শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

ITR File: ITR জমার সময় ভুল করেছেন? কিভাবে সংশোধন করবেন সঠিক পদ্ধতি দেখে নিন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

ভারতীয় আয়করদাতাদের আয়কর আইন অনুসারে প্রতি অর্ধবর্ষে ITR ফাইল করতে হয়। ইতিমধ্যেই ২০২৩-২৪ অর্থবছরের জন্য আয়কর ফাইল করার কাজ শুরু হয়েছে। আয়করদাতারা আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত এই কাজটি করতে পারবেন। নির্দিষ্ট এই সময় সীমার মধ্যে যারা আয়কর ফাইলের কাজটি করবেন না তাদের আবার মোটা টাকা জরিমানা হিসেবে দিতে হবে। আয়কর ফাইল করার সময় প্রতিটি তথ্য অত্যন্ত সঠিকভাবে মিলিয়ে দিতে হয়। তবে তা সত্ত্বেও যদি কোনো কারণে ভুল হয়, তবে সংশোধন করা সম্ভব? কতবার সংশোধন করতে পারবেন এই ভুল? এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

ITR ফাইলের সময় করা ভুল কি সংশোধনযোগ্য?

কোন গ্রাহক যদি ITR ফাইলের সময় কোন ভুল করে ফেলেন সে ক্ষেত্রে ভারতীয় আয়কর বিভাগ তাকে সংশোধনের সুযোগ দেয়। ভারতীয় আয়কর আইন ১৯৬৫-এর ১৩৯ (৫) ধারা অনুযায়ী করদাতা নিজের করা ভুলটি সংশোধন করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রসেসিং রিফান্ডের পরেই এটি সংশোধন করা সম্ভব।

কতবার ITR জমা করা যায়?

ITR জমা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সীমা ভারতীয় আয়কর বিভাগের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি। অর্থাৎ শেষ তারিখের মধ্যে একজন করদাতা নিজের ইচ্ছা অনুযায়ী যতবার খুশি আয়কর ফাইল করতে পারেন। তবে সংশোধিত আইটিআর ফাইল করার সময় একদম নতুনভাবে সমস্ত তথ্য যাচাই করে এই কাজ করা উচিত। সংশোধিত আইটিআর ফাইলের সময় তথ্য যাচাই করা না হলে আয়কর বিভাগ সেটি গ্রহণ করে না। এছাড়াও নির্ধারিত সময়সীমার পর সংশোধিত আইটিআর ফাইল করলে তা অবৈধ বলে ধরা হয়।

জেনে রাখুন » Old vs New Tax Regime: নতুন নাকি পুরোনো কর ব্যবস্থা কোনটিতে আপনি বেশি লাভবান হবেন।

ITR ফাইলের ভুল সংশোধন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিজের আইটিআর ফাইলে থাকা ভুলগুলি সংশোধন করে নেওয়া যায়। এর জন্য মানতে হয় কয়েকটি পদ্ধতি। দেখে নিন সেই পদ্ধতি গুলি।

  • প্রথমেই http://www.incometaxindiaefiling.gov.in/home এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • নিজের প্যান নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে লগইন করে নিতে হবে।
  • ই- ফাইল মেনুতে গিয়ে নিজের আয়কর রিটার্নের লিংকে প্রবেশ করতে হবে।
  • নতুন যে পেজটি খুলবে সেখানে নিজের প্যান নম্বরটি বসিয়ে দিতে হবে।
  • আয়কর রিটার্নের বর্ষ এবং ITR ফর্ম বেছে নিতে হবে।
  • অরিজিনাল নাকি কারেকশন কোন আইটিআর পূরণ করছেন সেই বিকল্প বেছে নিতে হবে।
  • এরপর submit and prepare অপশনে ক্লিক করতে হবে।
  • রিটার্ন ফাইলিংয়ে প্রবেশ করে রিভাইসড ইন রিটার্ন ফাইলিং টাইপ করে সমস্ত ভুল সংশোধন করতে হবে। দেওয়া তথ্য পুনরায় যাচাই করে তা জমা দিলেই সংশোধনের কাজটি সম্পন্ন হবে।

অবশ্যই পড়ুন » ITR File: আয়কর রিটার্নের ক্ষেত্রে এই ভুলগুলি করলেই বিপদ! এই ৮ ভুল থেকে সাবধান থাকুন!

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us