শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পোস্ট অফিস এম আই এস কি ? পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম কি 2023?|post office mis in Bengali

Updated on:

post office mis in Bengali: আজকে আলোচনা করব সেই সরকারি স্কিম নিয়ে যে সরকারি প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে বাড়িতে বসে প্রায় ৯ হাজার টাকা ইনকাম করতে পারেন। এই সরকারি প্রকল্পটির নাম হল post office monthly income scheme বা post office MIS ।পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প এর মাধ্যমে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ (প্রায় মাসে ৯০০০ টাকা পর্যন্ত) আয় করার সুযোগ পাবেন । আজকে এই পোস্টের মধ্য দিয়ে ভারত সরকারের একটি প্রকল্প যার নাম post office monthly income scheme এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন-

scheme (প্রকল্প)MIS (এম আই এস)
পুরো অর্থpost office monthly income scheme
supported byIndian government
A/c কোথায় খোলা যাবেযেকোনো পোস্ট অফিসে
MIS interest rate 20237.4%
maturity period ৫ বছর
কারা এই স্কিমের সুবিধা পাবেসমস্ত ভারতীয় (শর্তাবলী প্রযোজ্য)
সর্বোচ্চ জমা (single account)৯ লক্ষ টাকা
সর্বোচ্চ জমা (joined accounts)১৫ লক্ষ টাকা
সর্বনিম্ন জমাবছরে ১ হাজার টাকা
প্রিম্যাচিউর ক্লোজকরা যাবে
আমাদের WhatsApp groupJoin us
Telegram group Join us

বিষয় সূচী ~

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম কি?( Post office monthly income scheme)

পোষ্ট অফিস মাসিক আয় প্রকল্প হল ভারত সরকার দ্বারা পরিচালিত একটি অর্থ সঞ্চয় এর পরিকল্পনা প্রকল্প । এই প্রকল্পে আপনাকে ৫ বছরের জন্য কিছু টাকা পোষ্ট অফিস এ জমা রাখতে হবে এবং আপনার সেই রাখা টাকার সুদ আপনি প্রতি মাসে তুলতে পারবেন । অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে বাড়িতে বসে আয় করার সুযোগ পাচ্ছেন । যারা বিনিয়োগ এর ক্ষেত্রের প্রকল্পের উপর এই ভরসা করেন এবং যারা বাড়িতে বসে টাকা ইনকাম করতে চাই তাদের জন্য এই প্রকল্পটি best।

পোষ্ট অফিস এম আই এস -এর সুবিধা

  • ভারত সরকার দ্বারা পরিচালিত।
  • সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ ।
  • ভালো সুদ পাওয়া যাবে ।
  • প্রতিমাসে আয় করার সুযোগ ।
  • গ্যারান্টিযুক্ত রিটার্ন ।

কারা পোষ্ট অফিস এম আই এস account খুলতে পারবেন ?

  • যেহেতু পোষ্ট অফিস এম আই এস স্কিম ভারত সরকারের একটি প্রকল্প তাই শুধমাত্র ভারতীয়রাই এখানে account খুলতে পারবে । যারা ভারতীয় বাসিন্দা নয় তারা অর্থাৎ যারা NRI তারা পোষ্ট অফিস এম আই এস স্কিম এ acccount খুলতে পারবে না ।
  • যাদের বয়স ১৮ বছর এর উপরে তারা এখানে account খুলতে পারেন ।
  • কোনো মাইনর শিশু অর্থাৎ ১৮ বছর এর নিচের বাচ্চাদের এবং কোনো মানসিক ভাবে প্রতিবন্ধী ব্যাক্তির নামেও আপনি পোষ্ট অফিস এম আই এস account খুলতে পারবেন ।
  • আপনার সন্তানের যদি ১০ বছর এর উপরে বয়স হয়ে যায় তাহলে আপনি তার নামে পোষ্ট অফিস এম আই এস account খুলতে পারবেন ।

পোস্ট অফিস এম আই এস স্কিম এ কি যৌথ account খুলতে পারবেন ?

