্কিম থাকলেও, মানুষের কাছে সবচেয়ে হলো ফিক্সড ডিপোজিট। যেখানে এককালীন মোটা টাকা ইনভেস্ট করতে হয়। মেয়াদ শেষে জমাকৃত অর্থের উপর সুদ সহ টাকা রিটার্ন পোয়া যায়। বিভিন্ন ব্যাংক এফডি-র উপর বিভিন্ন সুদের হার প্রদান করে। পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর ৪৪৪ দিনের ৭.৪০ শতাংশ হারে সুদ প্রদান করছে।
শুধু ভারতীয় গ্রাহক নয়, প্রবাসী ভারতীয়রাও এই স্কিমে বিনিয়োগ করতে পারবে এবং একই পরিমান সুদ পাবে। বিশেষ বিষয় হলো সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি। যাইহোক এবার প্রশ্ন হলো ৪৪৪ দিনের মেয়াদের কোনো ব্যাক্তি এই ব্যাংকে ৪ লক্ষ টাকার এফডি করলে কত টাকা রিটার্ন পাবেন?
আরোও পড়ুন » SBI MODS: স্টেট ব্যাংকের সেভিংস একাউন্টে পাবেন ফিক্সড ডিপোজিটের সুদ, SBI-তে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই দেখুন।
২ কোটি কম অমানতের উপর ফিক্সড ডিপোজিট রেট
- ৭ থেকে ১৪ দিনের মেয়াদে ২.৮০ শতাংশ
- ১৫ থেকে ৩০ দিনের মেয়াদে ২.৮০ শতাংশ
- ২১ থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.০০ শতাংশ
- ৪৬ থেকে ৯০ দিনের মেয়াদে ৪.৬০ শতাংশ
- ৯১ থেকে ১২০ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
- ১২০ থেকে ১৫০ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
- ১৫১ থেকে ১৭৯ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
- ১৮০ থেকে ২৬৯ দিনের মেয়াদে ৫.৫০ শতাংশ
- ২৭০ থেকে ৩৩২ দিনের মেয়াদে ৫.৫০ শতাংশ
- ৩৩৩ দিনের মেয়াদে ৬.৫০ শতাংশ
- ৩৩৪ দিন থেকে ১ বছরে ৫.৫০ শতাংশ
- ১ বছরের মেয়াদে ৬.৪০ শতাংশ
- ১ বছর থেকে ৪৪৩ দিনের মেয়াদে ৬.২০ শতাংশ
- ৪৪৪ দিনের মেয়াদে ৭.৪০ শতাংশ হারে সুদ পাওয়া যায়
- ৩ থেকে ৫ বছরের মেয়াদে ৬.০০ শতাংশ এবং
- ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৬.২৫ শতাংশ।
আপনি যদি এই ব্যাংকে ৪ লক্ষ টাকা দিয়ে ৪৪৪ দিনের মেয়াদে অর্থ ফিক্সড করেন, তাহলে কত টাকা রিটার্ন পাবেন? এর উত্তরে বলি, এখানে ৪৪৪ দিনের মেয়াদে ব্যাংকটি সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ প্রদান করে। এবার এই সুদের হারে আপনি ৪ লক্ষ টাকা ফিক্সড করলে মেয়াদ শেষে সুদ পাবেন ৩৭,৩১৭.০৬ টাকা। অর্থাৎ সুদ সহ মোট টাকা পাবেন ৪,৩৭,৩১৭.০৬ টাকা।
অবশ্যই পড়ুন » Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের গ্রাহকদের খুলেগেল ভাগ্য! সেভিংস অ্যাকাউন্টে এবং FD-তে মিলবে আরও বেশি সুদ
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