Rule Of 100 Age Explain in Bengali: আমাদের প্রত্যেকের উচিত টাকা উপার্জনের সঙ্গে সঙ্গে সেই টাকাকে ভবিষ্যতের জন্য কিছু টাকা ইনভেস্ট করা এবং জরুরী প্রয়োজনে কিছু টাকা সেভিংস করাও প্রয়োজন। এখানে ইনভেস্ট বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বলা হয়েছে এবং সেভিংস বলতে কম মেয়াদের বিনিয়োগের কথা বলা হয়েছে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় টাকা যে কোন সময় তুলবেন। আজকের এই প্রতিবেদনে টাকা সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে বয়স-১০০ অর্থাৎ Rule Of 100 Age সূত্রটি আলোচনা করা হয়েছে।
টাকা সঞ্চয় ও বিনিয়োগের বয়স-১০০ নিয়ম (Rule Of 100 Age)
Rule Of 100 Age এর মাধ্যমে আপনি আপনার বয়স অনুপাতে টাকা সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন এবং আপনি আপনার ঝুঁকিকে কমাতে পারেন। Rule Of 100 Age সূত্রটি হলো ১০০ থেকে আপনার বর্তমান বয়স বিয়োগ করলে যে উত্তর আসবে সেই শতাংশ টাকা আপনি ইকু্ইটিতে বিনিয়োগ করবেন এবং আপনার যত বয়স তত শতাংশ টাকা আপনি সেফ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই নিয়ম মেনে বিনিয়োগ করলে আপনার বয়স যত কম থাকবে, ঝুঁকির পরিমাণ একটু বেশি থাকবে এবং আপনার বয়স বাড়লে ধীরে ধীরে ঝুঁকির পরিমাণ কমাতে পারবেন।
আরোও পড়ুন » Post Office RD 333: এই ভাবে পোস্ট অফিসের ৩৩৩ টাকার আরডি পরিকল্পনায় ১৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন
Rule Of 100 Age এর উদাহরণ
বর্তমানে আপনার বয়স যদি ৩৫ বছর হয় তাহলে আপনি ৩৫ শতাংশ টাকা যেকোনো সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করবেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের স্কিম এবং অন্যান্য সরকারি স্কিমে বিনিয়োগ করবেন। এবং (১০০-৩৫) = ৬৫ শতাংশ টাকা আপনি ইকুইটিতে বিনিয়োগ করবেন অর্থাৎ শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি।
আপনার বর্তমান বয়স | কত শতাংশ ইকুইটিতে বিনিয়োগ করবেন | কত শতাংশ সেফ জায়গায় বিনিয়োগ করবেন |
---|---|---|
২০ বছর | ৮০ শতাংশ | ২০ শতাংশ |
২৫ বছর | ৭৫ শতাংশ | ২৫ শতাংশ |
৩০ বছর | ৭০ শতাংশ | ৩০ শতাংশ |
৩৫ বছর | ৬৫ শতাংশ | ৩৫ শতাংশ |
৪০ বছর | ৬০ শতাংশ | ৪০ শতাংশ |
৪৫ বছর | ৫৫ শতাংশ | ৪৫ শতাংশ |
৫০ বছর | ৫০ শতাংশ | ৫০ শতাংশ |
৬০ বছর | ৪০ শতাংশ | ৬০ শতাংশ |
৭০ বছর | ৩০ শতাংশ | ৭০ শতাংশ |
৮০ বছর | ২০ শতাংশ | ৮০ শতাংশ |
অবশ্যই পড়ুন » Rule Of 144: টাকা চার গুণ করার সূত্র! দেখে নিন আপনার জমানো টাকা কতদিন পর চার গুণ হবে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