আপনি এখানে joined account খুলতে পারবেন । Joined account বলতে শুধুমাত্র ২ জন নয় সর্বোচ্চ ৩ জন পর্যন্ত joined একাউন্ট খুলতে পারবেন।

  • Joined A account : আই account এ টাকা সমস্ত মালিকেরা সাক্ষর করতে পারবেন।
  • Joined B account : আই account এ টাকা কোনো ধারক সাক্ষর করতে পারবেন।

প্রথম থেকে খোলা আপনি আপনার একক একাউন্ট থেকে চাইলে যৌথ একাউন্টে পরিবর্তন করতে পারেন । আবার আপনি চাইলে যৌথ অ্যাকাউন্ট থেকেও একক একাউন্টে পরিবর্তন করতে পারেন ।

কোথায় পোষ্ট অফিস এম আই এস account খুলতে পারবেন

পোষ্ট অফিস এম আই এস account খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোষ্ট MIS account গিয়ে খুলতে হবে । মনেরাখবেন আপনি কেবলমাত্র পোষ্ট অফিসেই MIS account খুলতে পারবেন কোনো সরকারি ব্যাংক বা কোনো বেসরকারি ব্যাংক এ কিন্তু MIS account খুলতে পারবেন না।

পোষ্ট অফিস এম আই এস account খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে

  • পোষ্ট অফিস এম আই এস account খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোষ্ট অফিস এ গিয়ে পোষ্ট অফিস এম আই এস account খোলার From সংগ্রহ করতে হবে ।
  • পোষ্ট অফিস এম আই এস account খোলার From আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন।পোষ্ট অফিস এম আই এস account খোলার From :- Download From
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • প্যান কার্ড
  • পাস বই
  • পরিচয় পত্র (আইডি প্রুফ) [যেমন:- প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।]
  • বাসস্থান প্রমাণপত্র [যেমন:- জব কার্ড, বিদ্যুৎ বিল,প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।]

MIS ফর্ম জমা দেওয়ার সময় উপরোক্ত ডকুমেন্ট গুলো ফর্মে এর সাথে আটকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে জমা করবেন।

কিভাবে পোস্ট অফিস এম আই এস একাউন্ট খুলবেন ?(How to open post office MIS account?)

  • এম আই এস একাউন্ট খোলার জন্য আপনার একটি সেভিংস একাউন্ট প্রয়োজন ,আপনার যদি সেভিংস একাউন্ট না থেকে থাকে তাহলে আপনি অতি সত্তর আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে একটি সেভিংস একাউন্ট খুলুন ।
  • এরপর আপনার নিকটবর্তী পোস্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন অথবা অনলাইনে ডাউনলোড করে নিন । আবেদন পত্রটি ডাউনলোড করুন
  • প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি সাহা আবেদন পত্রটি পূরণ করে পোস্ট অফিসে জমা দিন ।
  • যদি নমিনি রাখেন তাহলে তার নাম জন্মতারিখ এবং মোবাইল নাম্বার উল্লেখ করুন ।
  • এরপর আপনি আপনার ডিপোজিট (সর্বনিম্ন ১০০০ টাকা) কমপ্লিট করুন ।

পোস্ট অফিস MIS স্কিমে কত টাকা জমা রাখতে হবে(deposit amount)

এর আগে পর্যন্ত একক অ্যাকাউন্ট অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট এর ক্ষেত্রে ডিপোজিট এমাউন্ট ছিল ৪.৫ লক্ষ টাকা। এবং যৌথ একাউন্ট অর্থাৎ জয়েন্ট একাউন্ট এর ক্ষেত্রে ডিপোজিট এমাউন্ট ছিল ৯ লক্ষ টাকা ।

union budget 2023 তে এই এম আই এস ডিপোজিট এমাউন্ট এর পরিমাণ পরিবর্তিত হয়েছে । ২০২৩ সালের 1st এপ্রিলের পর থেকে একক একাউন্ট অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিপোজিট অ্যামাউন্ট বেড়ে হয়েছে 9 লক্ষ টাকা । এবং যৌথ একাউন্ট অর্থাৎ জয়েন্ট একাউন্ট এর ক্ষেত্রে ডিপোজিট এমাউন্ট বেড়ে হয়েছে ১৫ লক্ষ টাকা ।

মাইনর একাউন্টের হচ্ছে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন ।

একাউন্টের ধরনসর্বোচ্চ সীমা
একক একাউন্ট₹ ৯,০০,০০০ টাকা
যৌথ একাউন্ট₹ ১৫,০০,০০০ টাকা
মাইনর একাউন্ট₹ ৩,০০,০০০ টাকা

