শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত টাকা রিটার্ন পাবেন?

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Punjab National Bank (PNB) FD: এখনো দেশের বেশিরভাগ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করতে জানে না বা বিনিয়োগ করতে ভয় পায়। অবার অনেকে সব জেনেও শেয়ার বাজারে ঝুঁকি না নিয়ে ব্যাঙ্কে Fixed Deposit করতে বেশি পছন্দ করে। তাই আজ আমরা ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ লক্ষ টাকার এফডি করলে কত রিটার্ন পাবেন? তা হিসেব করে দেখবো। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে FD করলে কত টাকা রিটার্ন পাবেন? 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদের Fixed Deposit পরিকল্পনা রয়েছে। মেয়াদ অনুযায়ী বিনিয়োগ করার জন্য গ্রাহকদের ১০টির চেয়েও বেশি FD পরিকল্পনা অফার করে PNB। তবে আজ আমরা শুধুমাত্র ৩ বছর, ৫ বছর এবং ১০ বছর মেয়াদের FD-তে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন তা জানবো। 

৩ বছরে কত টাকা রিটার্ন পাবেন?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের ২ বছর থেকে ৩ বছর মেয়াদের স্থায়ী আমানত (Fixed Deposit) এর উপর সাধারণ নাগরিকদের ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৮০ শতাংশ সুদের হার অফার করছে। যদি একজন সাধারণ নাগরিক ৩ বছরের জন্য পাঞ্জাব ন্যাসনাল ব্যাঙ্কে ১ লক্ষ টাকা এফডি করেন, তাহলে ৭ শতাংশ সুদের হার অনুযায়ী তিনি মোট ১,২৩,১১৪ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ তার মোট প্রাপ্ত সুদের পরিমাণ হবে ২৩,১১৪ টাকা। একই জায়গায় একজন প্রবীণ নাগরিক ৭.৮০ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ১,২৬,০৮০ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ২৬,০৮০ টাকা। 

আরও পড়ুন: FD Interest Rate Hike – এখন FD-তে বাম্পার সুদ দিচ্ছে এই ৪টি ব্যাঙ্ক! মে মাসে বাড়িয়েছে সুদের হার।

৫ বছরে কত টাকা রিটার্ন পাবেন? 

PNB তাদের ৩ বছর থেকে ১০ বছর মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৩০ শতাংশ সুদের হার অফার করছে। যদি একজন সাধারণ গ্রাহক ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৬.৫০ শতাংশ সুদের হার অনুযায়ী তিনি মোট ১,৩৮,০৪২ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৩৮,০৪২ টাকা। একই জায়গায় একজন প্রবীণ নাগরিক মোট ১,৪৩,৫৭৮ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৪৩,৫৭৮ টাকা। 

আরও পড়ুন: PNB Update – আগামী ১ মাসের মধ্যে একাধিক ব্যাংক একাউন্ট বন্ধ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

১০ বছরে কত টাকা রিটার্ন পাবেন? 

একজন সাধারণ গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের FD-তে ১০ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৬.৫০ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ১,৯০,৫৫৬ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ তিনি মোট ৯০,৫৫৬ টাকা সুদ পাবেন। আর যদি একজন প্রবীণ নাগরিক PNB FD-তে ১০ বছরের জন্য ১ লক্ষ্য টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি মোট রিটার্ন পাবেন ২,০৬.১৪৭ টাকা। এক্ষেত্রে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১,০৬,১৪৭ টাকা।

আরও পড়ুন: PNB Loan – ৫ লক্ষ টাকা লোন দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক! অনলাইনে আবেদন করে ১০ দিনের মধ্যেই পাবেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us