শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

FD Interest Rate Hike: এখন FD-তে বাম্পার সুদ দিচ্ছে এই ৪টি ব্যাঙ্ক! মে মাসে বাড়িয়েছে সুদের হার

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

FD Interest Rate Hike: এখনো এমন ব্যক্তির সংখ্যা প্রচুর, যারা শেয়ার বাজারে বিনিয়োগ পছন্দ করে না এবং নিজের টাকা Fixed Deposit-তে বিনিয়োগ করে। আপনিও যদি এফডিতে টাকা বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন তাহলে আপনার জানা উচিত যে, কোন্ কোন্ ব্যাঙ্কে বেশি সুদ পাবেন। মে মাসে FD-তে সুদের হার বাড়িয়েছে এমন কিছু ব্যাঙ্ক সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। আপনি এই সমস্ত ব্যাঙ্কে FD করে অতিরিক্ত সুদ আয় করতে পারবেন। এই ব্যাঙ্কগুলো তাদের কোন্ FD পরিকল্পনায় সুদ বাড়িয়েছে? এবং বর্তমানে কতো সুদ দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে অবশ্যই সম্পূর্ন খবরটি পড়ুন। 

এই ৪টি ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়িয়েছে 

এবছর মে মাসে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে (FD Interest Rate Hike)। তবে আজ আমরা যে সমস্ত ব্যাঙ্কগুলোর কথা বলছি সেগুলি হল Utkarsh Small Finance Bank, City Union Bank, RBL Bank এবং Capital Small Finance Bank. ব্যাঙ্কগুলোর নতুন সুদের হার নিচে উল্লেখিত রয়েছে – 

1) Utkarsh Small Finance Bank 

এবছর মে মাসের ১ তারিখ Utkarsh Small Finance Bank তাদের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। এই ব্যাঙ্কের Fixed Deposit-তে এখন সাধারণ গ্রাহকরা সুদ পাবেন ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত। একই জায়গায় প্রবীর নাগরিকরা সুদ পাবেন ৪.৭ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত। এই ব্যাঙ্কে ২ বছর থেকে ৩ বছর মেয়েদের স্থায়ীআমানতের উপর সবচেয়ে বেশি সুদ অফার করছে, ৮.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত। 

2) City Union Bank 

ইতিমধ্যেই ২ কোটি টাকার কম Fixed Deposit এর ওপর সুদের হার বাড়িয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। ৬ মে, ২০২৪ থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। এখন এই ব্যাঙ্কের FD-তে সাধারণ গ্রাহকরা সুদ পাচ্ছেন ৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত। একই জায়গায় প্রবীণ নাগরিকরা সুদ পাচ্ছেন ৫% থেকে ৭.৭৫% পর্যন্ত। এই ব্যাঙ্ক তাদের ৪০০ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর সবচেয়ে বেশি সুদের অফার করছে। 

আরও পড়ুন: SBI FD Interest Rates 2024 – আরও সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক! জেনেনিন এখন কতো সুদ দিচ্ছে।

3) RBL Bank 

RBL ব্যাঙ্কও তাদের ২ কোটি টাকা কম স্থায়ীআমানতের সুদের হার বাড়িয়েছে। এই ব্যাঙ্কের নতুন সুদের হার কার্যকর হয়েছে ১ এপ্রিল, ২০২৪ থেকে। এই RBL ব্যাঙ্ক ১৮ থেকে ২৪ মাস মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ গ্রাহকদের ৮ শতাংশ সুদের হার অফার করছে। একই জায়গায় প্রবীণ নাগরিকদের ০.৫০ শতাংশ এবং ৮০ বছরের বেশি বয়সী ব্যাক্তিদের ০.৭৫ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। 

4) Capital Small Finance Bank 

৬ মে, ২০২৪ থেকে Capital Small Finance Bank তাদের ২ কোটি টাকার কম আমানতের Fixed Deposit-এর উপর বেশি সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কের এফডিতে সাধারণ গ্রাহকরা সুদ পাবেন ৩.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ পর্যন্ত। একই জায়গায় প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৪ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত। এই ব্যাঙ্কও তাদের ৪০০ দিন মেয়াদের স্থায়ী আমানতের ওপর সবচেয়ে বেশি সুদের হার অফার করছে।

আরও পড়ুন: Fixed Deposit-এর এই কৌশল জানলে পাবেন আরও বেশি রিটার্ন! FD-তে বেশি সুদ পেতে চাইলে অবশ্যই দেখুন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us