পোস্ট অফিস এম আই এস প্রকল্পে আপনার সর্বনিম্ন ডিপোজিট এমাউন্ট হল ১০০০ টাকা এরপর আপনি এক হাজার টাকার গুনিতকে টাকা জমা করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ১২০০,২৫০০,৯৮০০ এভাবে এম আই এস স্কিমে টাকা জমা করতে পারবেন না আপনাকে ১০০০,৩০০০,৫০০০ এভাবে ১০০০ এর গুণিতকে টাকা জমা করতে হবে ।

যদি দুজন ব্যক্তি যৌথভাবে এমআইএস একাউন্ট শুরু করে , প্রথমজন যদি ১০ লক্ষ টাকা এবং দ্বিতীয় জন যদি 5 লাখ টাকা যদি জমা করেন তাহলে এভাবে এম আই এস ক্যালকুলেট হয়না , যৌথ একাউন্টের ক্ষেত্রে এম আই এস এ দুইজন ব্যক্তি কে সমান শেয়ারের অংশীদার হিসেবে ধরা হয় ।

২০২৩ সালে পোষ্ট অফিস এম আই এস প্রকল্পে সুদের পরিমান কত? (Post office monthly income scheme interest rate in 2023)

পোষ্ট অফিস এম আই এস প্রকল্পে সুদের পরিমান প্রতিটি কোয়ার্টারে পরিবর্তন হয় । কিন্তু প্রতিটি কোয়ার্টারে যে সুদের পরিমান পরিবর্তন হবে এর কোনো মনে নেই interest rate অপরিবর্তিতও থাকে ।বর্তমানে পোষ্ট অফিস এম আই এস প্রকল্পে সুদের পরিমান ৭.৪% ।

সুদের হার মসিক ভিত্তিতে দেওয়া হয়।

যদি আপনার একক একাউন্ট অর্থাৎ সিঙ্গল অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ৯ লক্ষ টাকা জমা করেনতাহলে ৭.৪% আর সুদে প্রতিমাসে আপনি এম আই এস স্কিম থেকে ৫,৫৫০ টাকা করে পেয়ে যাবেন ।

পোস্ট অফিস monthly income scheme ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর:- Click Here

যদি আপনার যৌথ অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে ৭.৪% হার সুদে প্রতিমাসে আপনি এম আই এস স্কিম থেকে ৯,২৫০ টাকা করে আয় করতে পারেন ।

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের বিগত বছর গুলির ইন্টারেস্ট রেট

সময়কালপোস্ট অফিস এম আই এস এ সুদের হার
১লা এপ্রিল ২০২৩ -৩১ শে ডিসেম্বর ২০২৩৭.৪%
১লা জানুয়ারি ২০২৩ -৩১ শে মার্চ ২০২৩৭.১%
১লা অক্টোবর ২০২২ -৩১ শে ডিসেম্বর ২০২২৬.৭%
১লা জুলাই ২০২২-৩১শে সেপ্টেম্বর ২০২২৬.৬%
১লা এপ্রিল ২০২২ -৩১ শে জুন ২০২২৬.৬%
১লা এপ্রিল ২০২১ -৩১ শে ডিসেম্বর ২০২১৬.৬%
১লা এপ্রিল ২০১৮ -৩১ শে জুন ২০১৮৭.৩%
১লা জানুয়ারি ২০১৮ -৩১ শে মার্চ ২০১৮৭.৩%
১লা অক্টোবর ২০১৭ -৩১ শে ডিসেম্বর ২০১৭৭.৫%
১লা জুলাই ২০১৭-৩১শে সেপ্টেম্বর ২০১৭৭.৫%
১লা এপ্রিল ২০১৭ -৩১ শে জুন ২০১৭৭.৬%

ম্যাচিউরিটি কবে হবে ? (When is maturity?)

