নতুন বছরে পোস্ট অফিসের তরফ থেকে উঠে এলো দারুন সুখবর! বছরের শুরুতেই বৃদ্ধি করা হলো পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের ইন্টারেস্ট রেটের (Post Office Interest Rate 2024) পরিমাণ। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের উপার্জিত অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। টাকা সঞ্চয়ের অন্যতম বিকল্প হল পোস্ট অফিসের স্কিম। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে আপনি টাকা রেখে খুব ভালো রিটার্ন পেতে পারেন। বিভিন্ন ব্যাংক বা সরকারের প্রকল্পের তুলনায় আপনি পোস্ট অফিসের স্কিম গুলিতে টাকা রেখে খুব ভালো রিটার্ন পাবেন।
পোস্ট অফিসের স্কিমগুলি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তাই এই স্কিমগুলিতে আপনার টাকা নিরাপদ ও সুরক্ষিত হওয়ার পাশাপাশি আপনি গ্যারান্টেড রিটার্ন পাবেন। তাই আপনি যদি পোস্ট অফিসের স্কিম গুলিতে টাকা রাখতে চান তাহলে এর আগে আপনার অবশ্যই জেনে নেওয়া দরকার ২০২৪ সালে পোস্ট অফিসের স্কিমগুলির ইন্টারেস্ট রেট সম্পর্কে। আজকের এই প্রতিবেদনে ২০২৪ সালে কেন্দ্র সরকার পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
পোস্ট অফিস ইন্টারেস্ট রেট ২০২৪ (Post Office Interest Rate 2024)
এবার দেখে নেওয়া যাক ২০২৪ সালে পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিচ্ছে তার সম্পূর্ণ তালিকাটি।
পোস্ট অফিস সেভিংস একাউন্ট (POSB) | ৪ শতাংশ |
ফিক্সড ডিপোজিট (FD | (১) ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯০ শতাংশ। (২) ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.০০ শতাংশ। (৩) ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.১০ শতাংশ। (৪) ৫ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৫০ শতাংশ। |
রেকারিং ডিপোজিট (RD) | ৬.৭০ শতাংশ |
মান্থলি ইনকাম স্কিম (MIS) | ৭.৪০ শতাংশ |
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | ৮.২০ শতাংশ |
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) | ৭.৫০ শতাংশ |
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | ৮.২০ শতাংশ |
কিষান বিকাশ পত্র (KVP) | ৭.৫০ শতাংশ |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ৭.১০ শতাংশ |
ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭০ শতাংশ |
মিস করবেন না » Post Office Scheme – প্রতিমাসে ৯,০০০ টাকার বেশি আয় করতে পারবেন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে, জেনেনিন বিস্তারিত তথ্য।
২০২৪ সালে জানুয়ারি মাসে পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিচ্ছে তা উপরের তালিকায় দেখানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখি পোস্ট অফিসের মাত্র ২টি স্কিমে সুদের হার বাড়ানো হয়েছে। প্রথমটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে ২০২৩ সালে ইন্টারেস্ট রেট ছিল ৮.০০ শতাংশ এবং দ্বিতীয়ত ৩ বছরের ফিক্সড ডিপোজিটে পোস্ট অফিসে ২০২৩ সালে ইন্টারেস্ট রেট ছিল ৭.০০ শতাংশ এরপর ২০২৪ সালে এর ইন্টারেস্ট রেট বৃদ্ধি করা হয়েছে ৭.১০ শতাংশ।
অবশ্যই পড়ুন » Post Office RD Scheme – 100 টাকার স্কিমে পাঁচ বছরে পাবেন 14 লাখ টাকা, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
Hasenali
We welcome this move by our honourable government and PM .
Very Very Good 👍 for middle class family I really appreciate PostOffice sceams
How much I can invet in senior citizen saving scheme
Very very good news for middle class family
Very good for middle class families