PNB FD Interest Rate Hike: ভারতের দ্বিতীয় বৃহত্তম পাব্লিক সেক্টর ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বিরাট খুশির খবর। আপনারও যদি ব্যাংক একাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে থাকে তাহলে ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এই খুশির খবর সম্পর্কে অবশ্যই জানা দরকার। PNB সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য তাদের স্থায়ী আমানত (Fixed Deposit) এর সুদের পরিমাণ বাড়িয়েছে। এফডির মেয়াদ অনুযায়ী ১ শতাংশ থেকে ২.৫ শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধি করেছে ব্যাংক। আপনি যদি এখনো পর্যন্ত নতুন সুদের হার জানেননি তাহলে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সুদের হার বৃদ্ধি (PNB FD Interest Rate Hike)
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সব সময় তাদের গ্রাহকদের শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার দেয়ার প্রচেষ্টা চালিয়ে যায়। তাই এবার তাদের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানত পরিকল্পনার উপর সুরের হার আরো বৃদ্ধি করেছে(PNB FD Interest Rate Hike)। তবে এটি সাধারণ গ্রাহকদের জন্য নয়, শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়েছে। আপনিও যদি এই ব্যাংকের Fixed Deposit পরিকল্পনায় বিনিয়োগ করে থাকেন তাহলে এর নতুন সুদের হার সম্পর্কে অবশ্যই জানা দরকার। সুদ বাড়ানোর পর এখন কোন মেয়াদের এফডিতে কত শতাংশ সুদ দিচ্ছে প্রবীণ নাগরিক এ বিষয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডির নতুন সুদের হার (PNB FD New Interest Rate)
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য তাদের ৭ বছর থেকে ১০ বছর মেয়াদের FD-তে সুদের হার ৩.৩০ শতাংশ থেক ৭.৫০ শতাংশ করেছে।এগে এই ব্যাংক প্রবীণ নাগরিকদের ৩০০ দিন মেয়াদের স্থায়ী আমানত (Fixed Deposit) এর উপর ৭.০৫ শতাংশ সুদ দিত, এখন তা বাড়িয়ে ৭.৫৫ শতাংশ করেছে। এছাড়াও আরো কয়েকটি মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার সংশোধন করা হয়েছে।
আরও পড়ুন: PNB FD – পাঞ্জাব ন্যাসনাল ব্যাঙ্কে ১ লক্ষ্য টাকা এফডি কোরলে কোতো রিটার্ন পাবেন?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটের বর্তমান সুদের হার (PNB FD New Interest Rate) নিম্নরূপ:
FD-র মেয়াদ | সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার (p.a.) | প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার (p.a.) |
---|---|---|
৭ দিন থেকে ১৪ দিন | ৩.৫০% | ৪.০০% |
১৫ দিন থেকে ২৯ দিন | ৩.৫০% | ৪.০০% |
৩০ দিন থেকে ৪৫ দিন | ৩.৫০% | ৪.০০% |
৪৬ দিন থেকে ৬০ দিন | ৩.৫০% | ৫.০০% |
৬১ দিন থেকে ৯০ দিন | ৪.৫০% | ৫.০০% |
৯১ দিন থেকে ১৭৯ দিন | ৪.৫০% | ৫.০০% |
১৮০ দিন থেকে ২৭০ দিন | ৬.০০% | ৬.৫০% |
২৭১ দিন থেকে ২৯৯ দিন | ৬.২৫% | ৬.৭৫% |
৩০০ দিন | ৭.০৫% | ৭.৫৫% |
৩০১ দিন থেকে ১ বছরের কম | ৬.২৫% | ৬.৭৫% |
১ বছর | ৬.৭৫% | ৭.২৫% |
১ বছর থেকে ৩৯৯ দিনের উপরে | ৬.৮০% | ৭.৩০% |
৪০০ দিন | ৭.২৫% | ৭.৭৫% |
৪০১ দিন থেকে ২ বছর | ৬.৮০% | ৭.৩০% |
২ বছর থেকে ৩ বছরের উপরে | ৭.০০% | ৭.৫০% |
৩ বছর থেকে ৫ বছরের উপরে | ৬.৫০% | ৭.০০% |
৫ বছর থেকে ১০ বছরের উপরে | ৬.৫০% | ৭.৩০% |
আরও পড়ুন: PNB FD – পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল সুদ সহ দুর্দান্ত রিটার্ন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