এম আই এস এর ম্যাচুরিটি পাঁচ বছর পরে হবে । অর্থাৎ আপনি এম আই এস করার সময় যে টাকাটি রেখেছিলাম সেটি পাঁচ বছর পর পেয়ে যাবেন ।

প্রিম্যাচিউর ক্লোজার (Premature closure)

তুই প্রিম্যাচিউর ক্লোজ অর্থাৎ আপনি আপনার টাকা ম্যাচুরিটি হবার আগে তুলতে পারবেন । এর জন্য নানান শর্তাবলী প্রযোজ্য রয়েছে ।

  • প্রথম বছর আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন না ।
  • এক বছর পূর্ণ হওয়া থেকে তিন বছর পূর্ণ হওয়ার আগে অবধি। আপনি যদি প্রিম্যাচুর ক্লোজ করেন তাহলে পেনাল্টি বাবদ ২ % দিতে হবে । অর্থাৎ আপনি যদি ১০ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তার ২% অর্থাৎ ২০ হাজার টাকা কেটে আপনাকে বাকি টাকাটা দেওয়া হবে ।
  • চতুর্থ নম্বর এবং পঞ্চম নম্বর বছরে আপনি যদি প্রিম্যাচিউর ক্লোজ করেন তাহলে ১% পেনাল্টি আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি ১০ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তার ১% অর্থাৎ ১০ হাজার টাকা কেটে আপনাকে বাকি টাকাটা দেওয়া হবে ।

প্রিম্যাচিউর ক্লোজ করার জন্য আপনি পোস্ট অফিসে প্রিম্যাচিউর ক্লোজ এর ফরম ফিলাপ করে জমা দিলে আপনার প্রিম্যাচিউর ক্লোজ হয়ে যাবে ।

পোস্ট অফিস এম আই এস প্রিম্যাচিওর ক্লোজ করার ফর্ম :-Download From

আপনি যদি monthly interest টি না তুলতে পারেন

আপনি যদি এম আই এস এর monthly interest টি না তুলতে পারেন তাহলে সে ক্ষেত্রে ওই ইন্টারেস্টের উপর আর কোন ইন্টারেস্ট হবে না অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হবে না ।

কর যোগ্যতা (Tax Eligibility)

এম আই এস প্রকল্পটি আয়কর ধারা 80C এর অধীনে পড়ে না। এবং এটি কর সাপেক্ষ । ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে যেমন ১০ হাজার টাকার উপরে হয়ে গেলে TDS কেটে বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হয় কিন্তু এম আই এস এর ক্ষেত্রে TDS কাটে না।

স্থানান্তরের সুবিধা (Transfer process)

আপনি যদি আপনার বাসস্থান পরিবর্তন অথবা অন্যান্য অসুবিধার কারণে আপনার এম আই এস একাউন্টটি পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে স্থানান্তর করতে পারেন ।

নমিনি সুবিধা (Nominee facility)

এম আই এস এ নমিনির সুবিধা আছে । যদি আপনার এমআইএস চলাকালীন মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো টাকাটি নমিনি পেয়ে যাবে ।

আপনি চাইলে নমিনি পরিবর্তনও করতে পারেন অর্থাৎ আপনি এমআইএস অ্যাকাউন্ট খোলার সময় যদি কাউকে নমিনি রাখেন কিন্তু পরে আপনি চাইলে তাকে পরিবর্তন করে অন্য কাউকে নমিনি রাখতে পারেন ।

লক ইন পিরিয়ড (lock in period)

পোস্ট অফিস এম আই এস প্রকল্পে লক ইন পিরিয়ড হলো ১ বছর । অর্থাৎ আপনি এম আই এস প্রকল্পে প্রথম এক বছর টাকা তুলতে পারবেন না । প্রথম এক বছর প্রিম্যাচিওর ক্লোজ করা যাবে না।

আরো পড়ুন:- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) কি ?

পোস্ট অফিস এম আই এস বনাম ব্যাংক FD বনাম জাতীয় সঞ্চয় শংসাপত্র ( NSC)

