Post Office Time Deposit (TD): পোস্ট অফিসে বিনিয়োগ করা সবথেকে বেশি সুরক্ষিত মনে করা হয়। এখানে যেমন টাকা রাখা সুরক্ষিত থাকে, তেমনি সুদও ভালো পরিমাণে পাওয়া যায়। আপনি যদি একমুঠো টাকা একসঙ্গে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিমে নিয়োগ করতে পারেন। এটি পোস্ট অফিসের একটি ফিক্স ডিপোজিট স্কিম। আপনি কিভাবে এখানে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন, এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।
পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিম
Post Office Time Deposit (TD) স্কিম হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের মতো। এতে আপনি একমুঠো টাকা একসঙ্গে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা। আপনি এতে ১ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করলে বার্ষিক ৬.৯ শতাংশ সুদ পাবেন। একই ভাবে ২ বছরে ৭ শতাংশ, ৩ বছরে ৭.১ শতাংশ এবং ৫ বছরে ৭.৫ শতাংশ বার্ষিক সুদ পাবেন।
৫ লক্ষ টাকা কিভাবে হবে ১৫ লক্ষ টাকা?
আপনি যদি পোস্ট অফিসে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১৫ লক্ষ টাকা রিটার্ন পেতে চান, তাহলে আপনাকে প্রথমে পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিমে ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনি ম্যাচুরিটিতে সুদ সমেত মোট ৭,২৪,৯৭৪ টাকা রিটার্ন পাবেন। এরপর এই টাকা তোলার বদলে আরো ৫ বছরের জন্য মেয়াদ বাড়াতে হবে। এরপর ১০ বছর সম্পূর্ণ হওয়ার পর আপনার ম্যাচুরিটির পরিমান সুদ সমেত হবে ১০,৫১,১৭৫ টাকা। তবে এখনো টাকা তোলা যাবে না। এরপর আপনাকে এর মেয়াদ আরো ৫ বছরের জন্য বাড়াতে হবে, তাহলে আপনি ম্যাচুরিটিতে মোট ১৫,২৪,১৪৯ টাকা পাবেন। এভাবে আপনি ১৫ বছরে আপনার ৫ লক্ষ টাকা ১৫ লক্ষ টাকায় রূপান্তর করতে পারবেন।
আরও পড়ুন: Post Office SCSS – পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি ৩ মাসে ১৫,৩৭৫ টাকা পেতে কতো টাকা জমা করতে হবে?
টাইম ডিপোজিটের মেয়াদ বাড়ানোর নিয়ম
Post Office Time Deposit (TD) স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১৫ লক্ষ রিটার্ন পাওয়ার জন্য আপনাকে ২ বার মেয়াদ বাড়াতে হবে। এখানে মেয়াদ বাড়ানোর কিছু নিয়ম রয়েছে। ১ বছর মেয়াদের TD অ্যাকাউন্টের মেয়াদ ম্যাচুরিটির তারিখের ৬ মাসের মধ্যে বাড়াতে পারবেন, এবং ২ বছর মেয়াদের ক্ষেত্রে আপনি ১২ মাসের সময় পাবেন। আবার, ৩ বছর এবং ৫ বছর মেয়াদের টাইম ডিপোজিটের মেয়াদে বাড়াতে হলে আপনাকে মেয়াদ পূর্ণ হবার ১৮ মাসের মধ্যে পোস্ট অফিসে জানতে হবে। তাছাড়া, আপনি অ্যাকাউন্ট খোলার সময়েই মেয়াদ বাড়ানোর অনুরোধ করতে পারেন।
আরও পড়ুন: Post Office RD – পোস্ট অফিসে এই স্কিমে ৫ বছরে কিভাবে ১০ লক্ষ টাকা পাবেন? দেখুন বিনিয়োগের পদ্ধতি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