পোস্ট অফিস এম আই এসব্যাংক ফিক্সড ডিপোজিটজাতীয় সঞ্চয় সংশাপত্র
সুদের হার ৭.৪%সুদের হার ৫.১% থেকে ৭.২৫%সুদের হার ৭.৭%
গ্যারান্টি যুক্ত রিটার্নসুনিশ্চিত রিটার্ননিশ্চিত রিটার্ন
কোনো TDS প্রযোজ্য নয়TDS প্রযোজ্যTDS প্রযোজ্য নয়
ডিপোজিট এর একটি নির্দিষ্ট সীমা আছেডিপোজিটের কোনো নির্দিষ্ট সীমা নেইসর্বোচ্চ ডিপোজিটের কোনো নির্দিষ্ট সীমা নেই
১ বছর লক ইন পিরিয়ড৫ বছর লক ইন পিরিয়ড৫ বছর লক ইন পিরিয়ড
ঝুঁকি কমকোনো ঝুঁকি নেইঝুঁকি কম
প্রিম্যাচিউর ক্লোজ সম্ভব কিন্তু পেনাল্টি দিতে হবেপ্রিম্যাচিউর ক্লোজ করা যাবেপ্রিম্যাচিউর ক্লোজ সম্ভব
ম্যাচুরিটির সময়কাল পাঁচ বছরম্যাচুরিটির সময়কাল ৭ দিন থেকে ১০ বছর পর্যন্তম্যাচুরিটির দুটি সময়কাল ৫ বছর এবং ১০ বছর
কর ছাড়ের সুবিধা নেই80C ধারা অনুযায়ী কর ছাড় প্রযোজ্য80C ধারা অনুযায়ী কর ছাড় প্রযোজ্য

অন্যান্য মাসিক আয় স্কিমের সাথে এম আই এস এর পার্থক্য

বিষয়পোস্ট অফিস এম আই এস মাসিক আয় মিউচুয়াল ফান্ডমাসিক আয় বীমা
বার্ষিক সুদবার্ষিক সুদ ৭.৪%ঐতিহাসিক রিটার্ন প্রায় ৮.৩%একটি অবসর পরিকল্পনা যা মাসিক আয়ের নিশ্চয়তা প্রদান করে
সর্বনিম্ন ডিপোজিটসর্বনিম্ন ডিপোজিট ১০০০ টাকাসর্বনিম্ন ডিপোজিট এর কোন সীমা নেইসর্বনিম্ন ডিপোজিট এর কোন সীমা নেই
সর্বোচ্চ ডিপোজিটসর্বোচ্চ ডিপোজিট এর পরিমাণ একক একাউন্ট এর ক্ষেত্রে ৯ লক্ষ টাকা এবং যৌথ একাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকাসর্বোচ্চ ডিপোজিটের কোনো সীমা নেইসর্বোচ্চ ডিপোজিটের কোনো সীমা নেই
রিটার্ন গ্যারান্টি যুক্ত নির্দিষ্ট রিটার্নকোনো নির্দিষ্ট রিটার্ন নেইরিটার্ন এর চেয়ে মূলধন সুরক্ষিত করার দিকে বেশি মনোযোগ দেয়
TDSTDS প্রযোজ্যTDS প্রযোজ্য নয়মাসিক বার্ষিক কর যোগ্য
প্রিম্যাচিউর ক্লোজপ্রিম্যাচিউর ক্লোজ করা যাবে কিন্তু জরিমান দিতে হবেপ্রিম্যাচিউর ক্লোজ সম্ভবপ্রিম্যাচিউর ক্লোজ করা যাবে

আরোও পড়ুন:- PM Mudra Yojona: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাওয়া যাবে? কীভাবে আবেদন করতে হবে ?PM মুদ্রা যোজনা ফ্রম ডাউনলোড করুন।

আরও পড়ুন :- পার্সোনাল লোন কি ? পার্সোনাল লোন কিভাবে নেবেন ?

FAQ

২০২৩ সালে এম আই এস এ ইন্টারেস্ট রেট কত?

২০২৩ সালে ১লা এপ্রিল থেকে এম আই এস এ ইন্টারেস্ট রেট ৭.৪% ।

পোস্ট অফিস এম আই এস একাউন্ট স্থানান্তর করা যাবে কি ?

পোস্ট অফিস mis account স্থানান্তর করা যাবে, অর্থাৎ আপনি এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে আপনার পোস্ট অফিস এম আই এস অ্যাকাউন্টটি স্থানান্তর করতে পারবেন ।

পোস্ট অফিস এম আই এস একাউন্ট প্রিম্যাচিউর ক্লোজ করা যাবে কি ?

পোস্ট অফিস mis account প্রিম্যাচিউর ক্লোজ করা যাবে ।

পোস্ট অফিস এম আই এস -এ সর্বনিম্ন ডিপোজিট এর পরিমান কত?

পোস্ট অফিস এম আই এস -এ সর্বনিম্ন ডিপোজিট এর পরিমান ১০০০ টাকা

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “পোস্ট অফিস এম আই এস কি ? পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম কি 2023?|post office mis in Bengali”

Comments are closed.